ভ্রমণ:- বিকেলবেলা সরিষা ক্ষেত ঘুরতে যাওয়ার মুহূর্ত।

in আমার বাংলা ব্লগ10 days ago

IMG-20250127-WA0001.jpg

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি।আজকে আমি আপনাদের মাঝে একটি ভ্রমণ কাহিনী শেয়ার করবো। আসলে ঘুরতে যেতে কমবেশি আমরা সবাই পছন্দ করি। আর আমি মনে করি মাঝেমধ্যে ঘুরতে গেলে মন ফ্রেশ থাকে। সেই জন্য আমি চেষ্টা করি কাজের ফাঁকে মাঝেমধ্যে ঘুরতে যাওয়ার। তেমনি আজকেও আপনাদের সাথে ঘুরতে যাওয়ার কিছুটা মুহূর্ত শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে।

আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব কিছুদিন আগে বিকেল বেলা সরিষা ক্ষেত ঘুরতে যাওয়ার মুহূর্ত। আপনারা অনেকেই জানেন আমি গ্রামাঞ্চলে বাস করি। আর গ্রামাঞ্চলের সৌন্দর্য সব সময় চমৎকার থাকে। সত্যি বলতে গ্রামাঞ্চলে শীতকাল এবং গ্রীষ্মকাল এই সময় সৌন্দর্য উপভোগ করা যায়। দূরদূরান্ত থেকে লোক আসে গ্রাম অঞ্চলের সৌন্দর্য উপভোগ করার জন্য । আবার যারা শহরে থাকে তারা গ্রাম আসলে গ্রামীণ সৌন্দর্য উপভোগ করার চেষ্টা করে। কিছুদিন আগে দুপুর বেলা খাওয়া-দাওয়া করার সময় আমি আমার ওয়াইফ কে বললাম। সরিষা ক্ষেতে বিকেলবেলা ঘুরতে যাব।

এই কথা শুনে আমার ওয়াইফ ও রাজি হয়েছে। সেও বলছে সেও সরিষা ক্ষেত দেখতে যাবে এবং সৌন্দর্য উপভোগ করবে। তখন আমি নিজে ও বলেছি ঠিক আছে। এরপর আমরা খাওয়া-দাওয়া করে কিছুক্ষণ রেস্ট করে চলে গেলাম সরিষা ক্ষেত ঘুরতে। নদীর ওপরে জমিগুলোর মধ্যে আমাদের এদিকের কৃষকগুলো বিভিন্ন ধরনের সবজি ডাল ও সরিষা ক্ষেত চাষ করেছেন। আর যখন আমরা সরিষা খেতে গেলাম দেখছি সরিষা ফুল ফুটেছে অনেক। দেখে অসম্ভব ভালো লাগলো সৌন্দর্য। তখন আমরা সরিষা খেতে বসে কিছু ফটোগ্রাফি এবং ফুলের সৌন্দর্য উপভোগ করলাম। তবে সরিষা ক্ষেতে যখন ফুল ফুটে তখন সুন্দর একটা ঘ্রাণ উপভোগ করা যায়।

IMG-20250127-WA0004.jpg

IMG-20250127-WA0003.jpg

আর সরিষা ক্ষেতের মধ্যে একসাথে অনেকগুলো ফুল থাকলে ওই সময় সৌন্দর্য অন্যরকম থাকে। আমার ওয়াইফ তো সরিষা খেতে বসে নিজের কিছু ছবি তুলছে। কারণ সরিষা ক্ষেত হঠাৎ করে দেখার কারণে তার কাছে অনেক ভালো লাগলো। তবে পাশে আরো অনেক ধরনের সবজি চাষ করেছে অনেকে। এবং বিভিন্ন ধরনের ডাল ও চাষ করেছে। তবে ডাল গুলোর মধ্যে কোন ফুল ফোটে নাই এখনও। তবে দেখতে অন্যরকম লাগছে সৌন্দর্য। মজার বিষয় হচ্ছে আমরা যখন ঘুরতে গেলাম স্বামী-স্ত্রী। তখন দলবেঁধে অনেকগুলো মহিলা মানুষ আসলো। তারাও ফুলের সৌন্দর্য উপভোগ করছে এবং ফটোগ্রাফি করছে।

এবং কিছু মেয়ে ও ছিল তারা আমার সামনে নিজেদের ফটোগ্রাফি করতে লজ্জা পাচ্ছিল। তবে আমি প্রথমে বুঝতে পারেনি। পরে আমার ওয়াইফ বলার সাথে সাথে আমি কিছুক্ষণের জন্য সরিষা ক্ষেত থেকে অন্য পাশে চলে গেলাম। মূলত মেয়েগুলো যেন সরিষা ক্ষেতের সৌন্দর্য উপভোগ করতে পারে। তবে আমার ওয়াইফ সরিষা ক্ষেতের মধ্যেই ছিল। কিছু দূর যাওয়ার পর একজন কৃষককে দেখতে পেলাম। সে আমাদের পাশের বাড়ির চাচাতো ভাই। এবং বিভিন্ন ধরনের সবজি চাষ করেছেন। এবং ওই সরিষার ক্ষেত ক্ষেত গুলো এই লোকের। তখন আমাকে জিজ্ঞেস করল কেন আসলে। তখন আমি বললাম বিকেল বেলা একটু ঘুরতে আসলাম সরিষা ক্ষেতের সৌন্দর্য উপভোগ করার জন্য।

IMG-20250127-WA0006.jpg

IMG-20250127-WA0005.jpg

তারপর সে আমাকে অনেক বড় একটি লাউ দিয়েছে। আমি লোকটিকে জিজ্ঞেস করলাম কত টাকা দিতে হবে। এবং লোকটি হেসে বলতেছে কোন টাকা লাগবে না এমনিতে দিয়েছে। সত্যি লাউটি অনেক বড়ই ছিল। এরপর ওই মহিলা গুলো যখন তার সরিষা ক্ষেত থেকে সবজি ক্ষেতের দিকে গেল। সেই সবাইকে কমবেশি বড় ছোট লাউ দিয়েছে খাওয়ার জন্য। তবে কারো থেকে সে পয়সা নেই নাই। এবং সবাইকে খুশি হয়ে সেই লাউ দিয়েছে। সে অনেক বড় জায়গার মধ্যে লাউ চাষ করেছেন। এবং বলছে এই লাউ গুলো বাইরে বিক্রি করা হয় গাড়ি আসলে। তবে আমার কাছে মনে হচ্ছে সেই দিন সেই দশটি লাউর মত দিয়েছে সবাইকে।

IMG-20250127-WA0002.jpg

এরপর আমি লাউটি নিয়ে আমার ওয়াইফের কাছে আসলাম। এবং তাকে বললাম লোকটি আমাকে এ লাউ উঠে দিয়েছে। তখন আমি লাউ নিয়ে দাঁড়িয়ে থাকা অবস্থায় আমার ওয়াইফ কয়েকটা ছবি তুলল। সত্যি বলতে এসব জায়গাগুলোতে বিকেলবেলা ঘুরতে গেলে অন্যরকম লাগে। আর গ্রামাঞ্চলে মানুষ বেশিরভাগ শাকসবজি ও ডাল এবং সরিষা চাষ করে। সত্যি বলতে যখন ঘুরতে গেলাম জমিগুলোর মধ্যে বেশিরভাগ সরিষা চাষ করা হয়েছে। আর সরিষা ক্ষেতের মধ্যে কষ্ট কম এই কারণে বেশিরভাগ সরিষা চাষ করা হয়। ঐদিন আমরা দুজন ঘুরতে গিয়ে ভালো সময় কাটিয়েছি ।সত্যি চমৎকার সৌন্দর্য উপভোগ করলাম। আশা করি আমার সরিষার ক্ষেতে ঘুরতে যাওয়ার পোস্ট দেখে আপনাকে অনেক ভালো লাগবে।

IMG-20250127-WA0008.jpg

IMG-20250127-WA0007.jpg

IMG-20250127-WA0000.jpg

device : Huawei

লোকেশন

আমার পরিচয়

IMG_20221006_094439.jpg

আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।
35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Screenshot_20241121_144146.jpg

Sort:  
 10 days ago 

প্রাকৃতিক পরিবেশের মাঝে ঘোরাফেরার মজা আলাদা। সেখানে যদি হয়ে থাকে সবুজ ফসলের মাঠে হলুদ ফুলের দেখা তাহলে তো অনেক ভালো লাগা। আর এই সময়ের উপযুক্ত একটা বিষয় হচ্ছে সরিষা ফুল। আপনারা সরিষা ফুলের মাঠ ভ্রমণ করেছেন দেখে খুবই ভালো লাগলো। একদম মনোমুগ্ধকর পরিবেশ।

 8 days ago 

আসলে সরিষা ফুলের মধ্যে ঘুরতে গেলে এমনিতে ভালো লাগে। তবে আপনার মন্তব্য শুনে আমার কাছে অনেক ভালো লাগলো।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 10 days ago 

Screenshot_20250127_182300_com.android.chrome.jpg

Screenshot_20250127_181934_com.twitter.android.jpg

 10 days ago 

সরিষা ক্ষেতের মধ্যে ঘোরাঘুরি করতে অনেক বেশি ভালো লাগে আমার কাছে। হলুদের মধ্যে হারিয়ে যেতে পারলেই জীবন আরো বেশি সুন্দর হতো। আপনারা দেখছি সরিষা ক্ষেতের মধ্যে ঘুরতে গিয়েছিলেন। আসলে সরিষা ক্ষেতের সৌন্দর্য উপভোগ করতে অনেক বেশি ভালো লাগে। যাইহোক, আপনারা দেখছি বেশ দারুন একটি সময় উপভোগ করেছেন।

 8 days ago 

হ্যাঁ ভাই সরিষা ক্ষেতের মধ্যে আপনার মত সবার কাছে কম বেশি ভালো লাগে। ভালো লাগলো আপনার সুন্দর মন্তব্য শোন।

 10 days ago 

প্রতিটা ঋতুতেই গ্ৰামের সৌন্দর্য মুগ্ধকর হয়ে থাকে। তাইতো যারা শহরে থাকে তারা এই সৌন্দর্য উপভোগ করতে ছুটে যায় গ্ৰামীণ পরিবেশে। গ্ৰামে থাকার মজাই আলাদা। তাহলে সবসময়ই প্রকৃতিকে ভালো ভাবে উপভোগ করা যায়। শীতের বিকেল বেলা এভাবে দু'জনে মিলে ঘুরতে বের হতে খুব ভালো লাগে। আপনার তাহলে ঘুরতে বের হয়ে লাভ হয়েছে,ফ্রি তে একটা লাউ পেয়ে গেলেন। লোকটি এই কাজ খুব ভালো করেছে। আপনার ফটোগ্রাফি দেখেই বুঝতে পারছি সরিষা ক্ষেতে খুব সুন্দর সময় কাটিয়েছেন। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মুহূর্ত শেয়ার করার জন্য।

 8 days ago 

একদম ঠিক বলেছেন প্রতিটা ঋতুতে গ্রামের সৌন্দর্য মানুষকে মুগ্ধ করে থাকে। ভালো লাগলো আপনার সুন্দর মন্তব্য শুনে।

 10 days ago 

অনেক অনেক ভালো লাগলো আপনাদের দুজনার ভ্রমণ মুহূর্ত দেখে। সবুজ প্রকৃতির মাঝে সময় কাটাতে আমিও অনেক পছন্দ করি। যেন অন্যরকম ভালোলাগা খুঁজে পেলাম আপনাদের এই পোষ্টের মাঝে। আরো ভালো লাগলো লাউ টা দেখে। সব মিলে বেশ দারুন একটা পোস্ট করেছেন।

 8 days ago 

আপনার সুন্দর মন্তব্য শুনে অনেক ভালো লাগলো। চেষ্টা করি মাঝেমধ্যে ঘুরতে যাওয়ার জন্য।

 10 days ago 

আমি হলুদ রঙের ফুল গুলো ভীষণ পছন্দ করি। আজকে দেখছি আপনারা হলুদ রঙের রাজ্যে ডুবে গিয়েছিলেন। আসলে এ রকম হলুদ রঙের রাজ্যে সবার ডুবে যেতে মন চায়। কিন্তু সবাই তো আর পারে না। আপনারা অনেক সুন্দর সময় পার করেছেন। এবং ফ্রিতে একটা লাউ ও পেয়েছেন দেখছি।

 8 days ago 

হ্যাঁ ভাই ফ্রিতে লাউ পেয়ে গেলাম। ভালো লাগলো আপনার অসাধারণ মন্তব্য শোনে। ভালো থাকবেন ভাই।

 10 days ago 

বিকেলবেলাতে আপুকে সাথে নিয়ে সরিষা খেতে ভ্রমণ করতে গিয়েছিলেন এটা দেখে খুবই ভালো লাগলো ভাইয়া। এই ধরনের পরিবেশে সময় অতিবাহিত করতে পারলে আসলেই অনেক বেশি ভালো লাগে। আর মেয়েদেরকে তো একটু ঘুরতে নিয়ে গেলেই তারা অনেক বেশি খুশি হয়ে যায়।

 8 days ago 

হ্যাঁ ভাই ঠিক বলেছেন তাদেরকে একটু গুরালে তারা খুশি হয়। ভালো থাকবেন ভাই সব সময়।

 10 days ago 

খুব সুন্দর মুহূর্ত কাটিয়েছেন বিকেলবেলা। এ সময় সরিষা ক্ষেতে ঘুরাঘুরি করতে বেশ ভালো লাগে। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার মজাই আলাদা। আপনার ফটোগ্রাফি গুলো দেখে আমারে যেতে ইচ্ছে করছে। ধন্যবাদ এত সুন্দর একটি কাটানো মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 8 days ago 

হ্যাঁ আপু প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার মজাই আলাদা। চেষ্টা করি মাঝেমধ্যে ঘুরতে যাওয়ার জন্য।

 10 days ago 

বিকেলবেলা কোথাও ঘুরতে গেলে এমনিতেই খুব ভালো লাগে। আর এতো চমৎকার একটি জায়গা যেখানে এতো সুন্দর সরিষা ক্ষেত সেখানে ঘুরতে যাওয়ায় আরও বেশী ভালো লাগার কথাই।আপনারা সেখানে যাওয়ার পর আরো কিছু মেয়ে সেখানে ঘুরতে গিয়ে ছবি তুলল।একজন লোক যে সবজি লাগিয়েছিল।সে আপনাদের সবাইকে ১০ টির মতো লাউ উপহার দিল। এটা খুব ভালো লাগলো আমার।তাজা সবজি আর এতো সুন্দর ভাবে কেউ দিলে ভালো তো লাগারই কথা।আপনারা দুজন সুন্দর মূহুুর্ত কাটিয়েছেন যা জেনে ভালো লাগলো ভাইয়া।অনেক ধন্যবাদ জানাচ্ছি অনুভূতি গুলো শেয়ার করার জন্য।

 8 days ago 

হ্যাঁ আপু ঐদিন লোকটি ১০ টির মত লাউ সবাইকে দিয়েছে। তবে আমার লাউ ঠিক সবাইর চেয়ে বড় ছিল। ভালো থাকবেন আপু।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.23
JST 0.033
BTC 98683.71
ETH 2792.81
USDT 1.00
SBD 3.22