স্বরচিত একগুচ্ছ অনু কবিতা
আসসালামু আলাইকুম
যে দোষ খোঁজে সে সংসার বুঝেনা না।
যে মেয়ে টাকা চিনে সে স্বামী চিনে না,
যে স্বামী চিনে সে টাকা খুঁজে না।
বুঝে নাও বোন তোমার ভুলের কারণ
কোন ভুলে ভেঙেছো প্রিয়জনের মন।
শত দুঃখের মুখে থাকতে চাও যদি সুখে
ছোট ছোট কষ্ট চাপা দাও পাথর বাঁধো বুকে।
একদিন দেখবে তুমি আছো অনেক সুখে
নেমে এসেছি অবুঝ ভালবাসায়।
থাকবো কিছুক্ষণ তোমাদের পাশে
জমে থাকবো সবুজ নরম ঘাসে।
ভালোবাসি আমি সবুজ অরণ্য
পৃথিবীর বুকে আসি ভালোবাসার জন্য।
মায়ার টানে তাই তো ছুটে আসি
তোমাদের ভালোবাসা পেলে মন খুলে হাসি।
দূরে নীলিমার অজানা ঠিকানায়।
আকাশের রং মেখে ছবি আঁকি এঁকেবেঁকে
হারাতে চাই দূর অজানায়।
আমি আবারো ফিরে পাই গোধূলির সন্ধ্যায়
প্রিয়জনের একরাশ হাসি মাখা মুখ।
মনের আনন্দে গান গায় ছন্দে
প্রকৃতির মাঝে যেন খুঁজে পাই সুখ।
শুষ্ক মৌসুমে পাখিরা গান করে গুনগুন।
দিন যত যেতে থাকে ঠান্ডা যায় কমে
মশার উৎপাত যেন থাকে নাকো আর দোমে।
সকালের সূর্য মামা কুয়াশা ভেদ করে আসে
ছোট্ট এই পৃথিবীকে অনেক ভালোবাসে।
রাতের তাঁরা গুলো ঝিকিমিকি জ্বলে
গাছগুলো ভরে ওঠে বিভিন্ন ফুলে ফলে।
কবিতাগুলো আবৃত্তি করার জন্য অসংখ্য ধন্যবাদ।
আপনার কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো আপু। আপনার কবিতার এই লাইনটা আমার অনেক ভালো লেগেছে শিশির কণাগুলো আমায় বলে যায়
নেমে এসেছি অবুঝ ভালবাসায়।
থাকবো কিছুক্ষণ তোমাদের পাশে
জমে থাকবো সবুজ নরম ঘাসে।
ধন্যবাদ আপু শুভকামনা রইল সুন্দর কবিতা আমাদের মধ্যে শেয়ার করার জন্য।
আপনার ভালো লেগেছে জেনে খুশি হয়েছি
X--promotion
এই অনু কবিতাগুলো প্রকৃতি, ভালোবাসা এবং জীবনের অনুভূতি সুন্দরভাবে প্রকাশ করেছে। প্রতিটি কবিতায় জীবনের নানা দিক এবং অনুভূতির এক অনবদ্য চিত্র ফুটে উঠেছে। প্রথম কবিতায় সংসারের সত্য এবং সম্পর্কের গভীরতা, দ্বিতীয়টি প্রকৃতির সাথে সম্পর্কিত ভালোবাসা এবং তৃতীয়টি জীবনের পথচলা এবং মনের সুখের কথা বলছে। চতুর্থ কবিতায় শীত ও বসন্তের পরিবর্তন এবং প্রকৃতির সৌন্দর্য ফুটে উঠেছে। সব মিলিয়ে, কবিতাগুলো খুবই প্রাঞ্জল এবং ভাবনাময় ।ধন্যবাদ আপু এতো সুন্দর সুন্দর অনু কবিতা শেয়ার করার জন্য।
এত সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ
আপু আপনার লেখা প্রথম কবিতাটি আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। আমাদের জীবনে সবদিক দিয়ে কখনোই পারফেক্ট হতে পারবেনা। সামনের দিকে এগিয়ে যেতে হলে নির্দিষ্ট লক্ষ্য নিয়ে এগোতে হবে। আপনার লেখা কবিতা গুলো আমার ভীষণ ভালো লাগে। তাই সবসময় চেষ্টা করি কবিতা গুলো পড়ার জন্য। ধন্যবাদ আপু।
আপনার মন্তব্য দেখে ভালো লেগেছে
ভিন্ন ভিন্ন রকম কিছু অনুভূতি নিয়েই আজকের এই কবিতা গুলো লিখেছেন। প্রত্যেকটা কবিতা পড়েছি। খুবই ভালো লেগেছে আপু। আর আমার কাছে বেশি ভালো লেগেছে শেষের কবিতাটা। কারণ শীত চলে গেল আর ফাগুন চলে এলো। দিনগুলো কত তাড়াতাড়ি চলে যাচ্ছে।
আপনি চমৎকার মন্তব্য করেছেন
আজকের কাজ সম্পন্ন
প্রথমে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই চমৎকার ভাবে চারটা কবিতা লিখে শেয়ার করার জন্য। আপনার লেখা ছোট কবিতা ভাগ গম্ভীর্য অনেক বড়। খুব সুন্দর লিখেছেন আপনার কবিতা। আপনার লেখা কবিতার চারটায় আমাকে মুগ্ধ করেছে। প্রথম কবিতাটা বেশ দারুন লিখেছেন আপনি। এত সুন্দর কবিতা লিখে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
আপনাকে ধন্যবাদ ভাইয়া
কবিতা মনের ভাব প্রকাশের অন্যতম বাহন। আপনি আপনার মনের ভাব গুলো প্রকাশ করেছেন কবিতার ভাষায়। অতি চমৎকার ছিল চারটা কবিতা। এখানে আপনি আপনার ভালোলাগা থেকে অনেক সুন্দর ভাবে কবিতার লাইন প্রকাশ করেছেন। এত সুন্দর কবিতা উপহার দেওয়ার জন্য ধন্যবাদ।
আশা করি এভাবে পাশে থাকবেন
আপু আপনার স্বরচিত একগুচ্ছ অণুকবিতা পড়ে জাস্ট মুগ্ধ হয়ে গেলাম।কবিতার লাইনগুলোতে নিজের আবেগ খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন।লাইনগুলো এককথায় অসাধারণ হয়েছে।ধন্যবাদ আপনাকে আপু সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।
আপনি মুগ্ধ হয়েছেন জেনে আমিও মুগ্ধ হলাম
আসলে এত সুন্দর সুন্দর অনু কবিতা পড়ে আমার খুব ভালো। কেননা প্রথম কবিতাটি আমার কাছে একটা ইউনিক ধরনের কবিতা মনে হয়েছে। আপনি খুব সুন্দরভাবে প্রত্যেকটি লাইন ছন্দ আকারে আমাদের মাঝে প্রকাশ করেছেন। এছাড়াও বাকি কবিতা গুলো কিন্তু দারুন মনে হয়েছে আমার কাছে। এত সুন্দর সুন্দর অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
প্রশংসা করে পাশে থাকার জন্য ধন্যবাদ দাদা