গল্প :-ভালোবাসা মানুষকে অন্যরকম করে।
ক্যানভা দিয়ে তৈরি,
হ্যালো বন্ধুরা,
সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি।আজকে আমি আপনাদের মাঝে একটি বাস্তব গল্প শেয়ার করব। আশা করবো গল্পটি আপনাদের ভালো লাগবে। আমাদের চারপাশে প্রায় বিভিন্ন ধরনের ঘটনা ঘটে থাকে। যেগুলো থেকে আমাদের শিক্ষা নেওয়ার অনেক বিষয় রয়েছে। এজন্য এই সকল বিষয়গুলো আপনাদের শেয়ার করলে আপনারাও অনেক কিছু শিখতে পারবেন। এমনকি অনেকগুলো বিষয় সম্পর্কে অবগত হবেন। এইজন্য আমি চেষ্টা করি বিভিন্ন বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য। এখন মানুষের আসলে ভরসা নেই। একেকজন একেক ধরনের, এবং একেক জন একেক ধরনের মানসিকতার।
আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব ভালোবাসা নিয়ে একটি গল্প। আসলে কিছু কিছু ভালোবাসা আছে মানুষকে অন্ধ করে দেয়। কারণ ভালোবাসার মানুষের জন্য আপন মা বাবা হতে পরিবারের সবাইকে ভুলে যায়। আর এই ভালোবাসার কারণে আপন মানুষ পর হয় পর মানুষ আপন হয়। এবং ভালোবাসার কারণে মানুষ মা-বাবার মুখের উপর কথা বলে। কারণ ভালোবাসার মানুষকে বেশি বিশ্বাস করে। আর অনেক সময় তো দেখা যায় ওই ভালোবাসার মানুষ বড় ধোঁকা দিয়ে থাকে। ভালোবাসা অন্ধ বিশ্বাস আমি মনে করি ভালো না। কারণ ভালোবাসা ঠিক আছে। অতিরিক্ত কিছু করা একদম বোকামি। কিছু কিছু মানুষ আছে ভালোবাসা নিয়ে অনেক পাগলামি করে। আর এই মানুষগুলো একসময় নিজের বিপদ নিজেই ডেকে আনে।
আমাদের বাড়ির একটি মেয়ে আছে তার নাম হচ্ছে নিঝুম। নিঝুম বর্তমানে ডিগ্রিতে পড়ালেখা করে। পড়ালেখা তার খুব ভালো। পরিবার তাকে নিয়ে অনেক আশা করে। কারণ পরিবারের স্বপ্ন মেয়েকে পড়ালেখা করাবে। আর সেই স্বপ্ন পূরণ করার জন্য মা-বাবা সব সময় চেষ্টা করে। তবে মেয়েটির বাপের নাম হচ্ছে খোকন ভাই। খোকন ভাই অনেক বছর পর্যন্ত বিদেশ থাকে। এবং দুটো মেয়ে আছে তাদেরকে ভালো করে মানুষ করার জন্য তার এই চেষ্টা। তবে নিঝুম আমার জানামতে খুব ভদ্র একটি মেয়ে। কারণ সেই লেখাপড়ার উপর অনেক বেশি খেয়াল। সবাই আমরা তাকে খুব ভালোই জানি। কিছুদিন আগে নিঝুমের জন্য বিয়ের জন্য আসলো। কারণ নিঝুম দেখতে অনেক সুন্দর। ছেলেও তাদের পরিচিত এবং আত্মীয়র মধ্যে। ছেলেটি হচ্ছে নিঝুম এর আপন ফুফাতো ভাই।
এবং ছেলেটি বিদেশ থাকে দেখতে শুনতে খুব ভদ্র। এবং নিঝুমের এই ফুফাতো ভাই তার বাবার সাথে একই জায়গা বিদেশ থাকে। যখন নিঝুমের ফুফাতো ভাই বাড়িতে আসলো। তখন নিঝুমের জন্য বিয়ের জন্য বললেন। এতে করে দুই ফ্যামিলিও রাজি আছে। তবে অবাক করা বিষয় হচ্ছে যে ফুফাতো ভাইয়ের সাথে তার বিয়ের কথা চলছে। তার ছোট ভাই নিঝুমের সাথে একই কলেজে একসাথে পড়ালেখা করে। তখন নিঝুম বলছে বিয়ে দিলে তার ফুফাতো ভাই ছোটার কাছে দেওয়ার জন্য। তখন পরিবারের সবাই বলছে তার ফুফাতো ভাই ছোট এখনো পড়ালেখা করে। তার জন্য বিয়ের কথা বড়টির জন্য বলছে। এবং নিঝুম বলছে বড়টির কাছে সে বিয়ে বসবে না।
প্রথমে পরিবারে অনেক রাগারাগি করলো কি কারনে বসবে না বিয়ে। কারণ ছেলেটি খুব ভদ্র এবং বিদেশ থাকে টাকা-পয়সা আছে। পরে জানাজানি হল তার ছোট ফুফাতো ভাইয়ের সাথে নিঝুমের প্রেম আছে। কলেজে একসাথে পড়ালেখা করা অবস্থায় যাদের মধ্যে প্রেম হয়ে গেল। আর এই কথা কেউ জানে না। এখন বড় ভাইয়ের জন্য যখন বিয়ের জন্য বলল তখন এই কথাগুলো বাইর হয়ে আসছে। সত্যি বলতে ভালবাসার কিছু কিছু জায়গা অবাক করা মানুষকে। একই পরিবারে ছেলের জন্য বিয়ের কথা বলছে। অথচ তার ছোট ভাইয়ের সাথে নিঝুমের প্রেমের সম্পর্ক। এতে করে ভাই ভাই একটি দ্বন্দ্ব তৈরি হয়ে গেল। এবং নিঝুম এর বড় ফুফাতো ভাই নিঝুমকে দেখে সেও পছন্দ করেছেন বিয়ের জন্য। এবং এই কথা শোনার পর নিঝুমের ফুফু বলছে কোন ছেলেকে নিঝুমকে বিয়ে করাবে না।
কারণ একটাকে বিয়ে করিয়ে নিলে অন্যটির সাথে ঝামেলা হবে। এখন নিঝুমের কারণে ভাইয়ে ভাইয়ে ভালোই দ্বন্দই চালু হয়ে গেল। যদিও নিঝুমের বাবা অনেক চেষ্টা করেছে বোনের ছেলের কাছে তার মেয়ে বিয়ে দেওয়ার জন্য। কারণ নিঝুম এর ফুফা ফুফি এবং পরিবার সবাই খুব ভালো। তবে ২-৩ দিন আগে নিঝুমের বড় ফুফাতো ভাই অন্য জায়গায় বিয়ে করলেন। এবং নিঝুমদের পরিবারের কেউ বিয়ে অনুষ্ঠানে যাই নাই। যদিও এখনো নিঝুম আশা করে তার ভালবাসার মানুষকে সে জীবনসঙ্গী হিসেবে পাবে। তবে ভালোবাসা মানুষকে অন্ধ করে ফেলে। ভালোবাসার কারণে মানুষ নিজের জীবন দিতেও প্রস্তুত। যেমনটি আমি দেখেছিলাম নিঝুম এর মধ্যে। আশা করি আমার প্রেমের গল্পটি পড়ে আপনাদের অনেক ভালো লাগবে।
আমার পরিচয়
আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।
https://x.com/Jamal7183151345/status/1896066522885533740?t=Yn-BqCXrVrYlJ-_HD_F-7A&s=19