লাইফস্টাইল = // গরু কেনার অনুভূতি //

in আমার বাংলা ব্লগ8 days ago (edited)

IMG_20240628_162930_552.jpg

সবাইকে আজকে আমার পোস্টে স্বাগতম!
আজকের তারিখঃ শুক্রবার, ‌জুন ‌২৮

আসসালামু আলাইকুম আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগণ আমি@jahidulislam01 বাংলাদেশ থেকে আজ শুক্রবার জুলাই, আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন এবং সুস্থ আছেন মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি এবং সুস্থ আছি। আজ আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে বামুন্দি হাটে গরু কেনার অনুভূতি। আশা করি আপনাদের ভালো লাগবে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। সবথেকে মজার বিষয় হচ্ছে গতবছর গরু কিনতে গিয়ে বৃষ্টি হয়েছিল। ঠিক এ বছরেও একই অবস্থা গরু কিনতে গিয়ে ভিজে গিয়েছিলাম। আমি এবং আমার আব্বা দুজন মিলে একটি গরু কিনেছিলাম গরুটির দাম ছিল ৬৫ হাজার এবং হার্ট খরচ এক হাজার মোটে ৬৬ হাজার ২০০ টাকা পড়েছে গরুর দাম।

IMG_20240628_162923_850.jpg

এই ছবিটি আমি গরুর হাট থেকে উঠেছিলাম। আসলে ধৈর্য সহকারে একটু ভালো ক্যাপচারের ছবি ওঠাবো তেমন কোন পজিশন ছিল না। কারণ বৃষ্টি হচ্ছিল সেই সময় গরু পছন্দ করছিলাম। আসলে বর্তমান বাজারে গরুর দাম অনেক তাই একটু দেখে দেখে বাজেটের মধ্যে গরু কিনেছিলাম। ৮০ হাজার থেকে এক লক্ষ টাকার মধ্যে ভালো ভালো গরু পাওয়া যাচ্ছিল। কিন্তু আমাদের বাজেট ছিল ৬৫ হাজার টাকা তাই খুব একটি ভালো গরু হয়নি মোটামুটি হয়েছে। গত বছরের তুলনায় এ বছরের গরু টা তুলনামূলক বড়। গতবছরের গরুটা ৪৭ হাজার টাকা দিয়ে কিনেছিলাম। এবার ঢাকায় গিয়ে ৯২ হাজার টাকায় বিক্রি করেছে। গরু নিয়ে গিয়েছিলাম ঢাকা উত্তরা দিয়াবাড়ি হাটে।

IMG_20240628_162918_880.jpg

একটি ক্যাপশনে একটি ছবি উঠেছিলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির মানুষেরা গরু পেলে অনেকটাই লাভবান হয়ে থাকেন তাই একটু লাভের আশায় গরু পেলে থাকে আমরা বাসায়। গতবারের গরুটা তুলনামূলক অনেক ক্ষান্ত এবং ভদ্র ছিল। এবার গরুটা বেশ ভয়ানক শুধু মারতে যাচ্ছে। তাই আমার একটু ভয় ভয় করছে গরুটার কাছে যেতে আশা করি কয়েক দিনের মাথায় ঠিক হয়ে যাবে।

IMG_20240628_162930_552.jpg

আসলে আমরা আতরের দোকানে গেলে আতরের ঘ্রাণ গায়ে কিছু চলে আসে। ঠিক তেমনি গরুর হাটে গেলেও গরুর গোবর গায়ে লাগা স্বাভাবিক তারপরও একটু ঘিন ঘিন করছিল। বাসায় এসেই গোসল করে নিয়েছি।এই ছিল আজ আমার বামুন্দি হাটের গরু কেনার কিছু মুহূর্ত আশা করি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা ব্যক্ত করে আজকে এ পর্যন্তই।

পোস্ট বিবরণী



শ্রেণীলাইফস্টাইল
ক্যামেরাস্মার্ট ফোন
পোস্ট তৈরি#jahidulislam01
কান্ট্রিবাংলাদেশ
ক্যামেরা8m
লোকেশনhttps://maps.app.goo.gl/pgPrAswr14oyXhmW6
ডেট২৮-৬-২০২৪
✨আমার নিজের পরিচয়✨

45406254-503f-44d8-8a5d-79dda79fe316.jpg

আমি মোঃ জাহিদুল ইসলাম আমি মেহেরপুর জেলার গাংনী থানা জুগীরগোফা গ্রামে আমি বসবাস করি। আমি একজন বাংলাদেশের সুনাগরিক, বর্তমানে আমার বিএ ফার্স্ট ইয়ারে পড়াশোনা চলছে। আমার মাতৃভাষা বাংলা, আমি বাংলা ভাষায় কথা বলতে অনেক ভালোবাসি। আমার শখ ভ্রমণ করা এবং আর্ট করা, বন্ধুদের সাথে আড্ডা দেওয়া। সংক্ষিপ্ত আকারে আমি আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আপনাদের জন্য রইল প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন।


(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )

abb2.png

abb.png

bwith.png

VOTE @bangla.witness as witness

bwithness.png

SET @rme as your proxy

rproxy.png

Sort:  
 8 days ago 

বাজার থেকে গরু কেনার অনুভূতি দেখে খুবই ভালো লেগেছে আমার। আসলে জীবন চলতে সকল প্রকার অভিজ্ঞতা থাকা প্রয়োজন থাকে। ঠিক তেমনি সুন্দর একটি অভিজ্ঞতা শেয়ার করেছেন আমাদের মাঝে। অনেক অনেক ভালো লাগলো আপনার এই পোস্ট পড়ে।

একদম ঠিক কথা বলেছেন জীবনের চলার পথে সব রকম অভিজ্ঞতা থাকাই ভালো।

 8 days ago 

গরু কেনার অনুভূতি খুব সুন্দর ভাবে ব্যক্ত করেছেন ভাই। বেশ ভালো লাগলো আপনার সুন্দর ব্লগ দেখে। বিস্তারিত বিষয়গুলো উপস্থাপন করেছেন দেখে খুশি হলাম। আপনার উপস্থাপনা বেশি দারুন ছিল। আর এরই মধ্য দিয়ে গরুর বাজার সম্পর্কে ধারণা পেয়ে গেলাম।

জি ভাই বর্তমানে গরুর বাজার মোটামুটি ভালো। আর সুন্দর জিনিসের দাম সবসময়ই বেশি হয় ‌

 7 days ago 

আপনি বাজার থেকে গরু কেনার অনুভূতি আমাদের মাঝে খুব সুন্দর ভাবে উপস্থাপন করছেন। তবে আপনি ৪৭ হাজার টাকা দিয়ে গরু কিনে ৯২ হাজার টাকা বিক্রি করছেন এটা জেনে খুবই ভালো লাগলো।যাইহোক আশা করছি এবারও এই গরু কিনে আপনি লাভবান হবেন।আসলে গরুর বাজারে গেলে গায়ে একটু গোবর লাগতে পারে এটা স্বাভাবিক। ধন্যবাদ আপনাকে ভাইয়া এতো সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আপনিও খুব মূল্যবান বক্তব্য শেয়ার করেছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.029
BTC 56087.39
ETH 2965.10
USDT 1.00
SBD 2.15