প্রকৃতির এত সুন্দর একটি পরিবেশের মধ্যে ইফতার করতে পারার আনন্দটাই অন্যরকম। আপনারা বন্ধুরা মিলে খুব সুন্দর একটি জায়গা বেছে নিয়েছেন ইফতার এবং রাতের খাবার খাওয়ার জন্য। সবাই মিলে সেখানে ইফতার করেছেন এবং সালাত আদায় করলেন। পরে আবার রাতে সবাই মিলে তেহেরী খেলেন। পরিবেশ যাতে নষ্ট না হয় সেজন্য কাগজ সবগুলো পুড়িয়ে দিয়েছেন এই জিনিসটা অনেক বেশি ভালো লাগলো দেখে। সব আনন্দ শেষ করার পর এই কাজগুলো করতে আমরা অনেকেই ভুলে যাই। তবে আপনারা এগুলো করে এসেছেন দেখে বেশ ভালো লাগছে।
সব সময় সবাই ভুলে গেল তো আর চলবে না কারো না কারোর তো কাজ করতে হবে। মতামত প্রকাশের জন্য অসংখ্য ধন্যবাদ