ভ্রমণ :- সরিষা ক্ষেত ঘুরতে যাওয়ার মুহূর্ত।
হ্যালো বন্ধুরা,
সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি।আজকে আমি আপনাদের মাঝে একটি ভ্রমণ কাহিনী শেয়ার করবো। আসলে ঘুরতে যেতে কমবেশি আমরা সবাই পছন্দ করি। আর আমি মনে করি মাঝেমধ্যে ঘুরতে গেলে মন ফ্রেশ থাকে। সেই জন্য আমি চেষ্টা করি কাজের ফাঁকে মাঝেমধ্যে ঘুরতে যাওয়ার। তেমনি আজকেও আপনাদের সাথে ঘুরতে যাওয়ার কিছুটা মুহূর্ত শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে।
আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব সরিষা ক্ষেত ঘুরতে যাওয়ার মুহূর্ত। এখন শীতকাল এই কারণে মানুষ জমির মধ্যে মানুষ বিভিন্ন ধরনের সবজি ও ফসল চাষ করেছে। আর এই কারণে এখন যেদিকে যাওয়া হয় শুধু ফসল আর ফসল দেখা যায়। যদিও আমাদের গ্রামাঞ্চলে মানুষ বেশি ফসল চাষ করে থাকে। কেউ সামান্য পরিমাণ জমিও খালি রাখে না। আমাদের বাড়ির পাশে ছোট ফেনী নদী আছে। আর নদীর দুইপাশে অনেক বড় বড় চর আছে। এই চর গুলোর মধ্যে মানুষ বিভিন্ন ধরনের চাষবাস করে থাকে। বলতে গেলে সবাই কম বেশি চাষ করে থাকে।
তবে বেশিরভাগ চরের মধ্যে দেখা যায় উপরের জমিগুলোর মধ্যে ডাল এবং সরিষা ক্ষেত। ডাল এবং সরিষা আমাদের এদিকে বেশি চাষ করে। যদিও ডাল এবং সরিষার মধ্যে তেমন কষ্ট নেই। শুধু হাল চাষ করে ফেলে দেওয়া হয় এরপরে যখন ফাঁকে তখন তুলে নেই। আর এই চর গুলোর মধ্যে আমি মাঝেমধ্যে যাই দেখাশোনা করতে। এই চরের মধ্যে আমার মেজ ভাই অনেক ফসল চাষ করেছে। আমার মেজ ভাই সব ধরনের ফসল করা থাকে। সে আমাকে একদিন বলল চরে জমিতে সে অনেক ফসল করেছে একটু দেখে আসার জন্য।
আমি মূলত গিয়েছি তার ফসল দেখতে। যদিও আমি একটু দুপুরবেলা গেলাম ওই সময় সে ছিল না। তখন আমি নিজে নিজে তার ফসলের জমিগুলো দেখে আসলাম। যদি মেজ ভাই ফসলের জমিতে থাকতো তাহলে অনেক ধরনের সবজি বাড়িতে নিয়ে আসতাম। বিশেষ করে সরিষার আগাও ডালের আগা দিয়ে ভর্তা করলে খেতে খুব মজা হয়। আমি অনেকবার তার সরিষা ক্ষেত থেকে সরিষার আগা নিয়ে বাড়িতে ভর্তা করে খেয়েছিলাম। সত্যি বলতে সরিষার পাতার ভর্তা খেতে খুব মজা লাগে। এই কারণে আমি তার সরিষা ক্ষেতে গেলাম দেখার।
তবে এই চরের মধ্যে আরও অনেক মানুষও অনেক ধরনের ফসল চাষ করেছে। তবে এই চর গুলোর মধ্যে একা গেলে বিকেল বেলা তাহলে ভয়ে আছে। কারণ পাশের ছোট নদী এবং নদীর পাশে জঙ্গল আছে। এই কারণে অনেক সময় ফসলের মধ্যে শিয়াল ও বন্য কুকুর দেখা যায়। শিয়াল এবং বর্ণ কুকুর মানুষকে দেখলে একা ফেলে আক্রমন করে বসে। কিছুদিন আগে আমাদের এলাকার একটি লোক ওখানে একটি ছাগল রেখে আসলো। পরে দেখতেছে ছাগলটি ওখানে মরা পড়ে রইল এবং ছাগলের শরীরের অনেক অংশ কাটা ছেটা।
পরে ধারণা করতেছে বন্য কুকুর ছাগলটিকে মেরে ফেলেছে। এই কারণে মানুষ নদীর ধারে চরের দিকে একা যেতে ভয় পায়। সত্যি বলতে আমার ভাইয়ের সরিষার খেত দেখে আমার কাছে অনেক ভালো লাগলো। মোটামুটি তার ফসলগুলো অনেক ভালো হয়েছে। আসলে গ্রামাঞ্চলের মানুষগুলো যখন বিভিন্ন ধরনের সবজি করা হয় বা ফসল করা হয় তখন তাজা সবজি ফসল পাওয়া যায়। আর ঘুরতে গেলে সবুজ শ্যামলা দেখলে এমনিতে ভালো লাগে। আর আমার কাছে সরিষা ক্ষেত ঘুরতে যাওয়ার মুহূর্ত অনেক ভালো লাগলো। আশা করি আমার এই পোস্ট পড়ে আপনাদের ও ভালো লাগবে।
device : Huawei
আমার পরিচয়
আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।
সরিষা খেতে বেশ দুর্দান্ত প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেছেন ভাই। আসলে এমন প্রকৃতির পরিবেশে সময় কাটানো অনুভূতি সত্যি বেশ দারুন। সরিষা ক্ষেত ঘুরতে যাওয়ার মুহূর্ত গুলো পড়ে খুব ভালো লাগলো। আপনার অনুভূতি শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে ভাই।
হ্যাঁ ঐদিন সরিষা ক্ষেত বেশ দুর্দান্ত প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেছি। আসলে সরিষা ক্ষেত দেখার মজাই আলাদা। সুন্দর মন্তব্য শুনে খুব ভালো লাগলো।
https://twitter.com/Jamal7183151345/status/1767486582364520924?t=KVMjpPhcrykHuMCmyWXZ1Q&s=19
শীতের মৌসুমের মাঝামাঝি সময় সরিষা ফুলের সৌন্দর্য ভালই উপভোগ করেছি। শীত এখন একদম শেষের দিকে আমাদের এখানে সরিষা ফুল মাস দেড়েক আগেই শেষ হয়ে গিয়েছে। আপনাদের ওইদিকে দেখছি সরিষা ফুল এখনো রয়েছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম চাষাবাদ। আপনার সরিষা ফুলের সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি আমাদের সাথে শেয়ার করলেন। আমরাও উপভোগ করলাম ভালো লাগলো।
হ্যাঁ আমাদের এদিকে সরিষা ফুল এখন দেখা যাচ্ছে। আপনার সুন্দর মন্তব্য শুনে অনেক ভালো লাগলো।
ভাইয়া,শীতকাল তো শেষ 🤪🤪।এই রকম চড়ের ফসল দেখতে ভালোই লাগে, আমার কখনো যাওয়া হয় নাই। যাই হোক ছাগলের ঘটনাটা পরে বেশ খারাপ লাগলো, আসলেই বন্য কুকুর আর শেয়াল বেশ ভয়ংকর। ভালো ছিলো।ধন্যবাদ
হ্যাঁ আমাদের এদিকে বন্য কুকুর এবং শিয়াল অনেক ভয়ঙ্কর। সুন্দর মন্তব্য শুনে আপনার খুব ভালো লাগলো।
সরিষার ক্ষেত দেখতে যাওয়ার দারুণ কিছু অনুভূতি শেয়ার করেছেন ভাইয়া। বেশ ভালো লেগেছে পোস্টটি। তবে একটু খারাপ লাগা হচ্ছে, আপনার ভাই ছিলনা, তাই টাটকা সবিষা শাক বা অন্যান্য শাক ক্ষেত থেকে বাসায় নিতে পারেননি!এর পরে আর মিস হবেনা আশাকরি। পোস্টে সরিষা ক্ষেতের ছবি গুলো অনেক সুন্দর হয়েছে। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
হ্যাঁ আমার ভাই থাকলে অনেক ধরনের সবজি এবং সরিষা পাতা নিয়ে আসতাম। আপনার মন্তব্য শুনে খুব ভালো লাগলো।
আপনি আপনার ভাইয়ের সরিষা ক্ষেতে ঘুরতে গিয়েছেন। ঠিকই বলেছেন ঘোরাফেরা করলে মন ফ্রেশ থাকে। আর যদি এরকম প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে সময় কাটানো যায় তাহলে তো কথাই নেই। ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। নিশ্চয়ই খুব সুন্দর মুহূর্ত কাটিয়েছেন আপনি। তবে ছাগলের ঘটনাটা পড়ে খারাপ লাগলো।
ঘোরাফেরা করলে মন ফ্রেশ থাকে। অনেক অনেক ধন্যবাদ অনেক সুন্দর মন্তব্য করার জন্য।
আমাদের বাড়ির পাশে এরকম অনেকগুলো সরিষা ক্ষেত ছিল। সেগুলো ছবি তুলে আপনাদের মাঝে একদিন শেয়ার করেছিলাম এভাবে। তবে ভিডিওগ্রাফি না জেনারেল পোস্ট করেছিলাম। আসলে গ্রামের এরকম সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখতে সত্যি অনেক ভালো লাগে। আপনার সরিষা খেতে ঘুরতে যাওয়ার মুহূর্ত টা দারুন লাগলো পড়ে। এরকম সুন্দর একটি মুহূর্ত শেয়ার করার জন্য ধন্যবাদ।
তবে গ্রামের পরিবেশ মানুষকে বেশি মুগ্ধ করে বিশেষ করে ফসলের মাঠে গেলে। অসাধারণ মন্তব্য শুনে অনেক ভালো লাগলো।
আসলে গ্রামের পরিবেশ দেখে মুগ্ধ হবে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। গ্রামের পরিবেশে গেলে মানুষ এমনিতেই মন ভালো হয়ে যায়। আপনি সরিষা ক্ষেত ঘুরতে গিয়ে সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। মনে হচ্ছে হলুদের সমরহ। সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
গ্রামের পরিবেশ মানুষকে এমনিতে বেশি মুগ্ধ করে। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে।
সরিষার খেতে ঘুরতে যাওয়ার অনুভূতি জানতে পেরে অনেক ভালো লাগলো। আসলে এই সৌন্দর্যময় সরিষা ক্ষেতের দৃশ্যগুলো ফটোগ্রাফি দেখে ভালো লাগলো আমার।
আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে।
ইস! আপনার ভাগ্য খারাপ ছিল যেহেতু আপনার মেজ ভাই ক্ষেতে ছিল না। যদি থাকতো তাহলে আপনি বেশ ভালো সবজি নিয়ে আসতে পারতেন ফ্রেশ সবজি। আপনি অসময়ে গেলেন তাই আপনার ভাইকে পাইলেন না। তবে আপনি ঘুরতে গেলেন মুহূর্তটি খুবই সুন্দর ছিল। এত সুন্দর সরিষার ক্ষেত দেখতে পেলাম আপনার ফটোগ্রাফির মাধ্যমে। অনেক সুন্দর কিছু সময় অতিবাহিত করেছিলেন।
হ্যাঁ আপু দিন ভাগ্য খারাপ যদি মেজ ভাই থাকতো অনেক ধরনের সবজি এবং সরিষা নিয়ে আসতে পারতাম। আপনার অসাধারণ মন্তব্য শুনে খুব ভালো লাগলো।