আসলে অলসতা কম বেশি সবার মধ্যেই থাকে। আর এখন তো শীতকাল। শীতকালে অলসতা একটু বেশিই লাগে। তবে এই বিষয়টি পড়ে আমার একটু হাসি পেয়েছে যে দুই মাস হয়ে গেল আপনি মোবাইল নিয়ে এখনো ছাদে গিয়ে ছবি তুলতে পারেননি। আসলে একটু চেষ্টা থাকলে নিজের ইচ্ছা থাকলে অলসতা আমরা কাটিয়ে উঠতে পারি। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
জি আপু ইচ্ছা থাকলেই হতো ঠিকই বললেন আর হাসির কথাই আসলে😁😁।ধন্যবাদ আপনাকে।