আপু আপনার হাসবেন্ড ভাল করেছে আপনাকে নিয়ে ঘুরতে বাইর হলো। আসলে মাঝেমধ্যে মন খারাপ বা শরীর খারাপ থাকলে ঘুরতে গেলে ভালো হয়। আর পরিবেশ সুন্দর হলে ওইসব জায়গাতে মানুষ ঘুরতে এমনিতে বেশি যায়। তবে জায়গাটির পরিবেশ দেখছি চমৎকার। কারণ নদীর পাশে ছোট ছোট দোকান এবং বসার জায়গা আছে এই কারণে এসব জায়গা তো লোক বেশি যায় ঘুরতে। ভালো লাগলো আপনার পোস্টটি দেখে।
কিন্তু শরীরে এতই খারাপ ছিল যে ঘুরতে ভালো লাগছিল না। যাই হোক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।