কয়েকটি ফুলের ফটোগ্রাফি
আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।
আজকে ফটোগ্রাফি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আমি প্রতি সপ্তাহে চেষ্টা করি একটি করে ফটোগ্রাফি পোস্ট আপনাদের সাথে শেয়ার করার। তবে আমি চেষ্টা করি ফটোগ্রাফির ক্ষেত্রে কিছুটা ভিন্নতা আনার। মাঝেমধ্যে শুধুমাত্র আকাশের কিংবা ফুলের ফটোগ্রাফি শেয়ার করি। আবার মাঝে মাঝে বিভিন্ন ধরনের ফটোগ্রাফি একসাথে শেয়ার করি। আজকে আপনাদের মাঝে কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করব। যদিও আমি ফটোগ্রাফি তে তেমন দক্ষ নই। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন ফটোগ্রাফি গুলো দেখে আসি।
এখানে আপনাদের সাথে যে ফুলের ফটোগ্রাফি শেয়ার করলাম এটা হচ্ছে এস্টার ফুলের ফটোগ্রাফি। এগুলো হচ্ছে বেগুনি রঙের। আরো অনেক রঙের দেখা যায় এই ফুলগুলো। তবে আমার কাছে বেগুনি রংয়ের ফুলটাই ভালো লাগে। মাঝখানে হলুদ রংটাও বেশ আকর্ষণীয় দেখায়। ছোট এই গাছটা তে অনেকগুলো ফুল ফুটে ছিল। এই ফুলের ফটোগ্রাফিটা করেছিলাম আমাদের ডিপার্টমেন্টের করিডোর থেকে। কিছুদিন আগে বসন্ত উৎসবে আমাদের ডিপার্টমেন্টের প্রত্যেকটা ব্যাচ একটা করে ফুলের গাছ দিয়েছিল। আমাদের ব্যাচ থেকে এই গাছটা দেওয়া হয়েছে।
এখানে আপনাদের সাথে যেই ফুলের ফটোগ্রাফি টা শেয়ার করেছি এটা হচ্ছে পেঁয়াজ ফুলের ফটোগ্রাফি। পেঁয়াজ ফুলগুলো দেখতে বেশ চমৎকার লাগে। সবুজ ডাটা গুলোর মাথায় সাদা রংয়ের ফুল গুলো চমৎকার লাগে দেখতে। কিছু কিছু ফুল ফুটেছে আর কিছু কিছু কলি অবস্থায় রয়েছে। আমার কাছে বেশ ভালো লাগে এই পেঁয়াজ ফুলগুলো। কিছুদিন আগে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে ঘুরতে গিয়েছিলাম। তখন এই ফটোগ্রাফি টা ক্যাপচার করেছি।
এখানে একটা ফুলের ফটোগ্রাফি শেয়ার করলাম। এটা হচ্ছে সূর্যমুখী ফুলের ফটোগ্রাফি। সূর্যমুখী ফুল আমার খুবই পছন্দের। শীতের সিজনের কম-বেশি জায়গায় সূর্যমুখী ফুলের বাগান দেখা যায়। আমিও কিছুদিন আগে সূর্যমুখী ফুলের বাগানে গিয়েছিলাম। সেখানে কাটানো মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করেছিলাম। কিছু ফটোগ্রাফি আলাদাভাবে রেখেছিলাম। সেখান থেকে একটা শেয়ার করলাম। ফুলটা বেশ বড় ছিল। সামনে থেকে তোলার কারণে ব্যাকগ্রাউন্ডটাও ভালো এসেছে।
এই ফুলটা আমার খুব পছন্দের ফুল গুলোর মধ্যে একটা। এটাকে অনেকে নীলকন্ঠ ফুল বলে আবার অনেকেই অপরাজিতা ফুল বলে চিনে। দুটো নামে খুব সুন্দর যেমন ফুলগুলো খুব সুন্দর। এই ফটোগ্রাফি টা বেশ কিছুদিন আগে ক্যাপচার করা। ক্যাম্পাসের ফুলবাগান থেকেই ফটোগ্রাফি টা ক্যাপচার করেছিলাম। এই ফুল গুলো দিয়ে চাও তৈরি করা যায়। চায়ের কালার টা একদম ফুলের কালারটার মতোই হয়। শরীরের জন্য বেশ পুষ্টিগুণ সম্পন্ন।
এখানে আপনাদের সাথে দুটো গন্ধরাজ ফুলের ফটোগ্রাফি শেয়ার করলাম। গন্ধরাজ ফুল গুলোও আমার বেশ ভালো লাগে। এই ফটোগ্রাফি টা আমাদের বাসার ছাদ থেকে ক্যাপচার করা। গন্ধরাজ ফুলের স্মেল টা আসলেই মনমুগ্ধকর। সাদা রঙের ফুল গুলো দেখতেও ভালো লাগে।
শেষে আরো কিছু সাদা রঙের ফুলের ফটোগ্রাফি শেয়ার করলাম। এগুলো হচ্ছে করমচা ফলের ফুলের ফটোগ্রাফি। এই ফল গুলো দেখতে যেমন সুন্দরের ফুলগুলো খুব সুন্দর। গুচ্ছাকারে ছোট ছোট ফুলগুলো ফুটে থাকে। তবে করমচা ফল আমি খুব একটা খেতে পারি না। ভালো লাগে না তেমন। তবে এটা আমাদের শরীরের জন্য অনেক উপকারী। এই ফটোগ্রাফি টা গত বছর ক্যাপচার করা। এটাও আমাদের ছাদ বাগান থেকেই ক্যাপচার করে।
ডিভাইস নেম:- Samsung Galaxy A03s
ধন্যবাদান্তে
@isratmim
অসাধারণ অসাধারণ কিছু ফুলের ফটোগ্রাফি আজ আপনি আমাদের মাঝে শেয়ার করলেন। আসলে আপনার প্রত্যেকটি ফটোগ্রাফি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। কেননা প্রত্যেকটা ছবির ডিটেইল যেমন ভালো ছিল ঠিক তেমনি ফ্লেমিং খুব ভালো ছিল। ধন্যবাদ আপনাকে এত সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Upvoted! Thank you for supporting witness @jswit.
বাহ্ অনেক মনোমুগ্ধকর ছিল তো আপনার তোলা এই ফটোগ্রাফি গুলো। খুবই সুন্দরভাবে আপনি এই ফুলগুলোর ফটোগ্রাফি করেছেন। আমার কাছে আপনার প্রতিটা ফুলের সৌন্দর্য দেখতে অসম্ভব ভালো লেগেছে। আমার কাছে এস্টার ফুলের ফটোগ্রাফি আর গন্ধরাজ ফুলের ফটোগ্রাফি বেশি ভালো লেগেছে।
আপু আপনি এত সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন যা দেখেই একদম মুগ্ধ হয়ে গেলাম। বিশেষ করে পেঁয়াজ ফুলের ছবিটা আমার খুবই ভালো লেগেছে। তাছাড়া করমচা ফলের যে ফুলগুলো দেখিয়েছেন এগুলোও দারুণ ছিল। আসলে আজকের ফটোগ্রাফি তে একদম নজরকাড়া কিছু ছবি শেয়ার করেছেন।
আপু কি সুন্দর সুন্দর ফুলের ছবি শেয়ার করেছেন। এবার বাড়িতে গিয়ে দেখেছিলাম অনেক পেঁয়াজ হয়েছে এবং তার ফুল গুলো বেশ মাথা চাড়া দিয়ে উঠেছে। ভেবেছি পরের বার আমিও টবে করে পেঁয়াজ লাগাবো। আপনার পোস্টে আজকে খুব সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি দেখলাম।
চমৎকার এবং ইউনিক কয়েকটি ফুলের ফটোগ্রাফি দেখতে পেলাম আপনার পোষ্টের মাধ্যমে। প্রতিটি ফুলের ফটোগ্রাফি কিন্তু খুবই সুন্দর হয়েছে আপু। আমি নিজেও ফুলের ফটোগ্রাফি করতে এবং দেখতে অনেক পছন্দ করি। চমৎকার ফুলের ফটোগ্রাফি গুলো সহ সুন্দর বর্ণনা দিয়ে দারুন কয়েকটি ফটোগ্রাফি শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ।
বা আপনার ধারণ করা প্রতিটি ফুলের ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম আপু। খুবই চমৎকারভাবে ফুলের ফটোগ্রাফি ধারণ করেছেন। খুব সুন্দর ভাবে বর্ণনা দিয়েছেন। সাদা রংয়ের ফুল আমার ভীষণ পছন্দ। খুবই ভালো লাগলো অবশেষে দুইটা ফটোগ্রাফি দেখে। ধন্যবাদ আপু।
https://x.com/IsratMim16/status/1898035021006749818?t=9WijZv8by1OFafTQ8LEJDg&s=19
আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে বেশ কয়েকটি এলোমেলো ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্ৰাফী আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। বিশেষ করে আপনার শেয়ার করা করমচা ফলের ফুলের ফটোগ্রাফী টি একটু বেশি ভালো লেগেছে।এই ফুলের ফটোগ্রাফী টি আজকে প্রথম দেখতে পারলাম।