"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ৬৮|| আমার করা শীতকালীন সেরা ফুলের ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ2 days ago

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। আমি এখন ধীরে ধীরে প্রায় প্রতি সপ্তাহে ফটোগ্রাফি করার চেষ্টা করি। আছে যখন সেই ফটোগ্রাফির কন্টেস্ট চলে তখন নিজের কাছেও ভীষণ ভালো লাগে। ফটোগ্রাফি করতে আমি অনেক বেশি পছন্দ করি। কারণ ফটোগ্রাফির যেকোনো প্রতিযোগিতা অংশগ্রহণ করার চেষ্টা করি। আর এই প্রতিযোগিতায় আমাদের সবার প্রিয় বিভিন্ন জাতের শীতকালীন ফুলের ফটোগ্রাফি তুলে ধরলেন। তাই আমরাও বিভিন্ন জানা-অজানা ফুলের সন্ধান খোঁজা শুরু করলাম। ফুল দেখতে দেখতে কত ধরনের ফুল দেখেছি সেটা নিজেও ভুলে গিয়েছি। বেশ ভালো লাগলো এটা দেখে না দেখা ফুলগুলো এই প্রতিযোগিতার কারণে দেখতে পেলাম।

ভীষণ ভালো লাগে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে। প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ফুলের রাজ্যে হারিয়ে গেলাম। এত ধরনের এত কালার এর ফুল দেখে ভীষণ ভালো লাগলো। সবসময় এভাবে চেষ্টা করি প্রত্যেকটি প্রতিযোগিতায় নিজের মত অংশগ্রহণ করার জন্য। ফুলের রাজ্যে হারিয়ে যেতে সব সময় চাই। এই ফুলের প্রত্যেকটি ফটোগ্রাফি আমার নিজের কাছেও ভীষণ ভালো লাগলো। তাই আজকে আমার তোলা এই বিভিন্ন কালারফুল ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম। প্রত্যেকটি ফটোগ্রাফির বর্ণনা ও আপনাদের মাঝে খুব সুন্দর করে শেয়ার করার চেষ্টা করলাম। আশা করি এই ফুলের প্রতিটি ফটোগ্রাফি আপনাদেরও ভীষণ ভালো লাগবে।

ফটোগ্রাফি - ১ :

এই হচ্ছে মালীর চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফি। এই মালীর চন্দ্রমল্লিকা ফুলগুলো আমার কাছে খুব ভালো লাগে। তবে এই ফুলগুলো বিভিন্ন জাতের এবং বিভিন্ন কালারের আছে। এবং ফুলগুলো গোল পাপড়িগুলো আলাদা আলাদা। যখন এই গাছের মধ্যে ফুল ফুটে সৌন্দর্য অনেক গুন বেড়ে যায়। শীতকালে এই গাছগুলোর মধ্যে প্রচুর ফুল ফোটে। এই ফুলগুলোর ফটোগ্রাফি করেছিলাম আমি নার্সারি বাগান থেকে। তাই আজকে এই মালীর চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম।

20250111_110730.jpg

20250111_110746.jpg

20250111_110730.jpg

device : Redme note 9

লোকেশন

ফটোগ্রাফি - ২ :

এগুলো হচ্ছে পানসি ফুলের ফটোগ্রাফি। এই ফুল গুলোর নাম আমার জানা ছিল না। পরে এই ফুল গুলোর নাম আমি জানতে পারলাম। তবে এই পানসি ফুলগুলো বিভিন্ন কালারের আছে। সত্যি বলতে এই ফুলগুলো মানুষকে মুগ্ধ করে বিশেষ করে ফুলের কালারের কারণে। শীতকালে এই ফুলগুলো ফোটে। গরম আসলে এই ফুলগুলো অনেক মারা যায়। তবে এই ফুলের পাপড়ি গুলো অনেক পাতলা। এবং এই ফুল গুলোর ফটোগ্রাফি করেছিলাম আমি চট্টগ্রাম পার্ক থেকে। তাই আজকে এই ফটোগ্রাফি গুলা আপনাদের মাঝে শেয়ার করলাম।

IMG_20240218_133017.jpg

IMG_20240218_133001.jpg

IMG_20240218_133011.jpg

device : Redme note 9

লোকেশন

ফটোগ্রাফি - ৩ :

এই হচ্ছে সরিষা ফুলের ফটোগ্রাফি। সরিষা ফুল আমাদের সবার পরিচিত এবং প্রিয় ফুল। সরিষা ফুলের যেমন ঘ্রান এবং ফুলের সৌন্দর্য। শীতকাল আসলে অনেকের সরিষা চাষ করে। যখন সরিষা গাছের মধ্যে ফুল ফুটে তখন সৌন্দর্য উপভোগ করা যায়। আর শীতকাল আসলে গ্রাম অঞ্চলে অনেক জমির মধ্যে সরিষা চাষ করা হয়। কিছুদিন আগে বিকেলবেলা আমি আমাদের এলাকায় নদীর ধারে ঘুরতে গিয়ে এই সরিষা ফুলের ফটোগ্রাফি করেছিল। তাই আজকে এই সরিষা ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম।

IMG-20250121-WA0034.jpg

IMG-20250121-WA0030.jpg

IMG-20250121-WA0027.jpg

IMG-20250121-WA0026.jpg

device : Redme note 9

লোকেশন

ফটোগ্রাফি - ৪ :

এইগুলো হচ্ছে ডায়ানন্থাস ফুলের ফটোগ্রাফি।ডায়ানন্থাস ফুলগুলো সবার পরিচিত ফুল। তবে ডায়ানন্থাস ফুলের গাছ গুলো আকার তেমন বড় হয় না। এবং এই গাছগুলোর মধ্যে যখন ফুল ফুটে দেখতে বেশ ভালো লাগে। তবে এই ফুল গাছ গুলোর বিভিন্ন জাত ও বিভিন্ন কালার আছে। এবং সব ডায়ানন্থাস ফুলের কালার আমার কাছে অনেক ভালো লাগে। তবে এই ফুলগুলো আমি বিভিন্ন জায়গা থেকে ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে ডায়ানন্থাস ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম। এবং ফটোগ্রাফি গুলো দেখে আপনাদের অনেক ভালো লাগবে।

IMG_20240225_172249.jpg

20250111_110547.jpg

IMG_20240218_133130.jpg

20250111_110544.jpg

device : Redme note 9

লোকেশন

ফটোগ্রাফি - ৫ :

এগুলা হচ্ছে পিটুনিয়া ফুলের ফটোগ্রাফি। পিটুনিয়া ফুলগুলো কমবেশি সব জায়গাতে দেখা যায়। এই ফুলগুলো দেখলে আমার কাছে অনেক ভালো লাগে। পিটুনিয়া ফুলের মধ্যে অনেক কালার অনেক জাতের আছে। তবে পিটুনিয়া ফুলগুলোর সৌন্দর্য মানুষকে মুগ্ধ করে। এবং বিভিন্ন নার্সারি বাগান ও পার্কে গেলে এই ফুলগুলো অনেক অনেক দেখা যায়। এবং পিটুরিয়া ফুলগুলো শীতকাল আসলে অনেক ফুটে গাছের মধ্যে। এবং অতিরিক্ত গরম পড়লে এই ফুল গাছগুলো মারা যায়। এই পিটুনিয়া ফুলের ফটোগ্রাফি করেছিলাম আমি নার্সারি বাগান এবং পার্ক থেকে। তাই আজকে এই ফটোগ্রাফি গুলো আপনাদের মাঝে শেয়ার করলাম।

IMG_20240218_123513.jpg

IMG_20240316_171624.jpg

20250111_110738.jpg

20250111_110402.jpg

device : Redme note 9

লোকেশন

ফটোগ্রাফি - ৬ :

এই হচ্ছে আমাদের সবার পরিচিত এবং প্রিয় গাঁদা ফুলের ফটোগ্রাফি। গাঁদা ফুল সব জায়গাতে কম বেশি অনেক দেখা যায়। এই ফুল গুলো দিয়ে মালা এবং বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন কাজে ব্যবহার করে। তবে গাঁদা ফুল অনেক জাতের এবং অনেক কালার আছে। এবং এই ফুলের ঘ্রাণ ও পাপড়ি সত্যি চমৎকার। সত্যি বলতে গ্রামাঞ্চল ও নার্সারি বাগানে এই ফুল গাছগুলো বেশি দেখা যায় আমি বিভিন্ন জায়গা থেকে ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে গাঁদা ফুলের ফটোগ্রাফি গুলো আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি আমার গাঁদা ফুলের ফটোগ্রাফি গুলো দেখে আপনাদের অনেক ভালো লাগলো।

IMG_20241207_133048.jpg

20250111_110703.jpg

IMG_20240225_172928.jpg

device : Redme note 9

লোকেশন

ফটোগ্রাফি - ৭ :

এই হচ্ছে আমাদের সবার প্রিয় গোলাপ ফুলের ফটোগ্রাফি। গোলাপ ফুল চিনে না এমন মানুষ নেই বললে চলে। তবে গোলাপ ফুলকে অনেকে ফুলের রাজা এবং ও রানী বলে। তবে গোলাপ ফুল গাছের মধ্যে কাটা আছে ফুলের মধ্যে সুন্দর্য আছে। আর গোলাপ ফুল হচ্ছে বিশ্বের এক নম্বর ফুল যেটি বেশি ব্যবহার করে এবং সবার কাছে প্রিয় ফুল। গোলাপ ফুল অনেক জাতেরও অনেক কালার আছে। তবে আজকে আমি আপনাদের মাঝে দুই কালারের গোলাপ ফুলের ফটোগ্রাফি করেছি। আশা করি আমার গোলাপ ফুলের ফটোগ্রাফি গুলো দেখে আপনাদের অনেক ভালো লাগবে।

20250111_110631.jpg

IMG_20240118_163024.jpg

device : Redme note 9

লোকেশন

ফটোগ্রাফি - ৮ :

এই হচ্ছে পেন্টাস ল্যান্সোলাটা ফুলের ফটোগ্রাফি। তবে এই ফুলের নাম আমার জানা ছিল না। অনেক খোঁজাখুঁজি পর এই ফুলের নাম জানতে পারলাম। তবে এই ফুল গুলো তেমন গ্রাম অঞ্চলে খুব কম দেখা যায়। আর শীতকালে এই ফুলগুলো মাঝেমধ্যে দেখা যায়। তবে এই ফুলের পাপড়ি গুলো অসাধারণ। এবং ফুলের কালার দেখতে বেশ ভালো লাগলো। কিছুদিন আগে আমি একটি নার্সারিবাগান থেকে এই ল্যান্সোলাটা ফুলের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে এই ফটোগ্রাফিটি আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি আমার এই ল্যান্সোলাটা ফুলের ফটোগ্রাফি দেখে আপনাদের অনেক ভালো লাগবে।

20250111_110446.jpg

device : Redme note 9

লোকেশন

ফটোগ্রাফি - ৯ :

এইগুলো হচ্ছে গাজানিয়া রিগেনস ফুলের ফটোগ্রাফি। এবং গাজানিয়া রিগেনস ফুলগুলো আমার কাছে অনেক ভালো লাগে। তবে এই গাজানিয়া রিগেনস ফুলগুলো বিভিন্ন জাতের এবং বিভিন্ন কালার আছে। সত্যি বলতে এই ফুলের পাপড়ি গুলো এতই চমৎকার দেখতে বেশ ভালো লাগে। তবে পার্কে গেলে এই ফুল গুলো অনেক দেখা যায়। এবং এই ফুল গুলোর সৌন্দর্য মানুষকে মুগ্ধ করে। এবং বিভিন্ন জায়গা থেকে আমি এই গাজানিয়া রিগেনস ফুলের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে ফটোগ্রাফি গুলো আপনাদের মাঝে শেয়ার করলাম।

20250111_110534.jpg

20250111_110538.jpg

IMG_20240218_132906.jpg

device : Redme note 9

লোকেশন

ফটোগ্রাফি - ১০ :

এই হচ্ছে চমৎকার ব্রোমেলিয়া ফুলের ফটোগ্রাফি। তবে এই ফুল গুলো দেখতে বেশ চমৎকার লাগে। বড় বড় পাতার মাঝখানে এই ফুলগুলো দেখলে বেশ ভালো লাগে।ব্রোমেলিয়া ফুলের সৌন্দর্য সত্যিই চমৎকার। যদিও এই ফুল গাছগুলো কমে দেখা যায় আমাদের এদিকে। সত্যি বলতে শীতকাল আসলে ফুলগুলো যখন ফুটে দেখতে অনেক ভালো লাগে। অতিরিক্ত গরম পরলে এই ফুল গাছগুলো মারা যায়। কিছুদিন আগে আমি একটি অফিসের সামনে থেকে এই ব্রোমেলিয়া ফুলের ফটোগ্রাফি করেছিলাম। তাই আজকে এই ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি ব্রোমেলিয়া ফুলের ফটোগ্রাফি দেখে আপনাদের অনেক ভালো লাগবে।

20250111_110816.jpg

device : Redme note 9

লোকেশন

ফটোগ্রাফি - ১১ :

এই হচ্ছে ট্রান্সভাল ডেইজি ফুলের ফটোগ্রাফি। এই ফুল গুলো দেখে আমার কাছে খুব ভালো লাগলো। তবে এই ফুলগুলো নাকি শীতকালীন ফুল। সত্যি বলতে ফুলের কালার এবং সৌন্দর্য আমার কাছে অনেক ভালো লাগলো। আর ট্রান্সভাল ডেইজি গাছের মধ্যে যখন ফুল ফোটে ফুলের সৌন্দর্যের কারণে মানুষ মুগ্ধ হয়। যদিও এই ফুলগুলো বিভিন্ন জায়গাতে দেখা যায়। কিছুদিন আগে আমি একটি প্রতিষ্ঠানের সামনে গিয়ে এই ট্রান্সভাল ডেইজি ফুল দেখতে পাই। দেখে আমার কাছে খুব ভালো লাগলো। সাথে সাথে আমি এই ট্রান্সভাল ডেইজি ফুলের ফটোগ্রাফি করেছি। তাই আজকে এই ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম।

20250111_110551.jpg

device : Redme note 9

লোকেশন

ফটোগ্রাফি - ১২ :

এই হচ্ছে আমাদের সবার পরিচিত এবং প্রিয় ভারবেনা ফুলের ফটোগ্রাফি। তবে এই ফুলগুলো খুব কমে দেখা যায় গ্রাম অঞ্চলে। এবং নার্সারি বাগানে গেলে এই ফুলগুলো দেখা যায়। এবং ভারবেনা ফুল গুলোর পাপড়ি অনেক ছোট ছোট। এবং এই ফুলের মধ্যে আলাদা আলাদা ফুলের পাপড়ি এই কারণে দেখতে বেশ ভালো লাগে। কিছুদিন আগে আমি একটি নাসারী বাগানে গেলাম তখন এই ফুল গাছটি ওই নাসার বাগানে দেখতে পেলাম। আমার কাছে ভারবেনা ফুল দেখে ভালো লাগলো সাথে সাথে ফটোগ্রাফি করেছি। তাই আজকে এই ভারবেনা ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম।

20250111_110751.jpg

device : Redme note 9

লোকেশন

ফটোগ্রাফি - ১৩ :

এইগুলো হচ্ছে আমাদের সবার প্রিয় পাত্র গাঁদা ফুলের ফটোগ্রাফি। গাঁদা ফুলের মধ্যে অনেক জাতের ফুল আছে। আবার এই পাত্র গাঁদা ফুলের মধ্যে অনেক জাত অনেক কালার আছে। এবং এই ফুলের পাপড়ি গুলো বড় ফুলগুলো আকার বড় দেখতে বেশ ভালো লাগে। শীতকাল আসলে এই গাঁদা ফুল গুলো অনেক দেখা যায় নার্সারি বাগানে পার্ক ও বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে। সত্যি বলতে বিভিন্ন কালারের পাত্র গাঁদা ফুল গুলোর মধ্যে আলাদা আলাদা সৌন্দর্য লুকিয়ে আছে। তবে এই ফুলগুলোর ফটোগ্রাফি আমি একটি পার্ক থেকে করেছিলাম। তাই আজকে পাত্র গাঁদা ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি আমার এই ফটোগ্রাফি দেখে আপনাদের অনেক ভালো লাগবে।

20250111_110531.jpg

device : Redme note 9

লোকেশন

ফটোগ্রাফি - ১৪ :

এই হচ্ছে অপরূপ সৌন্দর্য এবং প্রিয় কসমস ফুলের ফটোগ্রাফি।কসমস ফুল গুলো অনেক জাতের এবং অনেক কালার আছে। এই কালারের ফুলগুলো আকারের ছোট দেখতে বেশ ভালো লাগে। বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে এই ফুল গুলো কমবেশি দেখা যায়। এবং ফুলের পাপড়ি ও ঘ্রাণ সত্যের চমৎকার কসমস ফুলের। সত্যি বলতে এই ফুলগুলোর মধ্যে আলাদা একটা সৌন্দর্য উপভোগ করা যায়। তবে এই দুটি কালারের ফুলের ফটোগ্রাফি করেছিলাম আমি পার্ক থেকে। তাই আজকে এই কসমস ফুলের দুটি আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি আমার ফটোগ্রাফি গুলো দেখে আপনাদের ভালো লাগবে।

IMG_20240218_124352.jpg

IMG_20240218_124418.jpg

device : Redme note 9

লোকেশন

ফটোগ্রাফি - ১৫ :

এই হচ্ছে আমাদের সবার পরিচিত সবজি শিম ফুলের ফটোগ্রাফি। শীতকাল আসলে প্রত্যেক বাড়িতে শিম গাছ কম বেশি অনেক দেখা যায়। এবং শিম গাছের মধ্যে ফুল ফুটলে দেখতে বেশ ভালো লাগে। তবে শিমের ফুলের মধ্যে দুই তিন কালার আছে। এই ফুলগুলো থেকে শিম ধরে। আর শীতকাল আসলে এই ফুল গাছ এবং ফুল তাজা দেখা যায়। আবার গরম আসলে শিম গাছগুলো মারা যায়। তবে আমাদের গ্রাম অঞ্চলে শিম গাছ অনেক রোপন করে। এই শিম ফুলের ফটোগ্রাফি করেছিলাম আমাদের নিজের শিম গাছ থেকে। তাই আজকে এই শিম ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি আমার এই শিম ফুলের ফটোগ্রাফি দেখে আপনাদের অনেক ভালো লাগবে।

IMG-20250121-WA0016.jpg

IMG-20250121-WA0020.jpg

IMG-20250121-WA0018.jpg

device : Redme note 9

লোকেশন

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG_20221006_094439.jpg

আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।
35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

IMG-20240904-WA0011.jpg

ধন্যবাদ সবাইকে

Sort:  
 2 days ago 

দারুন হয়েছে ভাইয়া আপনার শীতকালীন প্রতিটি ফটোগ্রাফি। সত্যিই একটি সুন্দর প্রতিযোগিতার ব্যবস্থা করেছে আমার বাংলা ব্লগ। যার জন্য এত সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি দেখতে পাচ্ছি। শুভকামনা রইল আপনার জন্য ভাইয়া।

 2 days ago 

ভাইয়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য শুভেচ্ছা জানাই। আপনি ফটোগ্রাফির জন্য খুব চমৎকার সব ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার প্রতিটা ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লেগেছে। এবারের প্রতিযোগিতার মাধ্যমে অনেক সুন্দর সুন্দর ও বিভিন্ন ধরনের ফুল দেখতে পেলাম। ফুলের সৌন্দর্য সবসময়ই আমাদের মুগ্ধ করে। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 2 days ago 

আপনার পোস্ট দেখে সত্যিই ফুলের রাজ্যে হারিয়ে গেলাম। দারুন সব ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। অনেক ধরনের ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। লাল রঙের ডেইজি ফুলের ফটোগ্রাফি সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার কাছে। সবগুলোই অসাধারণ ছিল। সাদা চন্দ্রমল্লিকা এবং সরিষা ফুলের ফটোগ্রাফি ও মনোমুগ্ধকর ছিল। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 2 days ago 

অনেক অনেক ভালো লাগলো ভাইয়া সুন্দর এই কনটেস্টে অংশগ্রহণ করেছেন দেখে। চমৎকার সব ফুলের ফটোগ্রাফি নিয়ে উপস্থিত হয়েছেন আপনি। আপনার অসাধারণ এই ফুলের ফটোগ্রাফি গুলো দেখে আমি মুগ্ধ হলাম।

 2 days ago 

আপনার শীতকালীন ফটোগ্রাফি গুলো একদম মুগ্ধ হয়ে তাকিয়ে থাকার মত ছিল। যে ফটোগ্রাফি গুলো আমার কাছে অসম্ভব ভালো লেগেছে দেখতে। আপনার অংশগ্রহণ দেখে অনেক ভালো লাগলো এই প্রতিযোগিতায়। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য অনেক ধন্যবাদ আপনাকে। সত্যি আপনার ফটোগ্রাফি অনেক বেশি সুন্দর হয়।

 2 days ago 

প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন দেখতে পেয়ে ভীষণ ভালো লাগলো। আপনি চমৎকার কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দারুন হয়েছে। আমার কাছে তো খুবই ভালো লেগেছে প্রতিটি ফটোগ্রাফি। অনেক ধন্যবাদ ভাইয়া শেয়ার করার জন্য। অনেক অভিনন্দন রইলো আপনার জন্য।

 2 days ago 

আপনার প্রতিটি ফুলের ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম ভাই। আপনার ফটোগ্ৰাফির প্রশংসা না করে থাকতে পারলাম না। আপনার প্রতিটি ফটোগ্ৰাফি কি বলবো আর একদম অসাধারণ লাগছে দেখতে। আপনি শীতকালীন ফুলের ফটোগ্রাফি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন এজন্য আপনাকে অভিনন্দন জানাচ্ছি। আপনার জন্য শুভকামনা রইলো ভাই।

 2 days ago 

Screenshot_20250122_132728_com.android.chrome.jpg

Screenshot_20250122_132155_com.twitter.android.jpg

Screenshot_20250120_221705_com.peak.jpg

 2 days ago 

পানসি ফুলের ফটোগ্রাফি গুলো দারুণ লাগছে ভাই। আমিও পানসি ফুলের কিছু ফটোগ্রাফি শেয়ার করেছি। তাছাড়া সরিষা ফুলের ফটোগ্রাফিও খুব সুন্দর হয়েছে। বেশ ভালো লাগলো ফুলের ফটোগ্রাফি গুলো দেখে। যাইহোক এতো সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.25
JST 0.038
BTC 104064.99
ETH 3339.85
SBD 5.29