নাটক রিভিউ "আলতা সুন্দরী" ৩৯ তম পর্ব

in আমার বাংলা ব্লগ16 hours ago


আসসালামু আলাইকুম

আমার বাংলা ব্লগে সকলকে স্বাগতম

কেমন আছেন আপনারা? আশা করি মহান সৃষ্টিকর্তার সহায়তায় ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবেসে উপস্থিত হলাম সুন্দর একটি বাংলা নাটক রিভিউ নিয়ে। বৃন্দাবন দাস রচিত জনপ্রিয় এই নাটকের নাম আলতা সুন্দরী। এই নাটকে মোট ৬২ পর্ব। আজকে আমি উপস্থিত হলাম ৩৯ তম পর্ব রিভিউ করে শেয়ার করতে। চলুন তাহলে শুরু করি।

Screenshot_20250121-170940.jpg

📺স্ক্রিনশট: ইউটিউব📺



নাটক বিবরণী


নাটকের নামআলতা সুন্দরী
রচনাবৃন্দাবন দাস
পরিচালকসালাহউদ্দিন লাভলু
অভিনয়েচঞ্চল চৌধুরী, আ খ ম হাসান, শামীম জামান, রহমত আলী, ম ম মোরশেদ, জয় রাজ, রাশেদা চৌধুরী, মনিরা মিঠু, সাইকা আহমেদ, লারা লোটাস, পুতুল, ডায়না সহ আরো অনেকে।
দেশবাংলাদেশ
ভাষাবাংলা
ধরণহাস্যরসাত্মক এবং সামাজিক
মোট পর্ব৬২
রিভিউ৩৯ তম পর্ব
দৈর্ঘ্য১৬ মিনিট
প্ল্যাটফর্মইউটিউব @cdchoicedrama চ্যানেল


চরিত্রেঃ

  • শামীম জামান (আলতা সুন্দরী/নছের)
  • আর খ ম হাসান (নায়ক মেসের)
  • চঞ্চল চৌধুরী (রহিম বাদশা) সহ আরো অনেকে


নাটক রিভিউ

হাসেম জোয়ারীর জন্য আলতা সুন্দরী গানের দলটা এক প্রকার নষ্ট হয়ে যাওয়ার পথে। এখন কেউ আর ওস্তাদকে মান্য করছে চলছে না। একদিকে আলতা সুন্দরী বিয়ে করে বউকে নিয়ে ভালো আছেন। নতুন বউ স্বামীকে আলতা সুন্দরী সেজে গান করতে দিতে চায় না। এতদিন যা করেছে করেছেন। পুরুষ মানুষ তো আর সব সময় মেয়ে মানুষ সাজা যায় না। এইদিকে সুযোগ বুঝে হাসেন জোয়ারী শহর থেকে নায়ক নায়িকা এনেছিল। কিছু বিষয়গুলো যেন হাসেম জোয়ারী নিজের হাতের মধ্যে নিয়ে নেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু সে সেভাবে সফল হয়নি। মাঝখানে গানের দলে এক প্রকার বিভ্রান্তি সৃষ্টি করেছে। আগামীতে কি করা যাবে এই নিয়ে গানের দলের ওস্তাদের মধ্যে বেশ টেনশন। এই মুহূর্তে ওস্তাদকে সান্ত্বনা দেওয়া এবং বুদ্ধি দেওয়ার জন্য সামনে উপস্থিত রয়েছে রহিম বাদশা। রহিম বাদশা বিষয়টা বেশ ভালো করে বুঝেছে। ভাই ওস্তাদকে সঠিক পরামর্শ দিচ্ছে। কিন্তু রহিম বাদশার কথাগুলো সেভাবে ওস্তাদ মেনে নিতে পারছে না। কারণ এখানে গানের দলের নসু ভিলেনকে বাদ দেওয়াটাও কেমন হয়ে যায়। তাই ওস্তাদ এখন তার বউয়ের পরামর্শ দেওয়ার চিন্তা করে। কিন্তু তার বউ সব সময় তার বিরুদ্ধে কথা বলে। যেটা কখনোই তার কাছে ভালো লাগে না।

Screenshot_20250121-170006.jpg

Screenshot_20250121-170809.jpg

📺স্ক্রিনশট: ইউটিউব📺


এদিকে গানের দলের লোকজন চিন্তা করতে থাকে এখন কি করা যাবে। হাসেম জোয়ারীর সাথে রাগারাগি করে দল ছেড়ে তারা চলে এসেছে। তারা একটা বারের জন্য চিন্তা করেনি ওস্তাদের মতামত। এখন তাদের চিন্তা শুরু হয়ে গেছে প্রস্তাব যদি গানের দল ভেঙে ফেলে। তাহলে তাদের কি অবস্থা হবে। তাই তাদের ছোটখাটো মিটিং এর মধ্যে আলতা সুন্দরীকে ডেকেছে। আলতা সুন্দরী তাদের পরামর্শ দিল। যেভাবে হোক হাসেম জোয়ারী কে দলের আশেপাশে ভিত্তি দেওয়া যাবে না। সে তো গানের দলের কোন লোক নয় কিন্তু সে কিভাবে দলের মধ্যে এসে যায়। হাশেমের চিন্তাধারা সবাই বুঝে ফেলেছে। আসেন একের পর এক সদস্যদের বাতিল করে নতুন নিজের লোক গানের দলে প্রবেশ করাতে। এতে তার মত করে গানের দল পরিচালিত হবে। এতে হাসেন জুয়ারী তার জুয়া খেলার ইনকাম নিজের মতো করে তৈরি করে নিতে পারবেন। এটা কিছুতে হতে দেওয়া যাবে না। এতে গানের দলের কোন স্বার্থ নেই। বরং দলটার ক্ষতি হয়ে যাবে। আশেপাশের দশ গ্রামে এই গানের দলের যেমন নাম রয়েছে সেই সুনাম নষ্ট হয়ে যাবে হাশেমের জন্য।

Screenshot_20250121-170259.jpg

Screenshot_20250121-170832.jpg

📺স্ক্রিনশট: ইউটিউব📺


এদিকে হাশেম আর নসু ভিলেন গুলজার এর বাড়িতে গেছে। তারা গোপন বৈঠক শুরু করেছিল। গুজার কে কেন্দ্র করে একটি গানের দল তৈরি করবে। বিষয়টা গুলজার এর কাছে ভালো লেগেছিল কিন্তু গানের দলের মত একটা দল তৈরি করা টা বেশ কঠিন আছে। এখানে গান বাজনা করার মত অনেক বাদ্যযন্ত্র প্রয়োজন এবং সেগুলো বাজানোর লোক প্রয়োজন হয়। এত দায়িত্ব আর এত খরচ করবে কে। এই নিয়ে একটি পর্যায়ে তাদের মধ্যে কথা চলছিল হঠাৎ গোলজারের বউ বাড়িতে এসে উপস্থিত। যদিও গুলজার এর গানের দলে উপস্থিত হওয়ার খুবই ইচ্ছে ছিল। কিন্তু বউয়ের জন্য সেই আশা আর রইল না। তাই গুলজার এই সমস্ত আলোচনা বাদ দিয়ে তাদেরকে বাড়িতে চলে যেতে বলল।

Screenshot_20250121-170336.jpg

Screenshot_20250121-170524.jpg

📺স্ক্রিনশট: ইউটিউব📺


হাসেম জোয়ারী আর নসু ভিলেন এই মুহূর্তে কি করবে সেটা বুঝে উঠতে পারছে না। তারা এতদিন ধরে যে সমস্ত পরিকল্পনা করেছে সমস্ত পরিকল্পনা ভেস্তে গেছে। তাই এখন তারা আবারো চিন্তা নিয়েছে ওস্তাদের কাছে যেতে হবে এবং ওস্তাদের কাছে মাফ চাইতে হবে। কারণ তারা তো ওস্তাদের সাথে খারাপ আচরণ করেনি। কথার প্রসঙ্গে কয়েকটা কথা হয়েছে তাদের দলের লোকের সাথে। তাই বলে তো ওস্তাদের সাথে তো আর তাদের গ্যাঞ্জাম হয়নি। ঠিক এমনই পরামর্শ করে যে, দুজন মিলে ওস্তাদ কে বুঝিয়ে বলবে যেন গানের আসর পুনরায় চালু হয়।

Screenshot_20250121-170710.jpg

📺স্ক্রিনশট: ইউটিউব📺


2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgn9g1JDeoTfLth3BC.png


আমার মতামত:

আলতা সুন্দরী নাটকে আমরা লক্ষ্য করেছি খুব সুন্দর একটি গানের দল ছিল। গানের দল টা দিন দিন গানের দলের ওস্তাদের কথার বাইরে চলে যাচ্ছে। সেখানে প্রধান ষড়যন্ত্রকারী হাসেম জোয়ারী। সে গানের আসর কে কেন্দ্র করে জুয়া খেলা করতেন এবং তার খেলায় অনেক লাভ হত। তাই তিনি এমন একটা পর্যায় সৃষ্টি করতে চাচ্ছেন যেন গানের দলটা তার নিজের আয়ত্তে চলে আসে। নিজের ইচ্ছে মতো গানের দলটা পরিচালনা করবে এবং অধিক পরিমাণ জুয়া খেলায় লাভবান হবে। তার এই কৌশলে হাত করতে পেরেছে গানের দলের নসু ভিলেন কে। গানের দলের ওস্তাদকে না বলে শহর থেকে নায়ক নায়িকা নিয়ে এসেছেন। যার গান দল তাকে না জানিয়ে সে কিভাবে গানের দলের জন্য শহর থেকে নায়ক নায়িকা নিয়ে আসে। এখানে বোঝা যায় হাশেমের কতটা স্বার্থ রয়েছে গানের দলকে কেন্দ্র করে। আর এভাবে এই অভিনয় এগিয়ে এসেছে অনেক দূর। এই পর্বে লক্ষ্য করা গেছে হাসেম জোয়ারী অনেক বুদ্ধি তৈরি করেছেন গানের দলকে নিজের কন্ট্রোলে নিতে কিন্তু সকল বুদ্ধি ভেস্তে গেছে। শেষ চিন্তা ছিল গোলজার কে কেন্দ্র করে নতুন একটি গানের দল তৈরি করবে কিন্তু গুলজার এর জল লাগবো বাপের বাড়ি থেকে স্বামীর বাড়িতে চলে এসেছে তাই আর তাদের পরিকল্পনা কাজে আসবে না। কারণ গোলজার এখন বইয়ের নিয়ন্ত্রণে থাকলে গানের দল তৈরি তো দূরে থাক গানের শব্দটাও গুলজারের মুখে আসতে দিবে না। আমরা এখানে নতুন একটি মুখের সন্ধান পেলাম সেটা গুলজারের বউ। সে এসে তার শিক্ষিতের অহংকার উপস্থাপন করেছে। এতে আশা করা যায় অভিনয়ের নতুন মাত্রা সৃষ্টি হবে। তবে এ পর্যায়ে অনেক সুন্দর অভিনয় ছিল গোলজার,নসু আর হাসেম জোয়ারীর কথোপকথনের মধ্যে। তবে দর্শকের কাছে বেশ আনন্দের বিষয় ছিল তাদের পরিকল্পনা কোন কাজে আসেনি। তাই আমারও বলতে পারি আগামীতে নতুন কিছু অভিনয় আমরা দেখতে পারবো যেগুলো আমাদের আনন্দ দিবে।

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png


ব্যক্তিগত রেটিং:

৯/১০

নাটকটির লিংক


রিভিউটি পড়ার জন্য ধন্যবাদ।

received_434859771523295.gif

আমার পরিচয়

আমি মোছাঃ জান্নাতুল ফেরদৌস শশী। বাসা গাংনী মেহেরপুর, বাংলাদেশ। আমি আপনাদের bidyut01 এর পরিবার। আমি একজন গৃহিণী। স্বামী সন্তান সহ আমাদের যৌথ পরিবার। এক পরিবার থেকে "আমার বাংলা ব্লগ কমিউনিটিতে" চারজন সদস্য রয়েছি। এইচএসসি পাশ করার পর বিয়ে হওয়ার মধ্য দিয়ে আমার লেখাপড়া স্থগিত হয়। আমার ভালোলাগা রেসিপি তৈরি, নাটক রিভিউ, ভিডিও ও ফটোগ্রাফি করা সহ ভ্রমণ করতে পছন্দ করি। আমার ইচ্ছে আমি এই কমিউনিটিতে দীর্ঘদিন ব্লগ করব। পাশাপাশি আমার নিকটস্থ প্রিয়জনদের সহায়তা করব এই কমিউনিটিতে সদস্য হয়ে পোস্ট শেয়ার করার।

6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjo1NfxyQcRUrHnbvGAuDxuMioMRjoG74XpZyTRDsUp566Bu2ZZHRsryAWmeAqnTe9T6zT4X1bZ8DTXHHYrr.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjnzpQii6mQVp5A4gDGCDR68W9RxwfgYXDkuSdrT6M7Y7xaaSUX484gjnbdCNf4usUnqiHpgSG4y2v9nUyHY.png

Sort:  
 15 hours ago 

আজকের কাজ সম্পন্ন

Screenshot_20250121_195848.jpg

Screenshot_20250121_195719.jpg

Screenshot_20250121_195602.jpg

 15 hours ago 
 14 hours ago 

দেখতে দেখতে আলতা সুন্দরী নাটকের অনেকগুলো পর্বের রিভিউ শেষ হয়ে গিয়েছে। আমার কাছে এই নাটকের ৩৯ তম পর্বের রিভিউটা পড়তে খুবই ভালো লেগেছে। এই নাটকটা যদিও দেখা হয়নি, তবে নাটকটার অনেকগুলো পর্বের রিভিউ পড়া হয়েছে আমার। আশা করছি পরবর্তী পর্বগুলো খুব তাড়াতাড়ি আমাদের মাঝে আপনি শেয়ার করবেন।

 12 hours ago 

এই নাটকটি অনেক আগের। আমি কয়েকটি পর্ব দেখেছি আমার কাছে খুব ভালো লেগেছে। আলতা সুন্দরী নাটকের আজকের পর্ব দেখে খুব ভালো লাগলো। আপনার নাটক রিভিউ বেশ দুর্দান্ত হয়েছে। ধন্যবাদ আপনাকে আপু নাটক টি রিভিউ করার জন্য।

 12 hours ago 

বেশ কয়েক বছর আগে আমি এই নাটকের কয়েকটা পর্ব দেখেছিলাম। এরপরে নাটকটা নামই ভুলে গেছিলাম। তবে এখানে কাজ করতে এসে বেশ অনেক নাটকের সাথে পরিচয় লাভ করছি আবার দেখতে পারছি। অনেক সুন্দর হয়েছে আপনার রিভিউ করা। এই সুযোগে আমিও একটু দেখতে পারলাম নাটকটা।

 2 hours ago 

আসলে সময়ের অভাবে নাটক তেমন একটা দেখা হয় না। যদি ও একটু সময় পাই তাহলে আমি তামিল মুভি দেখি। মাঝে মধ্যে নাটক রিভিউ পড়া হয়। আসলে নাটক রিভিউ পড়লে আর নাটক দেখার প্রয়োজন হয় না। আপনার নাটক রিভিউটি পড়ে মনে হচ্ছিল যেন আমি নাটকটি সরাসরি দেখতেছি। আপনি অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রিভিউ শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.25
JST 0.039
BTC 105647.40
ETH 3331.47
SBD 4.08