দাদা এই ধরনের মুভি গুলোর প্রতি যদিও আমার তেমন একটা আগ্রহ নেই, তবে আপনার রিভিউগুলো পড়তে বেশ ভালোই লাগে। কারণ আপনি সাজিয়ে গুছিয়ে এত সুন্দর করে রিভিউগুলো লেখেন, যার কারণে পুরোটা পড়তে খুব ভালো লাগে। এই মুভিটা ২০১৮ সালে মুক্তি পেয়েছিল। সমুদ্রের তলদেশে বসবাস করা রাজ্যটা স্থলভাগের সব মানুষকে শত্রু মনে করত। ভূমিতে যারা বসবাস করত তারা সমুদ্রে নোংরা আবর্জনা ফেলতো, যার কারণে তাদের রাজ্য টা দূষিত হচ্ছিল। আর এসব কারণে তাদেরকে অনেক বেশি বড় শত্রু মনে করত। তবে এখানে তো দেখছি এটা তাদের ছিল সবথেকে বড় ভুল ধারণা। আর এই বিষয়টাকে আটকানোও সম্ভব না। তারা বুঝারই চেষ্টা করে না। সবার মধ্যে একটা বড় ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়েছিল আর ভুল বুঝাবুঝিটা মিটে গিয়েছিল পরবর্তীতে। এরকম ভুল বোঝাবুঝি হলে সেটা যদি মিটে যায় তাহলে তা খুব ভালোই লাগে। দাদা আপনার মুভির রিভিউ পোস্টগুলো পড়ার প্রতি আরো বেশি আগ্রহ জেগে গিয়েছে আমার। তাই আমি সব সময় অপেক্ষায় থাকবো আপনার এরকম সুন্দর মুভি গুলোর রিভিউ পোস্ট পড়ার জন্য।