আপু আগে কিন্তু চুরি-ডাকাতি এগুলো বেশি হত। মানুষ যখন একা চলাফেরা করতো বা রাত্রিবেলা একা ফেলে মানুষের থেকে সব নিয়ে যেত। তবে আপনার হাজবেন্ডের সাথে ঘটনাটি ঘটেছে। তবে ভাগ্য ভালো সবকিছু নিয়ে গেল তার ক্ষতি করে নাই। তবে অনেক সময় চোরেরা বা ডাকাতেরা টাকা পয়সা নিয়ে মানিব্যাগ গুলো ফেলে দেয়। তবে আপু আমাদের এই দিকে এখনো এরকম ঘটনা ঘটে রাত্রেবেলা। মানুষের কাছ থেকে যা পাই নিয়ে যাই। আর আপু চোর ডাকাত এই কাজগুলো করে তারা কখনো ভাল মনের হয় না।
ঠিক বলেছেন ভাইয়া আগেকার দিনে তো অনেক রাতে অথবা ভোরের দিকে একা বের হওয়াই যেত না। যাই হোক ধন্যবাদ গঠনমূলক মন্তব্যের জন্য।