ফটোগ্রাফি :- চমৎকার রেনডম ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগ24 days ago

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। আমি এখন ধীরে ধীরে প্রায় প্রতি সপ্তাহে ফটোগ্রাফি করার চেষ্টা করি। চেষ্টা করতেছি আপনাদের সবার মত আমিও বিভিন্ন ধরনের পোস্ট শেয়ার করার জন্য। কারন আমার কাছে ফটোগ্রাফি গুলো করতে অনেক ভালো লাগে। কিন্তু ফটোগ্রাফি করতে অনেক ধৈর্য নিয়ে করতে হয়। চেষ্টা করলেই সফলতা পাওয়া যায়। বিশেষ করে বিভিন্ন জায়গায় দুর্দান্ত ফটোগ্রাফি করতে একটু সময় বেশি লাগে। তাও আমি চেষ্টা করতেছি এই সুন্দর ফটোগ্রাফি গুলো করার জন্য। তাই আমি আজকে অনেক সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করব। সব সময় আমি ভিন্ন ভিন্ন ধরনের কিছু ফটোগ্রাফি করার চেষ্টা করি। এজন্য আজকের ফটোগ্রাফি গুলো আপনাদের মাঝে শেয়ার করা। আশা করবো আমার আজকের ফটোগ্রাফি গুলো আপনাদের ভালো লাগবে। আর কমেন্টের মাধ্যমে আমাকে উৎসাহিত করবেন।

ফটোগ্রাফি - ১ :

এটি হচ্ছে আমাদের সবার খুব পরিচিত একটি ফুল। এই ফুল চিনে না এমন মানুষ নেই বললেই চলে। এই ফুলকে ফুলের রানী এবং রাজাও বলে থাকে। আবার অনেকেই ফুলকে ভালোবাসার প্রতীক বলে থাকে। এই ফুলের সৌন্দর্য এবং ঘ্রাণ মানুষ মুগ্ধ হয়ে যায়। তবে আমার কাছে গোলাপ ফুল খুব ভালো লাগে। এই ফুলের পাপড়ি এবং ফুলের কালার মানুষকে বেশি আকৃষ্ট করে। এই ফুলের ফটোগ্রাফি করেছিলাম অনেকদিন আগে আমি একটি অফিসের সামনে বাগান থেকে। তাই আজকে এই ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম।

IMG_20240210_215928.jpg

device : Redme note 9

লোকেশন

ফটোগ্রাফি - ২ :

এই হচ্ছে আমাদের সবার পরিচিত গাঁদা ফুল। গাঁদা ফুল সবার কাছে খুব ভালো লাগে। গাঁদা ফুলের সৌন্দর্য মানুষ বেশি উপভোগ করে। বর্তমান সময়ে যেকোন অনুষ্ঠান বা মালা বানাতে এই গাঁদা ফুল ব্যবহার করে। গাঁদা ফুলের পাপড়ি গুলো অসাধারণ। আর গাঁদা ফুলগুলো আকারে একটু বড় হয়। যদিও এই গাছ গুলো যত্ন নিলে মোটামুটি অনেক দিন পর্যন্ত টিকে থাকে। তবে অতিরিক্ত গরম পড়লে গাঁদা ফুল গাছ নষ্ট হয়ে যায়। এই গাঁদা ফুলের ফটোগ্রাফি করেছিলাম আমি একটি নার্সারি বাগান থেকে। তাই আজকে এই গাঁদা ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম।

IMG-20240623-WA0136.jpg

device : Redme note 9

লোকেশন

ফটোগ্রাফি - ৩ :

এটি হচ্ছে লাল জবা ফুলের ফটোগ্রাফি। এই ফুলগুলো দেখতে বেশ ভালো লাগে। জবা ফুল গাছ অনেক রকমের আছে। তবে নির্দিষ্টভাবে কত রকমের জবা ফুল গাছ আছে কেউ বলতে পারে না। তবে জবা ফুলের মধ্যে এই কালারের জবা ফুল খুব কম দেখা যায়। যদিও জবা ফুল গাছগুলো রোপন করলে অনেক বছর পর্যন্ত টিকে। এবং এই জবা ফুলের পাপড়ি ও অসাধারণ। কিছুদিন আগে আমি একটি বাড়ির সামনে থেকে এই জবা ফুলের ফটোগ্রাফি করেছিলাম ঘুরতে গিয়ে। তাই আজকেই জবা ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম।

20240510_144852.jpg

device : Redme note 9

লোকেশন

ফটোগ্রাফি - ৪ :

এই হচ্ছে আমাদের ভালবাসার খুব চমৎকার একটি ফুলের ফটোগ্রাফি। এই ফুল পছন্দ করে না এমন মানুষ নেই বললেই চলে। এই ফুলের রস আবার অনেকে ওষুধ হিসেবে ব্যবহার করে। তবে সাদা জবা ফুল গাছ খুব কমে দেখা যাই আমাদের এই দিকে। যদিও এই গাছ গুলো রোপন করলে অনেক বছর পর্যন্ত টিকে। ছোটকালে আমরা এই ফুলগুলো নিয়ে অনেক খেলাধুলা করতাম। কিছুদিন আগে আমি ঘুরতে গিয়ে একটি জায়গা থেকে এই সাদা জবা ফুলের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে জবা ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি আমার এই জবা ফুলের ফটোগ্রাফি দেখে আপনাদের অনেক ভালো লাগবে।

20240510_144930.jpg

device : Redme note 9

লোকেশন

ফটোগ্রাফি - ৫ :

এই হচ্ছে শশা ফুলের ফটোগ্রাফি। শশা ফুল গুলো দেখতে আমার কাছে খুব ভালো লাগে। তবে শশা ফুলের কালার অসাধারণ। অনেকে আবার শশা ফুলকে সবজিগুলো বলে থাকে। তবে শশা ফুলগুলো যখন ফুটে তখন দেখতে বেশ ভালো লাগে। আমাদের গ্রামাঞ্চল শশা অনেক চাষ করা হয়। শসা গরমের সময় খেলে শরীরের জন্য খুব ভালো হয়। অনেকদিন আগে আমি নদীর ধারে ঘুরতে গিয়ে এই শশা ফুলের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে এই শশা ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম।

IMG_20240210_225006.jpg

device : Redme note 9

লোকেশন

ফটোগ্রাফি - ৬ :

এটি হচ্ছে বেগুন গাছের ফটোগ্রাফি। বেগুন গাছ আমাদের সবার পরিচিত গাছ। বেগুন আমরা সবজি হিসেবে খেয়ে থাকি। যদিও বর্তমান সময়ে হাইব্রিড জাতের বেগুন গাছ বেশি দেখা যায়। আর বেগুন গাছগুলো রোপন করলে দুই তিন বছর টিকে। তবে এই বেগুন গাছগুলোর মধ্যে পশুর বেগুন ধরে। অনেকদিন আগে আমি নদীর ধারে ঘুরতে গিয়ে একটি জমি থেকে এই বেগুন গাছের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে এই ফটোগ্রাফিটি আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি বেগুন গাছের ফটোগ্রাফি দেখে আপনাদের অনেক ভালো লাগবে।

IMG_20240210_225210.jpg

device : Redme note 9

লোকেশন

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG_20221006_094439.jpg

আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।
35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Sort:  
 24 days ago 

আজ আপনার ফুলের ফটোগ্রাফি দেখে আমি তো মুগ্ধ হয়ে গেলাম। প্রতিটি ফুলের ফটোগ্রাফি ছিল বেশ চমৎকার। সাদা জবা ফুলটি দেখে মনে হচ্ছে একদম তাজা ফুল কোন ফটোগ্রাফি না। আর শসা ফুলটিকে দেখে মনে হচ্ছে ছোট শশাটাকে এখনই খেয়ে ফেলি। আজ আপনি বেশ কষ্ট করে ফটোগ্রাফি করেছেন। আসলে পরিশ্রম না করলে কোন কাজেই সফলতা পাওয়া যায় না। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর ফুলের ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করে নেয়ার জন্য।

 22 days ago 

আবার ফটোগ্রাফি নিয়ে অসাধারণ মন্তব্য করেছেন। এই ধরনের মন্তব্য শুনলে অনেক ভালো লাগে।

 24 days ago 

সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন স্বচ্ছ ভাবে উপস্থাপন করেছেন বলে বেশি ভালো লেগেছে। তবে আমার কাছে জবা ফুলের সৌন্দর্য টা সবচেয়ে বেশি আকর্ষণীয় লেগেছে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 22 days ago 

আমার জবা ফুলের ফটোগ্রাফি আপনার কাছে আকর্ষণীয় লেগেছে শুনে খুশি হলাম ধন্যবাদ।

 24 days ago 

একদম ঠিক বলেছেন ভাইয়া চেষ্টা করলে যে কোন কাজে সফলতা আসে। তাছাড়া দুর্দান্ত জায়গায় গিয়ে ফটোগ্রাফি করলে সেই ফটোগ্রাফি গুলো আরো বেশি সুন্দর হয়। যাই হোক আপনার আজকের ফুলের ফটোগ্রাফি গুলো খুব সুন্দর হয়েছে। বিশেষ করে সাদা জবা ফুলটি তো অসম্ভব ভালো লেগেছে আমার কাছে। জবা ফুল খুব ভালো লাগে দেখতে। ধন্যবাদ শেয়ার করার জন্য।

 22 days ago 

আমার সাদা জবা ফুলের ফটোগ্রাফি আপনার কাছে অসম্ভব ভালো লেগেছে শুনে খুশি হলাম। সুন্দর মন্তব্য করাই ধন্যবাদ আপনাকে।

 24 days ago 

কষ্ট না করলে কখনোই সফলতা পাওয়া যায় না সফলতা পেতে হলে আমাদের অবশ্যই অনেক বেশি কষ্ট করতে হবে সেই সাথে রাখতে হবে ধৈর্য। খুবই চমৎকারভাবে আপনি আমাদের মাঝে দারুন কিছু রেনডম ফটোগ্রাফি শেয়ার করেছেন দেখে মুগ্ধ হলাম। আপনার এই সুন্দর ফটোগ্রাফি পোস্ট দেখে নিজের কাছে অনেক বেশি ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে সুন্দর একটা ফটোগ্রাফিক পোস্ট শেয়ার করার জন্য।

 22 days ago 

আমার রেনডম ফটোগ্রাফি দেখে আপনি মুগ্ধ হয়েছেন শুনে খুশি হলাম ধন্যবাদ আপনাকে।

 24 days ago 

আপনার ফুলের ফটোগ্রাফি গুলো দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। আসলে ফুল পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। সাদা জবা ফুলের তুলনা হয় না। প্রতিটি ফটোগ্রাফি এর পাশাপাশি সুন্দর বর্ণনা দিয়েছেন।ধন্যবাদ আপনাকে সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 22 days ago 

হ্যাঁ কথাটি ঠিক বলেছেন ফুল পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। তবে আপনার অসাধারণ মন্তব্য শুনে অনেক ভালো লাগলো।

 24 days ago 

খুবই সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি করেছেন। প্রত্যেকটা ফটোগ্রাফি দেখে ভালো লাগলো। বিশেষ করে সাদা জবা ফুলের ফটোগ্রাফি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে।

 22 days ago 

আমার প্রত্যেকটা ফটোগ্রাফি আপনার কাছে শুনে খুশি হলাম। এই ধরনের মন্তব্য শুনলে অনেক ভালো লাগে।

 24 days ago 

আপনি খুবই দক্ষতার সাথে ফটোগ্রাফি গুলো করেছেন। আপনার এই ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করলেন। আপনার প্রত্যেকটা ফটোগ্রাফি ভালো লেগেছে। বিশেষ করে সাদা জবাবের ফটোগ্রাফি আর শসা ফুলের ফটোগ্রাফি আমার কাছে দারুণ লেগেছে।

 22 days ago 

আমার সাদা জবা ফুলের ফটোগ্রাফি ও শশা ফুলের ফটোগ্রাফি আপনার কাছে দারুণ লেগেছে শুনে খুব ভালো লাগলো। আপনি খুব সুন্দর মন্তব্য করেছেন।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 24 days ago 

লাল এবং সাদা জবা ফুলের ফটোগ্রাফি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। বাকি ফটোগ্রাফি গুলোও খুব সুন্দর হয়েছে। অসাধারণ ভাবে ক্যাপচার করেছেন প্রত্যেকটা ফটোগ্রাফি। দেখে মুগ্ধ হলাম। অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর সব ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 22 days ago 

আমি চেষ্টা করেছি সুন্দর ফটোগ্রাফি করার জন্য। সত্যি আপনার অসাধারণ মন্তব্য শুনে অনেক ভালো লাগলো তাই ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.029
BTC 65560.09
ETH 3467.72
USDT 1.00
SBD 2.68