এরকম ডিম দিয়ে পটল ভাজি করে কখনো খাওয়া হয়নি। আমাদের বাসায় চিচিঙ্গা দিয়ে এরকম ডিম দিয়ে ভাজি করা হয়। তবে পটল কখনো রান্না করা হয়নি এভাবে। এ ধরনের ভাজি গুলো গরম ভাত অথবা রুটি দিয়ে খেতে দারুন লাগবে। বেশ লোভনীয় লাগলো আপনার রেসিপি দেখে। ধন্যবাদ আপু সুস্বাদু একটা রেসিপি শেয়ার করার জন্য।