একটি শালিক পাখির সাথে পাগলামি
কেমন আছেন আপনারা? আশা করি মহান সৃষ্টিকর্তার সহায়তায় ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। বিভিন্ন ধরনের একটা পোষ্ট নিয়ে উপস্থিত হলাম। ভিন্ন অনুভূতি আপনাদের মাঝে ব্যক্ত করব। নিশ্চয়ই ভালোলাগা খুঁজে পাবেন আমার এই অনুভূতিতে।
কিছুদিন আগে একটি শালিক পাখি বারবার আমাদের বাড়ির মধ্যে প্রবেশ করছে। যতই তাকে খেদিয়ে দেওয়া হচ্ছে ততই সে এদিক থেকে ওদিকে ওদিক থেকে এদিকে আসছে। সে আমাকে যেন বিরক্ত করে তুলছিল। তখন আমি একটা কাজ করছিলাম। পাখিটা এসে বারবার আমার কাজের মধ্যে বিঘ্ন ঘটাচ্ছে। আমি অনেকটা অতিষ্ঠ হয়ে উঠেছিলাম এই শালিকটার প্রতি। আমাদের এখানে শালিক পাখির উৎপাত অনেক বেশি। মানুষের বাড়িতে উপস্থিত হয়ে তারা শুধু হাঁস মুরগির খাবার খেয়ে যায় এছাড়াও রান্নাঘরে অনেক জালায়। আমাদের রান্নাঘর টা যথেষ্ট ফাঁকা। তাই শালিক পাখি এ পাশ দিয়ে ওপাশ দিয়ে শুধু রান্না ঘরের মধ্যে প্রবেশ করে ফেলে আর ঝামেলা করতে থাকে। যাইহোক সেইদিন এতটাই ঝামেলা করছিল, তখন ভাবলাম যে ওর আমি ফটোগ্রাফি করবো অনেক। একটা সময় আমি তাকে তাড়িয়ে তাড়িয়ে হয়রান হলাম। আমাদের টিউবওয়েল এর পাশে থাকা একটি কমলা লেবু গাছে পাখিটা বসলো। এরপর সেখানে অবস্থান করে চারিদিকে শুধু তাকাচ্ছে। হঠাৎ এই মুহূর্তে একটি বড় পোকা গাছের নিচে অবস্থান করছিল। তখন পাখি তার টার্গেট ছিল পোকাটা শিকার করা।
আমি তো কিছুতেই তাকে পোকাটা শিকার করতে দেব না। কারন সে আমার কাজের মধ্যে অনেক জালিয়েছে। আমি অতিষ্ট হয়ে উঠেছিলাম তার আচরণ। আমি চাইলে ঢিলে মেরে তাড়িয়ে দিতে পারতাম। কিন্তু ফটোগ্রাফি করার জন্য এমনটাও করলাম না। শুধু চোখে চোখে রাখলাম সে যেন পোকার কাছে নেমে না আসতে পারে। শালিক পাখিটা যেই গাছের ডালে অবস্থান করছিল, সেটা মাটি থেকে দুই হাত উপরে। আর পোকাটা যেখানে অবস্থান করছিল সেটা আমার থেকে ৫ হাত দূরে। শালিক পাখিটা সেখান থেকে চার-পাঁচ হাত দূরে হবে। অর্থাৎ মাঝখানে একটু ঘাস রয়েছে সেই ঘাসের মধ্যে পোকাটা বারবার লাফ দিয়ে এসে বসে পড়ছে। শালিক পাখি একবার প্রকার দিকে তাকায় আবার একদিকে আমার পানে তাকায়। সে গাছ থেকে নেমে আসতেও পারছে না আবার লোভ সামলাতেও পারছে না। সে জানছে গাছ থেকে নামলে আমি আবার হেই করব, এদিকে মোবাইল তার পানে ধরে রেখেছি ফটো তোলার জন্য। সে হয়তো ভাবছে অন্য কিছু। পূর্বে যদি আমাকে না জ্বালাতন করতো তাহলে তো আমি আর তার দিকে ফলো করতাম না। তাহলে সে রিলাক্সে পোকা শিকার করে চলে যেতে পারত। কিন্তু সে ভুল করেছে আমার রান্নাঘরে বিরক্ত করে।
এখন আমি টিউবওয়েল পাড়ে কাজ করছি। তাইতো তার সাথে পাগলামি করার সুযোগ হলো। আমি শুধু মোবাইলটা তার দিকে লক্ষ্য রেখে ফটো ধারণ করছি। যখন সে নেমে এসে পোকাটা স্বীকার করবে, তখন একটু হেই করে উঠছি। আর এভাবেই আমিও তার বিরক্তি করা শুরু করে দিলাম। সে থেমে থাকছে আর আমার দিকে তাকাচ্ছে। মনে হচ্ছিল শালিক পাখিটা বুঝতে পেরেছে তার ভুল। বেশিক্ষণ তো আর সেখানে বসে থেকে পাগলামি করতে পারলাম না। বেশ কিছুক্ষণ ফটোগ্রাফি করার পর যখন সরে আসলাম। তখন পাখিটা কারেন্ট গতিতে ছো মেরে পোকাটা শিকার করে নিয়ে উড়ে পালিয়ে গেল। তখন বেশ আনন্দ হচ্ছিল। ভয় পায় না বেয়াদবি করে। আর এখন পোকাটা হারানোর ভয়ে উড়ে চলে গেল। আর এভাবেই শালিক পাখিটার সাথে বেশ আনন্দ করেছিলাম সেদিন।
সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ
বিষয় | শালিক পাখির সাথে আনন্দ |
---|---|
What3words Location | Gangni-Meherpur |
মোবাইল | Huawei P30 Pro-40mp |
ক্রেডিট | @jannatul01 |
ব্লগার | আমার বাংলা ব্লগ কমিউনিটি |
আমার পরিচয়
আমার নাম মোছাঃ জান্নাতুল ফেরদৌস শশী। আমার বাসা গাংনী মেহেরপুর, বাংলাদেশ। আমি আপনাদের সুপ্রিয় বিদ্যুৎ জিরো ওয়ান এর পরিবার। আমি একজন গৃহিণী। স্বামী সন্তান সহ আমাদের যৌথ পরিবার। আমার বাংলা ব্লগ কমিউনিটির চারজন সদস্য রয়েছে আমাদের পরিবারে, তার মধ্যে আমি একজন। এইচএসসি পাশ করার পর নার্সিং কোর্স করে বিয়ে হওয়ার মধ্য দিয়ে আমার লেখাপড়া স্থগিত হয়। আমার ইচ্ছে আমি এই কমিউনিটিতে দীর্ঘদিন ব্লগ করব। পাশাপাশি আমার নিকটস্থ প্রিয়জনদের সহায়তা করব এই কমিউনিটিতে কাজ করার জন্য।
X--promotion
আজকের কাজ সম্পন্ন
আপনি তো পাখিটার সাথে বেশ দুষ্টামি করেছেন। শালিক পাখি আসলে রান্না করার সময় গ্রামের রান্নাঘরে জ্বালাতন করে থাকে। আমি বেশ মজার সময় কাটিয়েছেন কতক্ষণ বুঝতে পারলাম। পাখিটা আপনাকে জ্বালাতন করেছে দেখে আপনিও পাখি ডাকে পোকা শিকার করতে দিলেন না, না দিয়ে বেশ কিছুক্ষন মজার সময় কাটালেন।অবশেষে পাখিটা পোকা স্বীকার করে ছো মেরে উড়ে গেল শেষটা আসলেই আনন্দের ছিল ।
বেশ মজা লাগলো আপু আপনি শালিক পাখিটার সাথে উচিত কাজ করেছেন। কারণ সে যেহেতু আপনাকে অনেক বেশি বিরক্ত করছিল তার প্রতিশোধ আপনি নিয়ে নিয়েছেন হাহাহা। যাইহোক অবশেষে যে আপনি তাকে ছাড় দিয়েছেন এবং সে পোকাটা নিয়ে চলে গেল এটাই তো তার জন্য ভাগ্যের বিষয়। মজা পেলাম আপনার এই অনুভূতিমূলক পোস্টটা পড়ে।
বাহ্ শালিক পাখিটা তো দেখছি আপনার সাথে ভালোই দুষ্টামি করেছে। মাঝেমধ্যে এরকম পশু পাখি দুষ্টামি ও বেশ ভালো লাগে। আপনিও দেখছি তার সাথে কম দুষ্টামি করেননি। আপনারা শালিক পাখি দুষ্টামির মুহূর্ত গুলো আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে বেশ ভালো লাগলো। আমার কাছে এই পোস্টটি দেখে খুবই ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে শেয়ার করে নেওয়ার জন্য।
বাহ্ শালিক পাখিটা তো দেখছি আপনার সাথে ভালোই দুষ্টামি করেছে। মাঝেমধ্যে এরকম পশু পাখি দুষ্টামি ও বেশ ভালো লাগে। আপনিও দেখছি তার সাথে কম দুষ্টামি করেননি। আপনারা শালিক পাখি দুষ্টামির মুহূর্ত গুলো আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে বেশ ভালো লাগলো। আমার কাছে এই পোস্টটি দেখে খুবই ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে শেয়ার করে নেওয়ার জন্য।
আপনি শালিক পাখির সাথে ভালোই মজা করলেন। আমাকে দেখলেই তো শালিক পাখি উড়াল মারে। তবে আমি পাখিকে বিরক্ত করি না, যেটা খেতে চাই সেটা খেতে দেয়,হা হা হা।
শালিক পাখি বাড়ি ঘরে এসে সত্যি অতিষ্ঠ করে তোলে মানুষ কে।সাত সকালে আমার জানালার গ্লাসে এসে কি বাজে শব্দ করতে থাকে যে আমিও বিরক্ত হয়ে যাই।আপনি শালিক পাখিটিকে পোকা শিকার করতে দেবেন না কারণ সে বিরক্ত করে তবে ওরা পোকামাকড় ভালোবাসে এবং পোকামাকড় খেয়েই জীবন ধারণ করে থাকে।ধন্যবাদ পোস্ট টি ভাগ করে নিয়েছেন জন্য।