এমন মানুষ আশেপাশে ভরপুর আপু। আরেকজনের সুখ দেখলে কিংবা উন্নতি হলে তাদের একটুও সহ্য হয় না। মনে হয় প্রত্যেক বেলার খাবার গুলোও হজম হয় না তাদের। হিংসা জিনিসটা যেমন ভয়ংকর তেমনই এসব মানুষও ভয়ংকর। আমাদের উচিত তাদের থেকে দূরে থাকা। তারা আসলেই তাদের ব্যক্তিত্ব নিয়ে ভাবে না।