রেসিপি পোস্ট = //বকুল পিঠা তৈরি রেসিপি//

IMG_20240623_161315_968.jpg

সবাইকে আজকে আমার পোস্টে স্বাগতম!
আজকের তারিখঃ মঙ্গলবার, ‌ জুন ‌২৯

আসসালামু আলাইকুম আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগণ আমি@jahidulislam01 বাংলাদেশ আজ শনিবার আশা করি আপনারা মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে অনেক ভাল আছেন। আজ আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি আশা করি আপনাদের ভাল লাগবে। সুস্বাদু বকুল পিঠা তৈরির রেসিপি এই পিঠা সচরাচর খাওয়া হয় কিন্তু দুঃখের বিষয় মা অসুস্থ থাকায় তেমন একটা ভালো পিঠা খাওয়া হয় না। বড় ভাইয়া সৈনিকে চাকরি করে ছুটিতে বাড়ি আসলে দশ দিন থাকলে আট দিন পিঠা তৈরি হয় বাড়িতে মা বিভিন্ন রকম পিঠা তৈরি করে ভাইয়ের জন্য। কিন্তু এখন মা অসুস্থ তাই তেমন একটা পিঠা তৈরি করতে পারেন না ভাইয়া ছুটিতে আসলেও। চলুন আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক পিঠা তৈরির আলোচনা।

বকুল পিঠা তৈরির উপাদান

ক্রমিক নম্বরউপাদান
নারকেল ঝুরি
চিনি
ময়দা
লবণ এবং পানি
দুধ

🍲০১ 🍲

IMG_20240623_150715_957.jpg

প্রথমে আমি চালের ময়দা এবং গমের ময়দা পরিমান মত নেয়া হয়েছে। নেওয়ার পরে পরিমাণ মতো পানি লবণ দিয়ে একত্রে মিক্সড করে নেয়া হয়েছে সেই মুহূর্তে একটি ছবি উঠিয়ে আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি। আশা করি পিঠা তৈরির প্রতিটি ধাপ আপনাদের সহজ মনে হবে এবং আপনারা খুব সহজে তৈরি করে খেতে পারবেন। নতুন একটি পিঠা তৈরীর প্রক্রিয়া আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব।

🍲০২ 🍲

IMG_20240623_151033_315.jpg

এবার আমি নারকেলের ঝুরি চিনিসহ কড়ায় জাল করে নিয়েছি। নেওয়ার পরে ছোট ছোট নারকেলের লাড্ডু বানিয়ে নিয়েছি। এভাবে বকুল পিঠার প্রক্রিয়া তৈরি করা হচ্ছে আসলে পোস্টটি করতে গিয়ে আবারো মনে হচ্ছে যেন পিঠা গুলো খেতে পারলে ভালো হতো কারণ কয়েকদিন আগে আমি পিঠা তৈরি করে খেয়েছি।

🍲০৩ 🍲

IMG_20240623_151136_541.jpg

এবার আমি নারকেলের লাড্ডু মিক্সড করা ময়দা এর মধ্যে ডুবিয়ে নিয়েছি। লাড্ডুর সঙ্গে ময়দা মেখে যাবে এরপরে আমি লাড্ডু গুলো গরম তৈলের উপর একটু একটু করে পর্যায়ক্রমে ভেজে নেব আশা করি পরের ধাপে আপনারা বুঝতে পারবেন চলুন তাহলে পরের ধাপ দেখে নিই।

🍲০৪ 🍲

IMG_20240623_151302_797.jpg

কড়াই এর উপরে গরম তৈল, তৈলের ওপরে আমি একটি একটি করে নারকেলের লাড্ডু ময়দার মধ্যে মিক্স করে কড়াইয়ের উপরে ভাজার উদ্দেশ্যে উঠিয়ে দিয়েছি। এই প্রক্রিয়ায় বকুল পিঠা তৈরি করে খেতে যেন মনটা জুড়িয়ে যায় বিশেষ করে বৃষ্টির দিনে পিঠা গুলো খেতে আমার বেশ ভালো লাগে। কারণ পিঠা খেতে কারি না ভালো লাগে কম বেশি সবাই পিঠা ভালোবাসে থাকে।

🍲০৫ 🍲

IMG_20240623_160138_126.jpg

পিঠা গুলো পর্যায়ক্রমে ভাজার পরে একটি নির্দিষ্ট গামলায় রাখা হয়েছে দেখতে বেশ ভালো লাগছে। বকুল পিঠা তৈরীর করে এর আগে খাওয়া হয়নি কিন্তু আমার ওয়াইফ সে নেটে দেখেছিল এই পিঠা তৈরি। তাই আমরা উদ্যোগ নিয়েছিলাম এই বকুল পিঠা তৈরি করে খাব। আসলে নতুন কিছু তৈরি করে খেতে বেশ ভালই লাগে। সেই সাথে আমি মা এবং আমার ওয়াইফ তিনজন মিলে এ পিঠা তৈরি করেছিলাম বেশ ভালো লেগেছে খেতে। আশা করি আপনারাও এই প্রক্রিয়ায় বকুল পিঠা তৈরি করে খেতে পারবেন।

🍲০৬ 🍲

IMG_20240623_154710_075.jpg

এবার আমি দুধ দারচিনি এলাচ সহ আরো অনেক কিছু দুধের মধ্যে দিয়ে জাল করে নেওয়া হয়েছে। কারণ এই বকুল পিঠা দুধ দিয়ে ভিজিয়ে খেতে আরো বেশি সুস্বাদু এবং আকর্ষণীয় হয়ে থাকে। এই পিঠা খেতে আমার বেশ ভালো লেগেছিল মন বলছিল যেন আরো খেয়ে থাকি বিশেষ করে ফ্রিজে রেখে একটু ঠান্ডা ঠান্ডা খেতে বেশ মজা লেগেছিল। গরমের সময় একটু ঠান্ডা জিনিস খেতে ভালোই লাগে তাই এই পিঠা গুলো দুধের মধ্যে ভিজিয়ে একটু ঠান্ডা করে খেয়েছিলাম অনেক ভালো লেগেছিল। আমার পিঠা তৈরি রেসিপি টা আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে।

🍲০৭ 🍲

IMG_20240623_161315_968.jpg

এবার আমি দুধ এর মধ্যে বকুল পিঠা গুলো ছেড়ে দিয়েছি।এই ছিল আজ আমার বকুল পিঠা তৈরি রেসিপি আশা করি আপনাদের ভালো লেগেছে ধন্যবাদ আজ এই পর্যন্তই।

✨💞আমার নিজের পরিচয়💞✨

45406254-503f-44d8-8a5d-79dda79fe316.jpg

আমি মোঃ জাহিদুল ইসলাম আমি মেহেরপুর জেলার গাংনী থানা জুগীরগোফা গ্রামে আমি বসবাস করি। আমি একজন বাংলাদেশের সুনাগরিক, বর্তমানে আমার বিএ ফার্স্ট ইয়ারে পড়াশোনা চলছে। আমার মাতৃভাষা বাংলা, আমি বাংলা ভাষায় কথা বলতে অনেক ভালোবাসি। আমার শখ ভ্রমণ করা এবং আর্ট করা, বন্ধুদের সাথে আড্ডা দেওয়া। সংক্ষিপ্ত আকারে আমি আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আপনাদের জন্য রইল প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন।


(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )

abb2.png

abb.png

bwith.png

VOTE @bangla.witness as witness

bwithness.png

SET @rme as your proxy

rproxy.png

Sort:  
 7 days ago 

মা সব সময় সন্তানের জন্য নিজের সবটুকু দিয়ে কিছু করতেই পছন্দ করেন। আপনার মা অসুস্থ শুনে বেশ খারাপ লাগলো। দোয়া করি আন্টির জন্য আল্লাহ যেন তাকে খুব তাড়াতাড়ি সুস্থ করে দেন। তবে আপনার শেয়ার করা বকুল পিঠা রেসিপিটি আমার কাছে বেশ ভালো লেগেছে। ধন্যবাদ এমন সুন্দর রেসিপি শেয়ার করার জন্য।

আসলে আমরা এখানে কিছু না কিছু তৈরি করে শেয়ার করি সবার ভালো লাগার জন্য। এই যে প্রশংসনীয় কমেন্ট করেছেন মনটা যেন জুড়িয়ে গেল খুব ভালো লাগলো ধন্যবাদ।

 7 days ago 

যে কোনো ধরনের পিঠা আমার খুব পছন্দের। বকুল পিঠা তৈরি রেসিপি দেখে খেতে খুব ইচ্ছে করতেছে। বকুল পিঠা তৈরি প্রক্রিয়া খুব সুন্দর করে আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। এই ধরনের পিঠা খেতে বেশ দারুণ। এত চমৎকার রেসিপি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

ঠিক কথা বলেছেন ভাই এ ধরনের পিঠা গুলো খেতে যেন একটু বেশি মজা লাগে শুভকামনা রইল খেতে ইচ্ছে করলে চলে আসবেন আমার বাসায় দাওয়াত রইলো ভাই।

 6 days ago 

সন্তানেরা বাইরে থাকলেও বাড়িতে আসলে ব্যস্ত হয়ে পড়ে কি খাওয়াবে আর কি না খাওয়াবে আপনার বড় ভাই বাড়িতে আসলে নানান রকমের পিঠা করে খাওয়ায় জেনে ভালো লাগলো।আপনার মায়ের সুস্থতা কামনা করছি।আপনি আজকে চমৎকার সুন্দরভাবে বকুল পিঠার রেসিপি আমাদের সঙ্গে করে নিয়েছেন। ভীষণ লোভনীয় পিঠাটি। পিঠা অনেক সুস্বাদু তা আপনার পিঠা তৈরি পদ্ধতি দেখেই বোঝা যাচ্ছে। ধাপে ধাপে পিঠা তৈরি পদ্ধতি চমৎকার সুন্দরভাবে আমাদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে চমৎকার সুন্দর পিঠা রেসিপিটি আমাদের সঙ্গে ভাগ করে নেয়ার জন্য।

আপু দেখেই বুঝতে পারলাম আপনি আমার পোস্টটি সম্পন্ন পড়েছেন খুব ভালো লাগলো আপনার এত সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য।

 6 days ago 

বকুল পিঠা তৈরির প্রসেসিং টা অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন। আমার কাছে খুবই ভালো লেগেছে।সুন্দর ভাবে গুছিয়ে প্রতিটি ধাপ শেয়ার করেছেন ধন্যবাদ আপনাকে।

খুব সংক্ষেপে অনেক সুন্দর সুন্দর কিছু কথা বলেছেন ভালো লাগলো বেশ ধন্যবাদ।

 6 days ago 

বকুল পিঠা কখনো খাওয়া হয়নি তবে নাম শুনেছিলাম। আপনি খুব সুন্দর ভাবে বকুল পিঠার রেসিপি তৈরি করলেন। বেশ ভালো লাগলো রেসিপি টা দেখে। পিঠাগুলো দেখতে খুবই লোভনীয় লাগছে। খেতে নিশ্চয়ই অনেক সুস্বাদু হয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে এতো মজার একটা রেসিপি শেয়ার করার জন্য।

একদম ঠিক কথা বলেছেন পিঠা তৈরি রেসিপি লোভনীয় ছিল খেতেও অনেক সুস্বাদু এবং মজাদার ছিল।

 6 days ago 

অনেক সুন্দর একটি পিঠা রেসিপি তৈরি করে আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার এই রেসিপি তৈরি করতে দেখে অনেক অনেক ভালো লেগেছে আমার। জাতীয় মিষ্টি রেসিপি গুলো আমি খুবই পছন্দ করে থাকি। এত সুন্দর একটি রেসিপি তৈরি করে দেখানোর জন্য ধন্যবাদ।

সমস্যা নেই ভাবি খেতে চাইলে টুক করে আমার বাসায় চলে আসবেন এক মিনিটের পথ খুব আদর যত্নে খাওয়াবো পিঠা ভালো লাকবে।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.030
BTC 56589.13
ETH 3005.25
USDT 1.00
SBD 2.16