ঠিকই বলেছেন আজ অনেক দিন পর রোদের দেখা মিলল। রাজশাহী কখনো যাওয়া হয়নি। তবে আপনার ফটোগ্রাফি গুলো দেখে বোঝা যাচ্ছে রাজশাহীর জায়গাটি দেখতে খুবই সুন্দর। লবণ ছাড়া রাজশাহীর বিখ্যাত কলাই রুটি খেতো নিশ্চয়ই সুস্বাদু। যাইহোক চমৎকার ফটোগ্রাফি করেছেন এবং সাথে সুন্দর বর্ণনা করেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি জায়গায় বেড়ানো আমাদের সাথে শেয়ার করার জন্য।
আপু আমি আপনার মত ভেবেছিলাম রাজশাহীর কলাই রুটি মনে হয় অনেক মজা যেহেতু বিখ্যাত
আমি একবার মুখে নিয়ে ভাবছিলাম ফেলবো নাকি গিলবো😉😉।আসলে আমি অভ্যস্ত না তাই হয়ত ভালো লাগেনি।