ঠিক বলেছেন দাদা, যে কোন রেসিপি তে কাঁঠালের বিচিটা বেশ সুস্বাদু লাগে খেতে। এটার ভর্তাও অনেক মজা হয়। সম্ভব হলে একবার এই ভর্তাটা ট্রাই করে দেখবেন। সামনেই তো কাঁঠালের সিজন আসছে। এটা ট্রাই করলে খুবই ভালো লাগবে আপনার কাছে। যাইহোক আজকে রেসিপিটাও দারুন ছিল। যেকোনো বড় মাছ দিয়ে এভাবে রান্না করে খেতে ভালোই লাগে। সুস্বাদু একটা রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।