"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ৬৪ || চিংড়ি মাছের পুর ভরা পটলের দোলমা রেসিপি।
হ্যালো বন্ধুরা,
সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। আমি আমার বাংলা ব্লগের একজন সদস্য। আজকে আপনাদের সামনে খুব সুন্দর একটি নতুন ব্লগ নিয়ে আসলাম। কিন্তু আজকে আমি একটা খুব সুন্দর রেসিপি নিয়ে এসেছি। আসলে রেসিপিটা এই সপ্তাহের প্রতিযোগিতা নিয়ে তৈরি করেছি। আসলে রেসিপি প্রতিযোগিতা দিলে খুবই ভালো লাগে। কারণ নতুন নতুন কিছু রেসিপি খাওয়া যায়। তবে আমি কি তৈরি করবো আসলে এটাই পাচ্ছিলাম না।
তবে অনেক চিন্তা ভাবনা করে একটা সবার পরিচিত রেসিপি খুঁজে বের করলাম। ভাবলাম আমি চিংড়ি মাছের পুর ভরা পটলের দোলমা রেসিপি তৈরি করবো। আসলে এই রেসিপির নামটা অনেক বেশি শুনেছি কিন্তু কখনো ট্রাই করা হয়নি। তাই জন্য এই রেসিপিটা আমার কাছে নতুন একটি রেসিপি । নতুন রেসিপি গুলো খেতে আমার কাছে বেশ ভালই লাগে। নতুন রান্না এবং নতুন ধরনের অভিজ্ঞতা তৈরি হয়।
তবে এই রেসিপিটা আসলে কি রকম হবে সেটা বুঝতে পারছিলাম না। তবে রেসিপিটা তৈরি করতে নেমে পড়লাম। আমার কাছে তো রেসিপিটা তৈরি করে ভীষণ ভালো লেগেছে। ফটোগ্রাফি করতে ভাবছিলাম অনেক মজা হবে নিশ্চয়ই। পরবর্তীতে খেয়ে দেখি সত্যিই অনেক বেশি মজা হয়েছে। নতুন একটা রেসিপি ট্রাই করতে পেরে অনেক বেশি ভালো লেগেছে। আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে।
রান্নার উপকরণ :
উপকরণ | পরিমাণ |
---|---|
চিংড়ি মাছ | ২০০ গ্রাম |
পটল | ৮ টা |
টমেটো | ২-৩ টা |
পেঁয়াজ কুচি | ২ টা |
কাঁচামরিচ কুচি | কয়েকটা |
ধনিয়া পাতা কুচি | পরিমাণ মতো |
লবণ | স্বাদমতো |
মরিচ গুঁড়ো | ৩ চা চামচ |
হলুদ গুঁড়ো | ১.৫ চা চামচ |
রসুন | ২ চা চামচ |
রাঁধুনি মসলা | ১চা চামচ |
তেল | পরিমাণ মত |
পানি | পরিমাণ মত |
রান্নার বিবরণ :
ধাপ - ১ :
প্রথমে আমি পটল গুলোর উপরের খোসাগুলো ছিলে নিয়ে নিলাম। এরপর একপাশে কেটে মাঝখান থেকে পটলের ভিতরের অংশগুলো বের করে নিয়ে নিলাম।
ধাপ - ২ :
এরপর ব্লেন্ডার মেশিনের মধ্যে পটলের মাঝখানের অংশগুলো এবং চিংড়ি মাছ দিয়ে নিলাম।
ধাপ - ৩ :
এরপর তার মধ্যে পেঁয়াজ, রসুন এবং গোটা কাঁচামরিচ দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়ে নিলাম।
ধাপ - ৪ :
এরপর পটলের উপরের খোসা গুলোর মধ্যে হলুদ গুঁড়ো মেখে কিছুক্ষণের জন্য রেখে দিলাম।
ধাপ - ৫ :
এরপর গরম তেলের মধ্যে পটলের উপরের খোসা গুলোকে সুন্দর করে কিছুটা ভেজে নিলাম।
ধাপ - ৬ :
এরপর আবারো গরম তেলের মধ্যে ব্লেন্ড করে রাখা মসলাগুলোকে আবারো কিছুটা ভেজে নিয়ে নিলাম।
ধাপ - ৭ :
এরপর সবগুলো একসাথে নেড়েচেড়ে ভালো করে লাল লাল করে ভেজে নিলাম।
ধাপ - ৮ :
এরপর পটলের খোসা গুলোর মধ্যে তৈরি করা পটল আর চিংড়ির পুর গুলোকে মাঝখানে ঢুকিয়ে নিয়ে নিলাম।
ধাপ - ৯ :
এরপর আবার একটি কড়াই এর মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ সব মসলা একসাথে দিয়ে নেড়েচেড়ে নিয়ে নিলাম।
ধাপ - ১০ :
এরপর পরিমাপ মতো কিছু একটা পানি দিয়ে তার মধ্যে পটল গুলো দিয়ে আবারো নেড়েচেড়ে নিলাম।
ধাপ - ১১ :
এভাবে আবারো নেড়েচেড়ে পুরোপুরি রান্না করে পটলের দোরমা তৈরি করে নিয়ে নিলাম।
শেষ ধাপ :
এইভাবে পুরো রান্না করা রেসিপিটি শেষ করে নিলাম। আশা করি আমাদের রেসিপিটি আপনাদের সবার খুবই পছন্দ হবে।
আমার পরিচয়
আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।
প্রথমেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে অভিনন্দন জানাই। ভিন্ন ধরনের একটা রেসিপি তৈরি করার মাধ্যমে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন দেখে ভালো লাগলো। চিংড়ি মাছের যেকোনো রেসিপি বেশ ভালো লাগে খেতে। চিংড়ি মাছের পুর ভরা এই পটলের দোলমা নিশ্চয়ই অনেক সুস্বাদু ছিল খেতে। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন জেনে ভালো লাগলো। দারুন একটি ইউনিক রেসিপি আমাদের সাথে শেয়ার করেছেন। রেসিপিটি দেখতে ভীষণ লোভনীয় লাগছে। চিংড়ি মাছের পুর ভরা পটলের দোলমা রেসিপিটি আমার কাছে বেশ ইউনিক লেগেছে। আপনার উপস্থাপনাও দারুন ছিলো।নতুন একটি রেসিপি শিখে নিলাম। সুন্দর রেসিপিটি প্রত্যেক ধাপে ধাপে এতো সুন্দর করে উপস্থাপনা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
আসলে আপু রেসিপিটি খুবই ইউনিক হয়েছে। ভালো লাগলো আপনার মন্তব্য শুনে।
প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে শুভকামনা জানাই। একদম অথেন্টিক উপায়ে আপনি চিংড়ি মাছ দিয়ে পটলের দোলমা রান্না করেছেন। বাঙালি ঘরে এই রেসিপিটি অত্যন্ত জনপ্রিয়। আমি নিজেও ভাবছিলাম কেউ কি পটলের দোলমা করবে না! চমৎকার লাগলো আপনার রান্নার ছবিগুলো।
আমার প্রতিযোগিতার রেসিপি নিয়ে অসাধারণ মন্তব্য করেছেন শুনে বেশ ভালো লাগলো। ধন্যবাদ আপু ভালো থাকবেন।
https://x.com/Jamal7183151345/status/1851513631554646078?t=U9hnpNFxfKl8smyeKpiAWA&s=19
চিংড়ি মাছের পুর ভরা পটলের দোলমা রেসিপি দারুন হয়েছে। এভাবে কখনো খাওয়া হয়নি। পটল দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে চমৎকার একটি রেসিপি তৈরি করেছেন ভাইয়া। অবশ্যই এভাবে রান্না করে খেয়ে দেখব।
আপু এই রেসিপিটি একদিন তৈরি করবেন খেতে বেশ মজা লাগে। ভালো লাগলো আপনার সুন্দর মন্তব্য শুনে।
আসলে এখন পর্যন্ত কোন দিন চিংড়ি মাছের পুর ভরা পটলের দোলমা রেসিপি খাওয়া হয়নি। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে চিংড়ি মাছের পুর ভরা পটলের দোলমা রেসিপি তৈরি করার মাধ্যমে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। আপনার তৈরি করা রেসিপি টি একদম ইউনিক একটি রেসিপি। আপনি বেশ দারুন ভাবে রেসিপি টি সম্পন্ন করেছেন। আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া।
আমি চেষ্টা করেছি রেসিপিটি সুন্দরভাবে উপস্থাপনা করতে। আপনি আমার রেসিপি নিয়ে সুন্দর মন্তব্য করাই ধন্যবাদ আপনাকে।
আপনার প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে আমি নতুন একটি রেসিপির সাথে পরিচিত হলাম। পটল আর চিংড়ি মাছের সমন্বয়ে আমার দেখা একটি ইউনিক রেসিপি তুলে ধরেছেন দেখে অনেক লোভনীয় মনে হচ্ছে যদি সম্ভব হতো একটু ট্রাই করে দেখতাম। রেসিপিটি কিভাবে তৈরি করতে হয় সেটা পর্যায়ক্রমে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
আমি রেসিপিটি খুব সুন্দর করে প্রতিটি ধাপ সুন্দরভাবে উপস্থাপনা করার চেষ্টা করেছি। তবে আপনার মন্তব্য শুনে অনেক ভালো লাগলো।
চমৎকার একটি রেসিপি শেয়ার করলেন আপনি। যদি একটু নিতে পারতাম তাহলে টেস্ট করে দেখতাম। দেখে তো মনে হচ্ছে খুবই সুস্বাদু ছিল এবং মুখে লেগে থাকার মত একটি রেসিপি। সবচেয়ে বেশি ভালো লেগেছে আপনি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। সুন্দরভাবে প্রতিটি ধাপ উপস্থাপন করার জন্য ধন্যবাদ।
আপু কাছে হলে রেসিপিটি আপনার জন্য কিছু পাঠিয়ে দিতাম। তবে আপনার চমৎকার মন্তব্য শুনে অনেক ভালো লাগলো।
ভাইয়া উপকরণ গুলো ঠিক করে নেবেন। কারণ আপনি যেই রেসিপি তৈরি করেছেন সেগুলো উল্লেখ না করে অন্য রেসিপির উপকরণ দিয়েছেন। যাই হোক আপনি আজ খুবই ইউনিক রেসিপি শেয়ার করেছেন। চিংড়ি মাছ খেতে যেমন পছন্দ করি তেমনি পটল খেতেও খুব ভালো লাগে। কিন্তু এভাবে চিংড়ি মাছের পুর ভরা পটলের দোলমা রেসিপি কখনও খাওয়া হয়নি। আপনার রেসিপি দেখেই বুঝা যাচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছিল। আপনার উপস্থাপনা খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ ভাইয়া ইউনিক রেসিপি শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।
হ্যাঁ আপু উপকরণ আমি ঠিক করে নিলাম। তবে আপনার সুন্দর মন্তব্য শুনে আমার কাছে বেশ ভালো লাগলো।
চিংড়ি মাছ আমার খুবই প্রিয়। আর এত সুন্দর করে পটল দিয়ে চমৎকার রেসিপি তৈরি করেছেন দেখে খুবই ভালো লাগলো। রেসিপি তৈরির প্রক্রিয়া দেখে আমিও শিখে নিলাম ভাই। অসাধারণ একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।
ভাই চিংড়ি মাছ আমারও খুব প্রিয় এই কারণ আমি এই রেসিপিটি তৈরি করেছি। ভালো থাকবেন।