ভ্রমণ:- চট্টগ্রাম ডিসি পার্কে ঘুরতে যাওয়ার মুহূর্ত। (প্রথম পর্ব)

in আমার বাংলা ব্লগ2 days ago

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি।আজকে আমি আপনাদের মাঝে একটি ভ্রমণ কাহিনী শেয়ার করবো। আসলে ঘুরতে যেতে কমবেশি আমরা সবাই পছন্দ করি। আর আমি মনে করি মাঝেমধ্যে ঘুরতে গেলে মন ফ্রেশ থাকে। সেই জন্য আমি চেষ্টা করি কাজের ফাঁকে মাঝেমধ্যে ঘুরতে যাওয়ার। তেমনি আজকেও আপনাদের সাথে ঘুরতে যাওয়ার কিছুটা মুহূর্ত শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে।

IMG_20240218_124704.jpg

আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব চট্টগ্রাম ডিসি পার্ক ঘুরতে যাওয়ার মুহূর্ত। আমি অনেকদিন আগে চট্টগ্রাম ডিসি পার্কে ঘুরতে গেলাম। মূলত আমার মাদ্রাসা থাকার কারণে তেমন দূরে কোথাও ঘুরতে যেতে পারি না। সেই কারণে একদিন মাদ্রাসা ছুটি নিয়ে পরিবারের সবাইকে নিয়ে ঘুরতে যাব ঠিক করেছি। আপনার আপনারা অনেকে জানেন চট্টগ্রাম আমাদের থেকে অনেক দূরে। এই কারণে সবাই একসাথে গেলে ভালোই সময় কাটবে। এবং সবাই একসাথে ঘুরতে গেলে অন্যরকম একটা ভালো লাগে। প্রথমে আমার ওয়াইফের সাথে আমি কথা বলেছি।

পরে আমার ওয়াইফ তার পরিবার দের সাথে কথা বলেছে। এতে করে সবাই রাজি আছে ঘুরতে যাবে। এবং আমার ওয়াইফকে আমি বলেছি নির্দিষ্ট একদিন ঠিক করতে। ঐদিন আমি মাদ্রাসা থেকে ছুটি নিয়ে যাব। তারপর আমরা একদিন সবাই গাড়ি নিয়ে যাওয়ার সিদ্ধান্ত করলাম। এবং কোন কোন জায়গা যাব ওই জায়গাগুলো ঠিক করলাম। ঐদিন সকালবেলা যখন যাব তখন ঘুম থেকে উঠতে অনেক খারাপ লেগেছে। আমরা একদম সকাল সকাল রওনা হলাম চট্টগ্রাম ঘুরতে যাওয়ার জন্য। এবং আমরা অল্প কিছুক্ষণের মধ্যে চট্টগ্রাম পৌঁছে গেলাম। ওই সময় তেমন জেমও ছিল না রাস্তায়।

IMG_20240218_125544.jpg

IMG_20240218_125128.jpg

যখন আমরা ডিসি পার্কে যাব তার আগে হালকা নাস্তা করে নিলাম। কাউন্টারে গিয়ে আমরা প্রথমে টিকিট কাটলাম। তারপর আমরা সবাই পার্কের ভিতরে গেলাম। যখন পার্কের ভিতরে গেলাম পরিবেশ দেখে সত্যি অনেক ভালো লাগলো। আর বাংলাদেশে এত বড় পার্কে এই প্রথম গেলাম আমি। পার্কের ভিতরে গেটের পাশে টবের মধ্যে বিভিন্ন ধরনের ফুল গাছ দেখতে পেলাম। অবাক করা বিষয় হচ্ছে পার্কের ভিতরে অনেক বড় একটি পুকুর আছে। এই পুকুরের মধ্যে ছোট ছোট নৌকা গুলো চালানো হচ্ছে। আর দেখতেও বেশ ভালো লাগতেছে। যদিও ওই সময় গরম ছিল মোটামুটি। তারপর একটু সামনে গিয়ে দেখি বিভিন্ন ধরনের ফুল।

মনে হচ্ছে আমি ফুলের রাজ্যে চলে এলাম। এত রকমের ফুল দেখে সত্যি অনেক ভালো লাগলো। মনে হয় এক একটা ফুল একটা সৌন্দর্য দেখাচ্ছে। ফুল হচ্ছে সৌন্দর্যের প্রতীক তাই ফুলকে সবাই ভালোবাসে। এবং সামনে বসার জন্য কিছু দোলনাও দিয়েছে। আমি দোলনার মধ্যে বসে আমার মেয়েকে নিয়ে ছবি তুললাম কিছু। যদিও আমার মেয়ে ওই সময় আরো ছোট ছিল। সারাক্ষণ আমার মেয়েকে আমি আমার কাছে রাখলাম। গরমের কারণে ছোট বাচ্চা একটু সমস্যা হল। এবং গরমের কারণে আমার মেয়ে অনেক বার কান্নাকাটি করছে। এরপর আমি ঘুরে ঘুরে ফুলের সৌন্দর্যগুলো উপভোগ করতে লাগলাম।
IMG_20240218_122912.jpg

IMG_20240218_133838.jpg

এই গরমের মধ্যে আমার ওয়াইফ বলতেছে সেই ঠান্ডা খাবে। আর আমাকে জিজ্ঞেস করল কি খাবে। তখন আমি বললাম চা খাব। একথা শুনে আমার ওয়াইফ অবাক হয়ে গেল। তারপর আমি ঘুরে ঘুরে ফুলের ফটোগ্রাফি করতেছি আমার ওয়াইফ কে নিয়ে। কারণ মেয়ে ছোট এ কারণে মেয়েকে একজন রাখতে হয়। এবং এই ডিসি পার্কে এত ধরনের ফুল আছে যা বলার বাইরে। এক রকমের ফুল দিয়ে এক একটা জায়গা বরাট করে রেখেছে। এবং পিটুনিয়া ফুল দিয়ে সিঁড়ির মতো করে একটি জায়গা তৈরি করেছে। এবং ফুল গাছ লাগিয়ে চমৎকার একটি গিটার ও তৈরি করেছে।দেখতে বেশ ভালই লাগছে। এবং এই ডিসি পার্কে পর্যটক অনেক ছিল। দূর দূরান্ত থেকে অনেক মানুষ দেখতেছি ঘুরতে আসলো। সত্যি সবাই মিলে ঐ দিন ঘুরে অনেক ভালো লেগেছে। আশা করি ডিসি পার্কে ঘুরতে যাওয়া প্রথম পর্বটি দেখে আপনাদের। আর পরের পর্বগুলো আস্তে আস্তে আপনাদের মাঝে শেয়ার করব।

IMG_20240218_133637.jpg

IMG_20240218_133447.jpg

IMG_20240218_133032.jpg

IMG_20240218_132924.jpg

IMG_20240218_130108.jpg

IMG_20240218_122931.jpg

device : Huawei

লোকেশন

আমার পরিচয়

IMG_20221006_094439.jpg

আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।
35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Screenshot_20241121_144146.jpg

Sort:  
 2 days ago 

ভাইয়া আপনারা গরমের মধ্যে চট্টগ্রাম ডিসি পার্কে ঘুরতে গিয়েছিলেন। পার্ক টি মনে হচ্ছে একদম ফুলের রাজ্য। শুধু চারিদিকে ফুল আর ফুল। ফুল দিয়ে অনেক সুন্দর ভাবে অনেক কিছু তৈরি করেছে। তবে ছোট বাচ্চা নিয়ে গেলে বাচ্চাকে রাখার জন্য আলাদা একটি মানুষ লাগে। একজন বাচ্চা রাখবে আরেকজন ছবি তুলবে। খুবই ভালো লাগলো ভাইয়া আপনার শেয়ার করা প্রথম পর্বটি পড়ে। আশা করছি পরবর্তী পর্ব সুন্দর হবে। ধন্যবাদ ভাইয়া।

 yesterday 

এই পার্কে ফুল এত বেশি বলে বোঝানো যাবে না। বলতে গেলে ফুলের রাজ্য। মন্তব্য শুনে অনেক ভালো লাগলো আপনার।

 2 days ago 

চট্টগ্রাম ডিসি পার্ক অত্যন্ত সুন্দর একটি জায়গা যেখানে পরিবার নিয়ে ঘুরতে গেলে খুব ভালো লাগে। এর আগেও কোন এক পোস্ট থেকে আমি এই পার্কের বিষয়ে জানতে পেরেছিলাম। তারপর আপনার পোস্টে ছবিগুলি দেখে খুব ভালো লাগলো। সকলে মিলে আনন্দ করে থাকুন এবং এমন সুন্দর ঘোরাঘুরি বজায় রাখুন।

 yesterday 

হ্যাঁ ভাইয়া চট্টগ্রাম ডিসি পার্ক অত্যন্ত সুন্দর একটি জায়গা। যেখানে গেলে মন ভালো হয়ে যায়। ভালো লাগলো আপনার সুন্দর মন্তব্য শুনে।

 2 days ago 

চট্টগ্রাম ডিসি পার্ক তো দেখছি ফুলের রাজ্য। বেশ কয়েকদিন ধরে অনলাইনে শর্ট ভিডিওতে এই পার্কের দৃশ্য গুলো দেখেছিলাম। আজকে আপনার ফটোগ্রাফিতে দেখে খুবই ভালো লাগলো। ফ্লাওয়ার ফেস্ট উপলক্ষে পুরো পার্কটা খুব সুন্দরভাবে ডেকোরেশন করা। আপনারা দারুন কিছু মুহূর্ত কাটিয়েছেন। পরের পর্ব গুলো দেখার অপেক্ষায় রইলাম। ধন্যবাদ আপনাকে।

 yesterday 

ঠিক বলেছেন আপু চট্টগ্রাম ডিসি পার্ক ফুলের রাজ্য। এখানে ফুল আর ফুল দেখা যায় শুধু। ভালো লাগলো আপনার মন্তব্য শুনে।

 2 days ago 

চট্টগ্রাম ডিসি পার্কের এই সুন্দর দৃশ্য এর আগে ফেসবুকে একটা ভিডিওতে দেখেছিলাম। আজ আপনার পোস্ট চট্টগ্রামের ডিসি পার্কের অপরূপ সৌন্দর্য দেখতে পেলাম। সবাই মিলে ডিসি পার্কে গিয়ে বেশ দারুন সময় কাটিয়েছেন। এখানে তো দেখছি শুধু ফুল আর ফুলের মেলা। এত ফুলের মাঝে নিজেকে বিলিয়ে দিতে কার না ভালো লাগে। আপনার পোস্ট পড়ে খুব ভালো লাগলো ভাইয়া। এরকম সুন্দর দৃশ্য আমাদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে।

 yesterday 

হ্যাঁ ঐদিন সবাই মিলে ডিসি পার্কে ভালোই সময় কাটিয়েছিলাম। এসব জায়গাগুলোতে গেলে এমনি মন ভালো হয়ে যায়। ভালো থাকবেন আপু।

 2 days ago 

আজকে আপনার জন্য অচেনা সুন্দর একটি পার্ক সম্পর্কে অবগত হতে পারলাম। পার্ক আমার কাছে খুবই ভালো লাগে। মাঝেমধ্যে এমন পার্কে যদি ঘুরতে যাওয়া যায় তাহলে মন ভালো থাকে। চমৎকার ছিল।

 yesterday 

পার্ক আমার কাছে অনেক ভালো লাগে। এসব জায়গাগুলোর সৌন্দর্য আলাদা। ভালো থাকবেন ভাই।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 days ago 

Screenshot_20250121_165818_com.android.chrome.jpg

Screenshot_20250121_130013_com.twitter.android.jpg

Screenshot_20250120_221705_com.peak.jpg

 2 days ago 

চট্টগ্রামের ডিসি পার্কের কথা আগেও শুনেছি। তবে এমন ডিটেইলস এ ছবি দেখা হয় নি সেভাবে। নানা ধরনের ফুল দিয়ে বেশ সুন্দর সুন্দর জিনিস তৈরি করা দেখে আসলেই ভীষণ সুন্দর লাগছে। ফুলগুলোও বেশ সুন্দর। খুব সম্ভবত তখন সেখানে ফ্লাওয়ার ফেস্টিভাল চলছিলো, ছবিতে বোঝা যাচ্ছে। সকলে মিলে বেশ দারুণ সময়ে গিয়েছেন এবং বেশ ভালোই উপভোগ করেছেন মনে হচ্ছে।

 yesterday 

ভালো লাগলো আপনার সুন্দর মন্তব্য শুনে। আসলে এইসব জায়গাতে ঘুরলে মন এমনিতে ভালো হয়ে যায়।

 2 days ago 

ডিপি পার্কে কাটানো সুন্দর মুহূর্তের প্রথম পর্ব আপনি আমাদের মাঝে আজকে শেয়ার করেছেন দেখে খুব ভালো লাগলো। ঘুরাঘুরি করার পুরো মুহূর্তটা সত্যি খুব ভালো ছিল। এই জায়গাটা সত্যি খুব সুন্দর ছিল। যেন মনে হচ্ছিল ফুলের রাজ্য চলে গিয়েছিলাম। আশা করছি আপনি একে একে প্রতিটা পর্ব সবার মাঝে শেয়ার করে নিবেন।

 yesterday 

হ্যাঁ আপু আসলে ফুলের রাজ্যে চলে গেলাম ঐদিন। তবে আপনার অসাধারণ মন্তব্য শুনে অনেক অনেক ভালো লাগলো।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.25
JST 0.038
BTC 102432.11
ETH 3236.28
SBD 5.05