গ্রাম ছাড়া ঐ রাঙ্গামাটির পথ || | 10% Beneficiary To @shy-fox

in আমার বাংলা ব্লগ3 years ago

IMG_20220106_154900.jpg

এক বন্ধুর সাথে তার গ্রামের বাড়িতে আসা । আসলে গ্রামের মজাই আলাদা কি সুন্দর কি অপরুপ মনটা একদম ভরে যায় । গ্রামের চারিদিকে কি খোলামেলা কি সবুজ গাছপালা সবুজে সবুজে ভরা চার দিক । আছে খেলার মাঠ, মাঠে মাঠে ছেলেরা নানান রকম খেলা নিয়ে ব্যাস্ত । নাই কোন বেধাবেত নাই কোন রকম হিংসা।

IMG_20220106_155001.jpg

হিন্দু মুসলিম একে অপরের সাথে মিশে একাকার । এখানে নেই কোন আভিজাত্যের অহংকার , নেই কোন গরীব ধনির ভেদাভেদ । এখানে সবাই সবার বিপদে আপদে মন প্রান উজাড় করে নেমে পরে একে অপরের সাহায্য করে । আছে রাখাল ছেলের মিষ্টি বাঁশির সুর যখন রৌদ্রময় দুপুরে চারদিক ঝলমল রোদ আর একটি রাখাল ছেলে, একটি বিশাল বট গাছের তলায় বসে করুন সুরে বাঁশিতে সুর তোলে মনটা তখন দুনিয়ার ।

IMG_20220106_154912.jpg

সব কিছু ভুলে রাখাল ছেলেটার বাঁশির সুরের প্রেমে পরে যায় । একটু অনুভব করুন তো যে আপনি গ্রামের এক মাটির ঘরের মাঝে বসে আছেন ঠিক দুপুর বেলা চারদিক ঝলমল রোদ আর এমন সময় রাখালের বাঁশির সুর আর তার মাঝে ঝিঝি পোকার আলাদা একটা সুর ।

ঐ দূরে কোথাও কোকিলের কহু কহু ডাকে , কেমন লাগে এককথায় অসাধারণ সত্যিই গ্রাম কে ভুলা খুব কঠিন । আর নদী নদীর কথা বলে কি শেষ করা যায় নদীতে গোসল করা নদী এপার থেকে ওপারে গরু নিয়ে রাখাল চলেছে গরু গুলো ডুবু ডুবু অবস্থায় সাতরিয়ে নদী পার হচ্ছে কি অসাধারণ । আর আজ জীবনের তাগিদে চলে আসা গ্রাম ছেড়ে শহরে । পিছনে কত গল্পই না পরে রইল গ্রামের । তবুও ব্যাস্ত এক শহরে পথ চলা জীবনের মানে খোঁজা ।

IMG_20220106_154923.jpg

জায়গার লোকেশন : https://w3w.co/strongly.breeze.machinery

Sort:  
 3 years ago 

ভাই আপনি যে গ্রামের কথা বলেছেন তা এখন শুধু কল্পনাতেই বর্তমান। বাংলাদেশে এমন কোন গ্রাম নেই যেখানে নেই কোন হিংসা, নেই কোন ভেদাভেদ। এমন যদি কোন গ্রাম থাকে দয়া করে নামটা বলবেন আমি অবশ্যই সেখানে ঘুরতে যাব। প্রার্থনা করি সত্যিই জানো এমন কোন গ্রাম থেকে থাকে। শুভকামনা আপনার জন্য।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া। আর হ্যা , জায়গাটার নাম গোপালগঞ্জ। যেহেতু আমার বন্ধুর বাড়ি সেহেতু আমার ওখানকার মানুষদের ব্যবহার সম্পর্কে তেমন জানা নেই , কিন্তু হ্যা , আঙ্কেল আন্টি সত্যিই আমাকে যথেষ্ট আপ্পায়ন করেছে। :)

গ্রাম থাকার মজাটাই কতোটা আনন্দের তা আমি বুঝতে পারি।কারণ আমি একটি ছোট গ্রামে বাস করি।কিন্তু আপনি যে গ্রামের বর্ণনা দিয়েছেন তা কিছুটা ব্যতিক্রম হয়েছে।বর্তমানে গ্রামে ও আধুনিকতার ছোয়া পৌঁছে গেছে।

 3 years ago 

আপনি গ্রামের অনেক সুন্দর ফটোগ্রাফি করেছেন এবং আপনার বন্ধুর সাথে ঘুরতে গিয়ে দারুন দারুন গ্রামের ফটোগ্রাফি গুলো করেছেন। এবং গ্রামের আসল রূপ ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। তবে এখন মানুষের ভিতরে হিংসা ভেদাভেদ টা একটু বেশি। তবে আপনি অনেক সুন্দর করে প্রতিটি ফটোগ্রাফির ব্যাখ্যা করেছেন। আপনার জন্য শুভেচ্ছা রইল।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া।

Loading...

Coin Marketplace

STEEM 0.27
TRX 0.27
JST 0.041
BTC 97698.17
ETH 3622.34
SBD 2.28