আচার খেতে আমার কাছে অনেক ভালো লাগে। আজকে আপনি দেখতেছি আমের পিউরি দিয়ে চমৎকার আচার রেসিপি করেছেন। তবে পাকা আমের আচার কখনো খাওয়া হয় নাই। তবে আমাদের এই দিকেও অনেকে অনেক ধরনের আচার দিয়ে থাকে আম দিয়ে। যাইহোক খুব মজার আচার রেসিপি করে আমাদের মাঝে শেয়ার করেছেন।