পতাকা একটি দেশের বড় পরিচয়। পতাকার অপমান করা কোনভাবেই কাম্য নয়।
হ্যালো বন্ধুরা,
সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। আমি আজকে একটি লেখার পোস্ট এবং কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের মাঝে শেয়ার করবো। কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দেখতে আমার অনেক ভালো লাগে। আমাদের চারপাশে এবং বাস্তবে কিছু শিক্ষনীয় বিষয় ঘটে যেগুলো আমাদেরকে অনেক কিছু শিক্ষা দেয়। আমাদের সবার উচিত ঐসব কিছু শিক্ষার বিষয় থেকে নিজেদেরও কিছু শিখা। আপনাদের সবাইকে দেখি এরকম বিভিন্ন রকম শিক্ষার বিষয় নিয়ে পোস্ট করতে। তাই আমিও চেষ্টা করতেছি কিছু গুরুত্বপূর্ণ শিক্ষার বিষয় নিয়ে পোস্ট করার জন্য। আপনাদেরও আমার পোস্টে আশা করি খুবই ভালো লাগবে।
আজকে আপনারা বুঝতে পারছেন আমি কোন বিষয়ে পোস্ট করব। পতাকা তিন অক্ষরের নাম তবে এই নামটি উচ্চারণ করতে কত ভালো লাগে। কারণ একটি দেশের পতাকা একটি রাষ্ট্রকে চেনায়। আর একটি পতাকা দেশে এত সহজে পাওয়া যায় নাই। শত কষ্টের এবং শত জীবন দিয়ে এই পতাকা অর্জন করা হয়। আর দেশের নাগরিক হয়ে কখনো নিজের দেশের পতাকা অন্য দেশের পতাকা অপমান করা ঠিক না। আমরা যেমন আমাদের দেশের পতাকাকে সম্মান করি । তাই আমাদের সবাই অন্য দেশের পতাকাকেও সম্মান করা দরকার।
আমরা বাংলাদেশের পতাকা পেতে কত কষ্ট করেছি। কত তাজা প্রাণ দিয়েছি পাতাকার জন্য। আর আমরা যুদ্ধ করে নিজের দেশের নাম এবং পতাকা পেলাম। আর যেই দেশটি আমাদের সব সময় পাশে ছিলেন। এবং আমাদের দেশ স্বাধীন পাওয়ার পিছনে এই দেশের বড় অবদান ছিল। কিন্তু কিছু মানুষ আছে ভিন্ন দেশের পতাকাকে অপমান করতেছে। তবে এরা কি ধরনের মানুষ সেটাই বুঝতে পারিনা। মা বাবা পরিবারকে চেনায়। আর একটি পতাকা পুরো দেশকে চেনাই। আর মা-বাবাকে যেভাবে সম্মান করে। আমি মনে করি তার চেয়ে বেশি পাতাকা সম্মান করার দরকার।
আর আমরা এটি খেয়াল রাখতে হবে যে দেশগুলো আমাদের আপন বন্ধু। তাদের সাথে আমি মনে করি খারাপ ব্যবহার বা পতাকার অপমান করা একদম ঠিক না। কারণ আপনি নিজের দেশের পতাকাকে যেভাবে সম্মান করবেন অন্য দেশের পতাকা কেউ সেভাবে সম্মান করতে হবে। একজন সুস্থ নাগরিক কখনো কোন দেশের পতাকাকে ছোট করতে পারবেনা। আর পাতাকা নিয়ে যারা নোংরামি করেছে আমি মনে করি তারা মানুষের কাতারে পড়ে না। কারণ যে মানুষ পতাকা অপমান করে সেই কিরকম মানুষ হতে পারে।
ভাই আমি মনে করি সবাই সবাইকে যেমন সম্মান করা দরকার। প্রত্যেক দেশের পাতাকে ও সেভাবে সম্মান করা দরকার। কারণ কোন দেশ এত সহজে স্বাধীন হয় নাই এবং পতাকা অর্জন করতে পারে নাই। আর নিজের জীবনের চেয়ে দেশের পতাকার দাম অনেক বেশি। তাই আমি মনে করি সবাই যে কোন দেশের পতাকাকে সম্মান করা দরকার। আপনি যখন একটি মানুষকে সম্মান করবেন। তখন আপনাকে অন্য লোকে সম্মান করবে। আর এমন কিছু করবেন না কেউ আপনার কারণ আমাদের পুরো দেশের বদনামি হবে।
অনেক সময় দেখা যায় ভাইয়ের ভাইয়ের সম্পর্ক হালকা খারাপ হয়। এই নয় যে একজনকে একজন অপমান করবেন। আর আমি কিন্তু আমার দেশের পতাকা এবং অন্য দেশের পতাকাকে অনেক সম্মান করি। কারণ পাতাকার সম্মান সবাইর উপরে। এই পতাকা আপনাকে পুরো বিশ্ব ছিনাবে। আমি মনে করি পাতাকাকে জীবনের চেয়ে বেশি ভালোবাসা দরকার। আর নিজের দেশের পতাকা হোক এবং অন্য দেশের পতাকা হোক। আর কোন দেশের পতাকা অপমান করা দণ্ডনীয় অপরাধ। আর এই ধরনের কাজগুলো যারা করবে আমি মনে করি তারা মানুষের কাতারে না। আশা করি পতাকা নিয়ে পোস্টটি পড়ে আপনাদের অনেক ভালো লাগবে।
আমার পরিচয়
আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।
https://x.com/Jamal7183151345/status/1863905333703524567?t=kIv3WFOdBTJWo_eYPiWcog&s=19
নাম যেমন একজনের পরিচয় বহন করে। ঠিক তেমনি পতাকা একটি দেশের পরিচয় বহন করে। আমাদের দেশের প্রতি ভালোবাসা জরুরি। চমৎকার কিছু কথা পোস্ট এর মধ্যে শেয়ার করেছেন। ভালো লাগলো সবাইকে সঠিক বুঝ দান করুন আমীন।
হ্যাঁ ভাই ঠিক বলেছেন নাম যেমন একজনের পরিচয় বহন করে। ঠিক তেমনি পতাকা একটি দেশের পরিচয় বহন করে। ধন্যবাদ মন্তব্য করার জন্য।
একটি দেশের পতাকা সেই দেশের গর্ব এবং অহংকার। তাই দেশকে যেমন ভালোবাসতে হবে তেমনি দেশের পতাকাকেও সম্মান করতে হবে হোক সেটা নিজ দেশের বা অন্য দেশের।
হ্যাঁ আপু একটি দেশের পাতাকা সে দেশের গরবা এবং অহংকার। আর পাতাকা সবাই সম্মান করা দরকার।
বিষয়টা আসলে নেককারজনক ভাইয়া। কিছু হলেই যে কাউকে অপমান করতে হবে এটা কেমন বিষয়। আর পতাকা একটি দেশকে উপস্থাপন করে তাই। সেটাকে অপমান করার অধিকার আমাদের কারোর নেই। দিনশেষে আমরা সবাই মিলেমিশে থাকতে চাই। নিজের দেশকে যতটা সম্মান করবো তেমন প্রতিবেশী দেশ সহ সকল দেশকে সম্মান করা উচিত।
আসলে পতাকা অপমান করা লোকগুলো হচ্ছে এক ধরনের বিষাক্ত সাপ। যেকোনো দেশের পাতাকা সম্মান করা প্রত্যেক নাগরিক দায়িত্ব।
নির্দিষ্ট একটা ভূখণ্ড এবং নির্দিষ্ট একটা পতাকা অর্জন করা সত্যিই অনেক বড় একটা বিষয়। পতাকা একটা দেশের সম্মান। অন্য একটা দেশকে এভাবে অসম্মান করা কোনো ভাবেই উচিত না। আপনার পোষ্টের লেখাগুলো পড়ে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।
হ্যাঁ আপু পতাকা একটা দেশের সম্মান। আর অন্য দেশকে এভাবে অসম্মান করা কোনভাবে উচিত না সেটি একদম বাস্তবিক কথা বলেছেন। ভালো লাগলো আপনার মন্তব্য পড়ে।
আপনি ঠিকই বলেছেন পতাকা হল একটি দেশের পরিচয়। আর সেই পতাকার মধ্যে দেশের ইতিহাস লুকিয়ে থাকে আর এত বড় একটি গুরুত্বপূর্ণ পতাকা আর এই পতাকাকে অবমাননা করা একটা জঘন্যতম কাজ। তাই এর জীবন ইন্দা জানাই।
হ্যাঁ ভাইয়া একটি দেশের পরিচয়। তাই নিজের জীবনের চেয়ে পাতাকার দাম অনেক বেশি।
একদম ঠিক বলেছেন ভাই পতাকা একটি দেশের অনেক বড় পরিচয়। যেটার মধ্যে অনেক অনুভূতি এবং ইতিহাসের সূত্রপাত রয়ে যায়। সেজন্য যার যার জায়গা থেকে দেশের পতাকা এবং অন্যান্য দেশের পতাকাকে সম্মান করা । আপনার পোস্ট পড়ে অনেক ভালো লাগলো।
সবাই সবার জায়গা থেকে সব দেশের পতাকাকে সম্মান করা উচিত। আর দেশের পতাকা দেশের বড় সম্মান। ভালো থাকবেন ভাই।