হারানো স্বপ্নের খোঁজে

আসসালুয়ালাইকুম!!! সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন।

গল্পের নামঃ হারানো স্বপ্নের খোঁজে

moon-4450739_1280.jpg

লিঙ্ক

মফস্বল শহরের ছোট্ট এক পাড়ায় বাস করত রাজু। তার স্বপ্ন ছিল বড় শিল্পী হওয়ার, কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। বাবা-মা’র আর্থিক অবস্থা ভালো ছিল না। পড়াশোনা শেষ করে রাজু একটি চাকরি পেয়ে গেল, কিন্তু মন পড়ে থাকত তার শৈল্পিক সত্তায়।একদিন, রাজুর হাতে একটি পুরোনো তুলি এসে পড়ে। বাবা সেটা দিয়ে কোনোদিন আঁকা শিখতে চেয়েছিলেন, কিন্তু ব্যস্ত জীবনে সেই স্বপ্ন অধরা রয়ে যায়।

রাজুর মধ্যে পুরোনো স্বপ্ন আবারও জেগে উঠল। সে রোজ রাতে অফিসের কাজ শেষে তুলি হাতে নিয়ে বসত। কাগজে তুলি বুলিয়ে সে নিজের কল্পনার জগত তৈরি করত।কিন্তু বাস্তবতা খুব নিষ্ঠুর। অফিসের চাপ বাড়তে থাকায় রাজু ধীরে ধীরে তার স্বপ্ন থেকে দূরে সরে যেতে লাগল। তুলি আর হাতে নেওয়া হতো না। কিন্তু তার মনের কোণে এক সুপ্ত আকাঙ্ক্ষা জীবন্ত ছিল।একদিন, শহরে একটি চিত্র প্রদর্শনীর খবর পেল রাজু। দীর্ঘদিন পর সে আবার তুলি হাতে নিল। তার আঁকা ছবিগুলো সে সেই প্রদর্শনীতে পাঠাল।

কিছুদিন পর সে খবর পেল, তার একটি ছবি প্রথম পুরস্কার পেয়েছে। রাজুর বিশ্বাস ফিরল—স্বপ্ন কখনও হারায় না, শুধু সময়ের অপেক্ষা করে।প্রদর্শনীতে তার ছবি দেখে অনেকেই অবাক হয়েছিল। রাজুর মনে হলো, তার স্বপ্ন নতুন করে বেঁচে উঠেছে। এখন শুধু সামনে এগিয়ে যাওয়ার পালা।

আজ তাহলে এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী পোস্টে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ!!!

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Coin Marketplace

STEEM 0.26
TRX 0.25
JST 0.040
BTC 92903.81
ETH 3331.70
USDT 1.00
SBD 3.29