বোয়াল মাছ অনেকদিন হলো খাওয়া হয়নি। নন সিজনে সবজি গুলো ভালোই লাগে খেতে। শীতকালের এই সবজিগুলো বড় মাছ দিয়ে রান্না করলে বেশ সুস্বাদু হয়। ভালো লাগলো আপনার আজকের রেসিপি টা দেখে। আপনি তো দেখছি ফুলকপি গুলোও আগে সিদ্ধ করে ভেজে নিয়েছেন। এভাবে কখনো রান্না করা হয়নি। ধন্যবাদ দাদা মজার এই রেসিপি টা শেয়ার করার জন্য।