আপনার আমের আচারের রেসিপি টা দেখে তো বেশ লোভনীয় লাগছে। এই সিজনে মোটামুটি সবাই কম বেশি আচার তৈরি করে। আপনি খুব সুন্দর ভাবে আচারের রেসিপিটা উপস্থাপন করেছেন। আমার কাছে ভীষণ ভালো লেগেছে আপনার রেসিপিটা। কাঁচের পাত্রটা দেখে ইচ্ছে করছে সম্পূর্ণটা নিয়ে আসি। আচার রোদে যত বেশি দেওয়া হবে তত বেশি ভালো থাকবে।
ধন্যবাদ আপু আপনাকে এত সুন্দর মন্তব্য ও উৎসাহিত করার জন্য।