আসসালামু আলাইকুম
আমার বাংলা ব্লগে সকলকে স্বাগতম
কেমন আছেন আপনারা? আশা করি মহান সৃষ্টিকর্তার সহায়তায় ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবেসে উপস্থিত হলাম সুন্দর একটি বাংলা নাটক রিভিউ নিয়ে। বৃন্দাবন দাস রচিত জনপ্রিয় এই নাটকের নাম আলতা সুন্দরী। এই নাটকে মোট ৬২ পর্ব। আজকে আমি উপস্থিত হলাম ৪১ তম পর্ব রিভিউ করে শেয়ার করতে। চলুন তাহলে শুরু করি।
![Screenshot_20250204-092212.jpg](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmTPQm9uNMsBF1QXudhSm94uG7detwBvff3NLQ6tme6VSK/Screenshot_20250204-092212.jpg)
📺স্ক্রিনশট: ইউটিউব📺
নাটকের নাম | আলতা সুন্দরী |
রচনা | বৃন্দাবন দাস |
পরিচালক | সালাহউদ্দিন লাভলু |
অভিনয়ে | চঞ্চল চৌধুরী, আ খ ম হাসান, শামীম জামান, রহমত আলী, ম ম মোরশেদ, জয় রাজ, রাশেদা চৌধুরী, মনিরা মিঠু, সাইকা আহমেদ, লারা লোটাস, পুতুল, ডায়না সহ আরো অনেকে। |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
ধরণ | হাস্যরসাত্মক এবং সামাজিক |
মোট পর্ব | ৬২ |
রিভিউ | ৪১ তম পর্ব |
দৈর্ঘ্য | ১৬ মিনিট |
প্ল্যাটফর্ম | ইউটিউব @cdchoicedrama চ্যানেল |
চরিত্রেঃ
- শামীম জামান (আলতা সুন্দরী/নছের)
- আর খ ম হাসান (নায়ক মেসের)
- চঞ্চল চৌধুরী (রহিম বাদশা) সহ আরো অনেকে
গুলজারের স্ত্রী বাড়িতে এসেছে। বাড়িতে আসার পর সে তার শিক্ষা নিয়ে অহংকার শুরু করেছে। ঘর তালা মেরে রেখেছে স্বামীকে শিক্ষা দেওয়ার জন্য। দেখতে চাই তার স্বামী কতটা বীরপুরুষ, তাকে কি করতে পারে। এদিকে থানায় জিডি করে রেখেছে। সেই ভয় দেখিয়ে স্বামীকে কাবু করে রেখেছে সে। গুলজার রাতে ঘরে প্রবেশ করতে না পেরে অনেক রাগ হচ্ছিল। কিন্তু কিছু করার নেই নিজেকে চেক দিতে হচ্ছে থানা পুলিশের ভয়ে। একমাত্র ননদবিউটিকে শিক্ষার বিষয় নিয়ে বারবার অপমান করে কথা বলে। বুদ্ধিমতী বিউটি নীরবে সবুর করে সহ্য করে নেয়। সে জানে তার ভাবিত, অন্য কেউ তো নয়। তার শিক্ষা রয়েছে, সেটা নিয়ে না হয় একটু অহংকার করতেই পারে। বিউটি আর তার ভাবির কথার মাঝখানে রহিম বাদশা এসে উপস্থিত। রহিম বাদশা কে দেখে বিউটি বারবার বাড়ি থেকে খেঁদিয়ে দেওয়ার চেষ্টা করে। কিন্তু বিউটির ভাবির তাকে পাশে বসিয়ে অনেক গল্প করে। এতে জানতে পারে বিউটি কোন একটা মিথ্যা কথা বলে রহিম বাদশা কে ঠকিয়েছে। ভাবির অনুপস্থিতে রহিম বাদশাকে বিউটি দুলাভাই বলে ডাকত। রহিম কে দুলাভাই বলে ডাকার পিছনে নিশ্চয়ই কোন মতলব আছে বিউটির।
![Screenshot_20250204-093257.jpg](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmR5DGo95gag3qZNRGfp4gXAEykGqjaTFrFMn3m1L9zSeN/Screenshot_20250204-093257.jpg)
![Screenshot_20250204-093537.jpg](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmcYwwcyhtHGWHE6y6UbFNzTJsuuWmvFHXEbWst1aEhYgi/Screenshot_20250204-093537.jpg)
![Screenshot_20250204-093622.jpg](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmToGTTvZf9mtRngPQzojeDkcJQwoxdvtqQbEsCmqjQrXT/Screenshot_20250204-093622.jpg)
📺স্ক্রিনশট: ইউটিউব📺
হাসেম জোয়ারির ভিলেন চিন্তা ধারা বুঝে ফেলেছে রহিম। রহিম লক্ষ্য করে দেখেছে নিজের স্বার্থ উদ্ধার করার জন্য হাশেম ফেলু গায়নের গানের দলটা ধ্বংস করছে। হাশেমের উপর রাগ দেখিয়ে গানের দলের নায়কদের রিহার্সালের আসর থেকে উঠে আসা ঠিক হয়নি। এখানে ওস্তাদকে অপমান করা হয়েছে। পথের মধ্যে গানের দলের নায়ক কে দেখতে পেরে রহিম বুঝিয়ে বলার চেষ্টা করে। কারো বুঝিয়ে বলার চেষ্টা করে নায়ক যদি রহিমকে আলতা সুন্দরী শ্বশুরবাড়িতে নিয়ে যায়। সে আলতা সুন্দরী কেউ সুন্দরভাবে বুঝিয়ে বলবে গানের দলের বর্তমান বিষয়। কিন্তু নায়ক মেসের কিছুতেই রহিমের কথায় রাজি হলো না। বিরহের গান বলতে বলতে চলে গেল।
![Screenshot_20250204-093451.jpg](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmcHaj7KS6caF8CHWViPypCf7dfss3nJEeKUTygkvAirsj/Screenshot_20250204-093451.jpg)
📺স্ক্রিনশট: ইউটিউব📺
হাসেম আর নসু ভিলেন বুঝতে পেরেছে, গানের দলের বাদ্যযন্ত্র বাজানো লোকরা যদি তাদের অনুকূলে না আসে তাহলে কোন লাভ নেই। এতে গানের দল বন্ধ থাকলে হাশেমের জুয়া খেলা বন্ধ থাকবে। ভরা মৌসুমে জুয়া খেলা বন্ধ থাকলে তার লস হয়ে যাবে। তাই ওস্তাদের কাছে এসেছে কিভাবে গানের দলটা সচল রাখা যায় সেটা ঠিক রাখার জন্য। প্রথমে ওস্তাদের কাছে ক্ষমা প্রার্থনা করে রিহার্সাল শুরু করতে বলে। ওস্তাদ এক কথায় বলে দেয় তার দল সে নিজের মতো দেখে নিবে এখানে অন্যদের মাথা ঘামানোর প্রয়োজন নেই। শহর থেকে আনা নায়ক নায়িকাদের বিদায় করতে বলে।
![Screenshot_20250204-093347.jpg](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmfZH1jdbMcoWLy37SavVgxPkWobCfyQ2r1TrQAKhwx1bP/Screenshot_20250204-093347.jpg)
📺স্ক্রিনশট: ইউটিউব📺
নতুন নায়িকা মিস রানিকে কৌশল করে চলতে বলে হাসেম জোয়ারী আর নসু ভিলেন। কিন্তু মিস রানী তাদের দুজনের কথায় রেগে ওঠে। কেন মিস রানীর নাম দিয়ে ওস্তাদের কাছে মিথ্যা বলেছে তারা। মিস রানি সব সময় নায়ক মেসেরের সাথে অভিনয় করতে রাজি আছে। কিন্তু হাশেমের জন্য আসরে মিথ্যা কথা শুনে থেমে যেতে হয়। দলটা আজ বন্ধ রয়েছে। হাশেমের ইনকাম বন্ধ রয়েছে। এতে হাশেমের ক্ষতি হচ্ছে। মিস রানী যদি কিছু একটা করত তাহলে হাশেমের উপকার হত। মিস রানী বলে দিয়েছে সে কিছুই করতে পারবে না। তাকে ভাড়া করে আনা হয়েছে। তাকে টাকা দিয়ে দেওয়া হোক সে চলে যাবে। উল্টাপাল্টা মিথ্যা বলা সে মোটেও পছন্দ করে না।
![Screenshot_20250204-093516.jpg](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmZDmytDXW8hPSPUrGnCeSUYGvMrRo4qWA79BM1Lfd8pfc/Screenshot_20250204-093516.jpg)
📺স্ক্রিনশট: ইউটিউব📺
গানের আসরে হাসেম জোয়ারের আচরণে রাগ করে চলে আসা নায়ক মেসেরের ঠিক হয়নি। রাগ দেখিয়েছে ভালো কথা তাই বলে ওস্তাদের পারমিশন না নিয়ে চলে আসাটা বোকামি হয়েছে। এতে ওস্তাদ অনেক কষ্ট পেয়েছে। নিজেদের ভুল বুঝতে পেরে গানের দলের কৌতুক অভিনেতা ও নায়ক মাফ চাওয়ার জন্য এসেছে। অনেক বুঝানোর পর ওস্তাদ শান্ত হয়। উস্তাদ বলল চিন্তা ভাবনা করে দেখবে কবে আবার আসল জমাতে পারে। তাদের ভুল হয়েছে, তারা বুঝতে পেরেছে তাই ওস্তাদ খুশি।
![Screenshot_20250204-093605.jpg](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmbaDqYEdfAAWTDeq39GgQTa5NJUaXvTfEZteygYKCsSYr/Screenshot_20250204-093605.jpg)
📺স্ক্রিনশট: ইউটিউব📺
![2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgn9g1JDeoTfLth3BC.png](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmRsJKf2r9DWRdqqiCgFRUu5YUjJBJQDYwV131Y9fgbQ7K/2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgn9g1JDeoTfLth3BC.png)
আলতা সুন্দরী নাটকে খুব সুন্দর একটি গানের দল পরিচালনা করে থাকেন ফেলু গায়েন। গানের দলটা অনেক ভালো চলছিল। স্বার্থবাদী হাসেম জোয়ারী, জুয়া খেলে ইনকাম করার জন্য গানের দলটাকে নিজের করে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাই সে গানের দলের ওস্তাদ কে নিজের মতো পরিচালনা করার চেষ্টা করে। কিন্তু এতে ব্যর্থ হয়। মাঝখানে গানের দলটা থেমে যাওয়ার পথে। গানের দল যখনই রিহার্সাল শুরু করে তখনই সে জায়গায় মাতুব বারি শুরু করে হাসেম। হাসেমের এমন কর্মকান্ড খুবতো করে ফেলেছে গানের দলের সদস্যদের। কিন্তু তার সাথে হাত মিলিয়েছে নসু ভিলেন। আমরা অভিনয়ের একটা পর্যায়ে লক্ষ্য করে দেখি হাশেম যতই বুদ্ধি তৈরি করে কোন কাজে আসে না। তার বুদ্ধিগুলো সব সময় ধুলিস্যাৎ হয়। সে গানের দলের ভিলেনকে হাত করতে পেরেছে, বাকিদের হাত করতে না পারায় কিভাবে দল থেকে বের করে দেওয়া যায় সেই প্রচেষ্টা করেও ব্যর্থ হয়। কিন্তু এখন পর্যন্ত হাসেম তার চেষ্টা চালিয়ে যাচ্ছে। মূলত তার এই খারাপ চিন্তা ধারা গানের দলের নায়ক আর বহিরাগত রহিম বাদশা ভালো করে বুঝতে পেরেছে। হাসেম যখন দেখলো তার খারাপ চিন্তা কাজে লাগলো না, সে আবারো ছুটে আসে ওস্তাদের কাছে। মূলত তার চিন্তা দলের মাঝখানে থেকে কিভাবে নিজের মত সুযোগ তৈরি করা যায়। রাগ করে দূরে সরে গেলে তো লাভ নেই তার। সেক্ষেত্রে দুই পক্ষের নিখুঁত অভিনয় গুলো আমাদের চোখে ধরে। ভালো লেগেছে উভয় পক্ষের অভিনয়। যেখানে সক্রিয়ভাবে হাশেম জোয়ারীর বিরোধী হিসেবে গানের দলের নায়ক ওস্তাদের পক্ষ নিয়ে রয়েছে। তার অভিনয় টা বেশি স্ট্রং। গানের দলের বাদ্যযন্ত্র বাজানো মানুষদের সততা যেন দলটাকে বাঁচিয়ে রেখেছে।
![PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmcgybH9LUATMiZve9AZneyq4Shu4MHcwJpJ4Rf51fkuoi/PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png)
৯/১০
রিভিউটি পড়ার জন্য ধন্যবাদ।
![received_434859771523295.gif](https://steemitimages.com/0x0/https://cdn.steemitimages.com/DQmNWDB75FzSxTwtShAnr43iHiR2FP4VCa1LxXScRQcmyaG/received_434859771523295.gif)
আমি মোছাঃ জান্নাতুল ফেরদৌস শশী। বাসা গাংনী মেহেরপুর, বাংলাদেশ। আমি আপনাদের bidyut01 এর পরিবার। আমি একজন গৃহিণী। স্বামী সন্তান সহ আমাদের যৌথ পরিবার। এক পরিবার থেকে "আমার বাংলা ব্লগ কমিউনিটিতে" চারজন সদস্য রয়েছি। এইচএসসি পাশ করার পর বিয়ে হওয়ার মধ্য দিয়ে আমার লেখাপড়া স্থগিত হয়। আমার ভালোলাগা রেসিপি তৈরি, নাটক রিভিউ, ভিডিও ও ফটোগ্রাফি করা সহ ভ্রমণ করতে পছন্দ করি। আমার ইচ্ছে আমি এই কমিউনিটিতে দীর্ঘদিন ব্লগ করব। পাশাপাশি আমার নিকটস্থ প্রিয়জনদের সহায়তা করব এই কমিউনিটিতে সদস্য হয়ে পোস্ট শেয়ার করার।
![6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjo1NfxyQcRUrHnbvGAuDxuMioMRjoG74XpZyTRDsUp566Bu2ZZHRsryAWmeAqnTe9T6zT4X1bZ8DTXHHYrr.png](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmb3BFz7hyBPPmThuqBCVXvndwCY2yKRkj98hN8bp3LYeT/6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjo1NfxyQcRUrHnbvGAuDxuMioMRjoG74XpZyTRDsUp566Bu2ZZHRsryAWmeAqnTe9T6zT4X1bZ8DTXHHYrr.png)
![2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif](https://steemitimages.com/0x0/https://cdn.steemitimages.com/DQmfRETShxA5EQdPmpF6ChkQd5MkXJPifATT3TZdvk5sEC1/2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif)
![6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjnzpQii6mQVp5A4gDGCDR68W9RxwfgYXDkuSdrT6M7Y7xaaSUX484gjnbdCNf4usUnqiHpgSG4y2v9nUyHY.png](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmaGZWA59piHAbykFNkwgFMYratePpRhFZAVBdTu4q46ft/6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjnzpQii6mQVp5A4gDGCDR68W9RxwfgYXDkuSdrT6M7Y7xaaSUX484gjnbdCNf4usUnqiHpgSG4y2v9nUyHY.png)
X--promotion
আজকের কাজ সম্পন্ন
দেখতে দেখতে আলতা সুন্দরী নাটকের 41 টা পর্ব শেষ হয়ে গেল। আপনি অনেক সুন্দর করে নাটকের প্রতিটা পর্বের রিভিউ আমাদের মাঝে শেয়ার করছেন। এরকম নাটকগুলো যতই দেখি ততই আমার কাছে ভালো লাগে। এই পর্বের কাহিনীটা ভালোভাবেই জানতে পারলাম রিভিউ টা পড়ে। অপেক্ষায় থাকলাম পরবর্তী পর্বের রিভিউর জন্য।
নাটকটা দেখবেন ভালো লাগবে
দেখতে দেখতে আপনি আলতা সুন্দরী নাটকের 41 তম পর্ব রিভিউ করে শেয়ার করেছেন। এ নাটকটা অনেক সুন্দর। অভিনয়গুলো দেশ দুর্দান্ত। আমি অনেক বছর আগে বেশ কিছু পর্ব দেখেছিলাম। আমার কাছে খুবই ভালো লাগলো। আবারো দেখার সুযোগ করে দিয়েছেন আপনি।
নাটকটা দেখবেন ভাইয়া
খারাপ কাজ কখনোই সঠিকভাবে প্রতিষ্ঠিত হতে পারে না তার একটি বিরল দৃষ্টান্ত এই নাটকটির এই পর্বটি। আলতা সুন্দরী নাটকের ৪১ তম পর্বে দারুন কিছু অভিনয় হয়েছে রিভিউ পড়ে বুঝতে পারলাম। হাসেম জুয়ারীর কাজ কখনোই সাফল্য হবে না। কেননা সে ভুল পথে হাঁটছে। যাই হোক আপনার এই পর্বের রিভিউ টি পড়ে মুগ্ধ হয়ে গেলাম। তাই খুব করে চাচ্ছি যেনো খুব তাড়াতাড়ি আপনি পরের পর্বের রিভিউ নিয়ে আসেন।
অনেক ভালো লাগলো মন্তব্য দেখে
আপনি আজকে চমৎকার একটি নাটকের রিভিউ শেয়ার করেছেন।এই নাটকের প্রথম কয়েকটি পর্ব দেখেছিলাম বেশ ভালোই লেগেছিল। আপনার এই পর্বের রিভিউটি পড়ে ও বেশ ভালো লাগলো। আপনি অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রিভিউ শেয়ার করেছেন। আসলে নাটক রিভিউ পড়লে আর নাটক দেখার প্রয়োজন হয় না। ধন্যবাদ আপু আপনাকে
আপনাকে অসংখ্য ধন্যবাদ