খেলা :-ক্রিকেট খেলতে যাওয়ার মুহূর্ত।
হ্যালো বন্ধুরা,
সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। আমি আজকে একটি লেখার পোস্ট এবং কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের মাঝে শেয়ার করবো। কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে অথবা কোথাও ঘুরতে গেলে ওইসব বিষয় নিয়ে পোস্ট লিখতে অনেক ভালো লাগে। বেশিরভাগ সুন্দর মুহূর্ত গুলোর পোস্ট পড়তে এবং লিখতে অনেক ভালো লাগে। সব সময় চেষ্টা করি আমার সুন্দর মুহূর্তের অনুভূতি আপনাদের মাঝে শেয়ার করার জন্য। ঘুরতে গেলে নিজে মনটাও ফ্রেশ থাকে। তাই সবসময় চেষ্টা করি কোথাও ঘুরতে যাওয়ার হাসিখুশির মুহূর্তটা আপনাদের মাঝেও শেয়ার করার জন্য। আশা করি আপনাদেরও পোস্টটি অনেক ভালো লাগবে।
আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব ক্রিকেট খেলতে যাওয়ার মুহূর্ত। বাংলাদেশের সব জায়গাতে শীতকাল আসলে জমি গুলোর মধ্যে গ্রামাঞ্চলে ক্রিকেট খেলা হয়। আর বাংলাদেশের এবং বিশ্বের জনপ্রিয় খেলা হচ্ছে ক্রিকেট খেলা। তবে ক্রিকেট খেলা খেলতে কম বেশি সবাই খুব পছন্দ করে। আমি তো অনেক বেশি ক্রিকেট খেলতে পছন্দ করি। তবে ক্রিকেট খেলতে যেমন ভালো লাগে তেমন দেখতে ভালো লাগে। আর বাংলাদেশের মধ্যে বেশিরভাগ পুরুষ মানুষ কম বেশি টিকেট খেলে এবং খেলছে। আর ক্রিকেট খেলার মধ্যে আলাদা একটা মজা আছে। কারণ ক্রিকেট খেলা খেলতে খেলতে মানুষ আনন্দ উপভোগ করে।
কিছুদিন আগে আমরা আমাদের গ্রামে ক্রিকেট খেলার আয়োজন করেছিলাম। যদিও আমরা গ্রাম অঞ্চলে থাকি এই কারণে গ্রামাঞ্চলের ছেলেগুলো খেলাটি আয়োজন করেছি। তবে আমাদের এই খেলার মধ্যে কোন মাইকিং বা ব্যানার কিছু লাগানো হয় নাই। শুধু আমরা ফ্রেন্ড সার্কেলগুলো বর্তমানে যারা ক্রিকেট খেলে ওই ছেলেদের সাথে খেলা ধরেছি। এ কারণে আমরা খেলাটির নাম দিয়েছি বিবাহিত বনাম অবিবাহিত। যারা বিয়ে করেছেন তারা এক দলে খেলবে। আর যারা বিয়ে করে নাই তারা একটি দলে খেলবে। যেহেতু আমি বিবাহিত এই কারণে আমি বিবাহিত দলে হয়ে খেলব। তবে আমরা প্রথমে ১০০% নিশ্চিত আমরা ম্যাচটি হেরে যাব।
যদিও খেলাটি নাস্তার উপরে ধরা হয়েছে। আর বিবাহিত খেলোয়াড় গুলো কেউ বিদেশ থেকে দেশে আসলো কেউবা বাইরে থাকে। আর বিবাহিত লোকদের খেলা এখন ভালো হবে না কারণ তারা প্র্যাকটিস নেই। আমার নিজেরও খেলাধুলার প্যাকটিস এখন একদম নেই। এই কারণে আমরা প্রথম থেকে ধরে নিলাম আমরা ম্যাচটি হেরে যাবো। আর বর্তমান ইয়াং ছেলেদের খেলা তো অনেক ভালো। তারা সব সময় খেলাধুলার উপরে আছে। তবে আমরা প্রথমে এমনিতে খেলা খেলতে বললাম। অবিবাহিত খেলোয়াড় গুলো বললেন নাস্তার উপর খেলবে তারা না হয় খেলবে না। এক পর্যায়ে আমরা বাধ্য হয়ে নাস্তার উপরে খেলাধুলা খেলতে রাজি হলাম।
তবে যখন টস করলাম তখন বিবাহিত লোকগুলো টসের মধ্যে হেরে গেল। এই কারণে প্রথমে অবিবাহিত খেলোয়াড় ব্যাটিং করল। যদিও আমরা ১৬ ওভারের মধ্যে আমরা খেলা দিয়েছি। তবে 16 ওভারে অবিবাহিত ব্যাটিং করে ১১৫ রান নিলো। আমি নিজেও দুই ওবার বল করেছি মোটামুটি ভালই করলাম। তবে অবাক করা বিষয় হচ্ছে আমরা তাদেরকে ১১৫ রানের মধ্যে আটকে রাখতে পারলাম। আর বিবাহিত খেলোয়াড়দের বলের মধ্যে গতিও কম ছিল। যদিও ১৬ আবার ১১৫ রান আমাদের জন্য অনেক বিশাল। তবে আমাদের প্রথম জুটি ব্যাটিং করে ভালই পার্টনারশিপ করেছিল। এই কারণে আমাদের জন্য একটু সুবিধা হয়েছে।
আমার ক্লাসমেট সজীব এবং সায়েম প্রথম জুটিতে ৬০ রান যোগ করেছে আর্ট ওভারে। এই কারণে আমাদের ব্যাটিং করতে একটু চাপ কম ছিল। তবে আমরা ধীরগতিতে আস্তে আস্তে ব্যাটিং করতে লাগলাম। তবে অবিবাহিত লোকদের বলের গতি কিন্তু অনেক ছিল এবং ভালো বল করলো । তবে আমরা ব্যাটিং করে লাস্ট ওভারে গিয়ে ম্যাচ জিতেছিলাম। তাও আমাদের আট উইকেট পড়ে গেল। অনেক কষ্টে আমরা দুই উইকেটে জয়লাভ করেছি। তবে আমি ব্যাটিং করে ১২ রান করেছিলাম। সত্যি অনেকদিন পর ক্রিকেট খেলে ভালই লাগলো। তারপর আমরা নাস্তার বাজট দোকানে বসে একসাথে সবাই খেয়ে নিলাম। এইভাবে সেই দিন আমরা বিবাহিত বনাম অবিবাহিত ম্যাচ খেলেছিলাম। এই হচ্ছে ক্রিকেট খেলতে যাওয়ার মুহূর্ত।
আমার পরিচয়
আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/Jamal7183151345/status/1893287792702300193?t=AcR2VWzD6i5v89RKrajYNQ&s=19
ঠিক কথা বলেছেন ভাইয়া শীতকাল আসলেই গ্রাম অঞ্চলগুলোতে ক্রিকেট খেলা শুরু হয়ে যায়। আর সব জায়গাতে লক্ষ্য করা যায় বিবাহিত বনাম অবিবাহিত ক্রিকেট খেলা হয়। অনেকদিন পরে খেলা করে ১২ রান করতে পেরেছেন এটাই তো অনেক বেশি রান।
হ্যাঁ ভাইয়া শীতকালে গ্রামাঞ্চলে ক্রিকেট খেলা শুরু হয়ে যায়। ভালো লাগলো আপনার মন্তব্য শুনে
সব থেকে মজার লাগলো দল দুটির নাম দেখে। এমন বিবাহিত এবং অবিবাহিতদের মধ্যে খেলা আমি কোনদিন দেখিনি। সব থেকে বড় কথা আপনারা পিছিয়ে থেকে শুরু করেও শেষে যে জয়লাভ করেছেন তা জেনে বড় আনন্দ হল। আসলে ইয়াং ছেলেদের সঙ্গে খেললে হেরে যাওয়ার আশঙ্কাই বেশি কাজ করে। কিন্তু সেখানে আপনারা দুই উইকেটে জয়লাভ করেছেন বলে আমার তরফ থেকে অভিনন্দন জানালাম।
ভাইয়া আমাদের এইখানে এই নামে প্রতি বছরে খেলা হয় ক্রিকেট। তবে আপনার মন্তব্য শুনে ভালো লাগলো।
এই বয়সে এসে ক্রিকেট খেলছেন এটা অনেক ভালো একটি বিষয়। ক্রিকেট খেলা দেখতে আমার অনেক ভালো লাগে। আসলে বিদেশ চলে গেলে অনেক সময় খেলা থেকে অনেক দূরে চলে যায়। বিদেশ থেকে আবার এসে খেলতে অনেক কষ্টকর হয়ে যায়। যাইহোক ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
খেলা তো তাহলে দারুন জমে গিয়েছিল ভাইয়া। বিবাহিত ছেলেরা এবং অবিবাহিত ছেলেদের খেলা দেখতে বেশ ভালই লাগে। এভাবে দল করে খেলা করলে খেলা দেখার মধ্যে কেমন যেন একটা বেশি উৎসাহ আর মজা তৈরি হয়ে যায়। আমাদের এলাকাতেও প্রায় এভাবে খেলা করা হয়। খুব সুন্দর মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া ধন্যবাদ।
হ্যাঁ আপু খেলা কিন্তু দারুণ জমে গিয়েছিল। অনেক কষ্টতে আমরা দিতেছি। তবে আপনার মন্তব্য শুনে ভালো লাগলো।