আমার মুঠোফোনে ধারণকৃত কিছু ফুলের ফটোগ্রাফি পর্ব-০৬||10% for shy-fox||

আসসালামু আলাইকুম


কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলে মহান আল্লাহর রহমতে ভালো ও সুস্থ আছেন।আমিও মহান আল্লাহর রহমতে সুস্থ ও ভালো আছি।আজকে আবারো হাজির হলাম ফুলের ফটোগ্রাফি নিয়ে আপনাদের মাঝে।সুন্দর সুন্দর ফুলে দেখলে আমি ফটোগ্রাফি না করে থাকতে পারিনা।ফুলের প্রতি ভালোবাসাটা একটু বেশিই আমার।ফুল হচ্ছে ভালোবাসার প্রতীক।মাঝে মাঝে আমরা নিজের পছন্দের মানুষকে ফুলের সাথে তুলনা করে থাকি।তো কথা না বাড়িয়ে চলুন আপনাদের সাথে আজকে আমার ফুলের ফটোগ্রাফি শেয়ার করে নেই।
ফটোগ্রাফি📸 -০১

20220309_113614.jpg

20220309_113409.jpg

20220309_113511.jpg

20220309_113627.jpg

20220309_113538.jpg

চিত্রঃ হলিহক/আলসিয়া গোলাপ ফুল

Divice:samsung M31s

what's 3 word Location
বিবরণ


ফুলটির নাম হচ্ছে হলিহক/আলসিয়া গোলাপ। এই ফুল গাছের পাতা বড় ও লোমশ হয়।এই গাছে সাদা,গোলাপি ও মেজেন্টা কালারের ফুল হয়।বসন্তের শুরুতে এই গাছে ফুল ফোটে। এর উৎপত্তি স্থল দক্ষিণ চীনে।হলিহক ফুলের পাতা ব্যথা উপশমকারী হিসেবেও ব্যবহার করা হয়।
ফটোগ্রাফি📸 -০২

20220309_112833.jpg

20220309_112756.jpg

20220309_112807.jpg

চিত্রঃ ক্যালিয়ান্দ্রা টেরজেমিনা ফুল

Divice:samsung M31s

what's 3 word Location
বিবরণ


এই ফুল গাছের শাখা-প্রশাখা অনেক বড় হয়।ফুল বিভিন্ন রঙের হয়ে থাকে। তবে লাল রঙের ফুল বেশি পাওয়া যায়।এই ফুলের ২৫০টি জাত রয়েছে।এই ফুলের জন্মস্থান উত্তর মেক্সিকো।এই ফুল বসন্তের শুরুতে ফোটে।
ফটোগ্রাফি📸 -০৩

20220309_085819.jpg

20220309_085826.jpg

20220309_085844.jpg

চিত্রঃ মর্ণিং গ্লোরি ফুল

Divice:samsung M31s

what's 3 word Location
বিবরণ


মর্ণিং গ্লোরি ফুলের জন্মস্থান হচ্ছে জাপান। এই জাপানে ৯ শতাব্দী থেকে চাষ করা হয়ে আসছে।তবে চীনারা এই ফুলে কে প্রথম ঔষোধি হিসাবে ব্যবহার করে থাকে।এই ফুল বিভিন্ন রঙের হয়ে থাকে।এই ফুল সকাল বেলা ফোটে।
ফটোগ্রাফি📸 -০৪

20220309_085454.jpg

20220309_085559.jpg

20220309_085628.jpg

চিত্রঃ ব্লু ডেজ ফুল

Divice:samsung M31s

what's 3 word Location
বিবরণ


ব্লু ডেজ ফুলের আদিনিবাস হলো ব্রাজিল ও প্যারগুয়ে।এই গাছের ফুল সকাল থেকে দুপুর পর্যন্ত ফোটে থাকে।এই ফুল শুধু নীল রঙের হয়ে থাকে।ব্লু ডেজ মর্ণিং গ্লোরি পরিবারের ফুল।
ফটোগ্রাফি📸 -০৫

20220309_085432.jpg

20220309_085420.jpg

20220309_085003.jpg

20220309_084953.jpg

চিত্রঃ রুয়েলিয়া সিমপ্লেক্স ফুল

Divice:samsung M31s

what's 3 word Location
বিবরণ


এই ফুলের আদিনিবাদ মেক্সিকো, ক্যারিবিয়ান। এই ফুল মেক্সকিকান ব্লুবেল নামেও পরিচিত। এই ফুল দাতব নীল ও বেগুনি কালার হয়ে থাকে।ফুলে ৫টি পাপড়ি থাকে।
ফটোগ্রাফি📸 -০৬

20220309_085314.jpg

20220309_085259.jpg

20220309_085122.jpg

চিত্রঃ হলদে করবী ফুল

Divice:samsung M31s

what's 3 word Location

বিবরণ


এই ফুলকে হলদে করবী বা পীতকরবী নামেও ডাকা হয়।ওয়েস্ট ইন্ডিজে এই ফুলের নাম লাকি নাট।বৈজ্ঞনিক নাম থিভেটিয়া।১৬শ শতাব্দীতে এই ফুলের আবিষ্কার হয় দক্ষিণ আমেরিকায়।ফুল দেখতে হুঁকার কল্কের মতো।

ফটোগ্রাফি📸 -০৭

20220309_085717.jpg

20220309_085722.jpg

চিত্রঃ পেঁয়াজ ফুল

Divice:samsung M31s

what's 3 word Location

বিবরণ


আমরা সকলেই পেঁয়াজ ফুল চিনি।আমরা জানি পেঁয়াজ খাবার তৈরি করতে ব্যবহার করা হয়।পেঁয়াজ ফুলটি দেখতে অনেক সুন্দর লাগছিলো তাই ছবিটি তুলে ফেলি।

ফটোগ্রাফি📸 -০৮

20220309_084929.jpg

20220309_084912.jpg

চিত্রঃ নীলবনলতা ফুল

Divice:samsung M31s

what's 3 word Location

বিবরণ


এই ফুলের আদিনিবাস চীন,ভারত, মায়ানমার।এই গাছের লতাপাতা শক্ত হয়।গাছের ঝুলন্ত ডাঁটায় ফুল ফোটে। পাপড়ির রং হালকা নীল হয়।মার্চ-ডিসেম্বর এর মধ্যে এই ফুলে ফোটে।


প্রয়োজনীয় বিবরণ
ক্যামেরাsamsung M31S
ফটোগ্রাফি ধরণমোবাইল ফটোগ্রাফি
লোকেশনধনবাড়ি,টাংগাইল

আশা করি আমার ফুলের ফটোগ্রাফি সকলের ভালো লেগেছে।সবাই সুস্থ ও ভালো থাকবেন।

সবাইকে অনেক ধন্যবাদ





















Sort:  
 2 years ago 

আপনি একজন ভাল ব্লগার ছিলেন এবং নিয়মিত আমার বাংলা ব্লগ কমিউনিটি তে পোস্ট করতেন কিন্তু হঠাৎ করেই আপনার পোস্ট করা বন্ধ হয়ে গিয়েছে। আপনি কী কোন সমস্যায় আছেন?? যদি কোন সমস্যা থাকে অবশ্যই টিকিট কেটে আমাকে মেনশন দিয়ে জানাবেন। ধন্যবাদ

মুঠোফোনে তোলা আপনার ছবিগুলো অনেক সুন্দর হয়েছে ভাইয়া। প্রত্যেকটা ছবি অসাধারণ হয়েছে। আপনি সব গুছিয়ে বর্ণনা করেছেন ফুলগুলো সম্পর্কে এটি আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া ছবি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য

 2 years ago 

ফুল আমরা সবাই ভালবাসি তাই তো আমরা ফুলকে সৌন্দর্যের প্রতীক হিসেবে সবাই মানি ।যাইহোক আপনি অনেক সুন্দর ফুলের ফটোগ্রাফি করেছেন বিশেষ করে 4 নম্বর ফুলের ফটো টা আমার কাছে ব্যক্তিগতভাবে অনেক ভালো লেগেছে। সব মিলিয়ে অনেক সুন্দর ভাবে পোস্টটি আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনি অসম্ভব রকম সুন্দর কিছু ফুলের ছবি তুলেছেন যেটি আমার কাছে খুব ভালো লেগেছে বরাবরই আমার কাছে ফুলের ছবিগুলো খুবই সুন্দর লাগে। আমার সবথেকে বেশি ভালো লেগেছিলো তিন নাম্বার এবং চার নাম্বার ছবিটি এই দুটি ছবি আমার একটু বেশি ভালো মনে হয়েছে।

 2 years ago 

অসাধারণ কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করলেন ভাইয়া। প্রত্যেকটা ফটোগ্রাফি দেখতে অসাধারণ সুন্দর হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আমাদের মাঝে এত সুন্দর সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি তুলে ধরার জন্য।

 2 years ago 

ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর লাগছে। প্রতিটি ফটোগ্রাফি এক কথায় অসাধারণ। এরকম ফটোগ্রাফি দেখলে অনেক ভালো লাগে। অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।

ধন্যবাদ ভাইয়া।আশা করি এভাবেই সুন্দর সুন্দর ফটোগ্রাফি আপনাদের উপহার দিতে পারবো।

 2 years ago 

আপনার মুঠোফোনে কিছু চমকপ্রদ ফুলের ফটোগ্রাফি করেছেন দেখতে অনেক সুন্দর লাগছে এবং গুছিয়ে আপনি উপস্থাপন করেছেন ধন্যবাদ এবং শুভ কামনা রইলো।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.029
BTC 65915.92
ETH 3486.15
USDT 1.00
SBD 2.67