ভার্সিটির বুক এক্সচেঞ্জ প্রোগ্রামের কিছু মুহূর্ত
আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে ভিন্ন ধরনের পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।
গত বুধবার ভার্সিটিতে আমাদের ইংলিশ ডিপার্টমেন্ট থেকে একটা প্রোগ্রামের আয়োজন করা হয়। প্রোগ্রামটা হচ্ছে বুক এক্সচেঞ্জ প্রোগ্রাম। আমাদের ডিপার্টমেন্টের ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং লিটারেচার ক্লাব থেকে এই প্রোগ্রামের আয়োজন করা হয়। প্রোগ্রামে মূলত ডিপার্টমেন্টের বিভিন্ন টিচাররা এবং স্টুডেন্টরা তাদের কাছে থাকা বইগুলো এখানে দেয়। পুরোপুরিভাবে দেওয়া হয় না শুধুমাত্র দুই সপ্তাহের জন্য দেওয়া হয়। তারপর তাদের এই বইগুলো অন্যান্য যেকোনো স্টুডেন্ট অথবা টিচাররা পড়ার জন্য দুই সপ্তাহ নিজেদের কাছে রাখতে পারে। এরকম একটা প্রোগ্রাম আমরা এর আগেও এরেঞ্জ করেছি। তবে সেটা শুধুমাত্র আমাদের ডিপার্টমেন্টের মধ্যেই ছিল। এবার ক্লাবের সবাই মিলে ডিসাইড করেছে যে পুরো ভার্সিটির যতগুলো ডিপার্টমেন্ট আছে সব টিচার এবং স্টুডেন্টরা এখানে অংশগ্রহণ করতে পারবে। প্রথমে আমরা বেশ কয়েকদিন ধরে বইগুলো এরেঞ্জ করেছি। বই দেওয়ার ক্ষেত্রে শুধুমাত্র আমাদের ডিপার্টমেন্ট থেকেই দেওয়া হয়েছে কারণ অন্যান্য ডিপার্টমেন্ট সেভাবে জানতো না ব্যাপারটা। তবে অনেক বই আমরা কালেক্ট করতে পেরেছিলাম। এই বুক এক্সচেঞ্জ প্রোগ্রামটা আমার নিজের কাছেও খুব ভালো লাগে। আমাদের সবার কাছে সব ধরনের বই থাকে না। এই প্রোগ্রামগুলোর মাধ্যমে আমরা টাকা ছাড়াই নতুন নতুন বই গুলো পড়তে পারি। এবং নিজেদের কাছে থাকা বইগুলো অন্যদের সাথে শেয়ার করতে পারি। সেদিন প্রোগ্রামে থাকার সময় আমি অনেকগুলো বই দেখেছিলাম যেগুলো আমার কখনো পড়া হয়নি নামও জানতাম না। সবগুলোই খুব ভালো ভালো বই ছিল।
আমাদের প্রোগ্রামটা শুরু হয় সাড়ে দশটা থেকে। সেটা বিকেল সাড়ে তিনটা পর্যন্ত চলে। যেহেতু আমি ভলেন্টিয়ার ছিলাম তাই একদম সকাল সকাল উঠে চলে যেতে হয়েছে। আমি নয়টার মধ্যে ক্যাম্পাসে পৌঁছাই। তারপর অন্যসব ভলান্টিয়াররা মিলে আমরা গ্রাউন্ড ফ্লোরে ব্যানার বুক সেলফ এবং বই সবকিছু এরেঞ্জ করে এবং কিছু গাছ দিয়ে একটু ডেকোরেশন করি। ক্যাম্পাসে ঢোকার সময় সবার চোখ এটার দিকেই পড়ছিল। সব ডিপার্টমেন্টের সব ফ্যাকাল্টি মেম্বার সবাই এই জিনিসটা খুব পছন্দ করেছে আর অনেক টিচাররাও ফর্মালিটি মেন্টেন করে তাদের পছন্দের বইগুলো নিয়েছে। পুরো প্রোগ্রামটাতে থাকতে পেরে আমার নিজের কাছেও খুব ভালো লেগেছে। তবে কিছুটা কষ্ট করতে হয়েছে। ভলেন্টিয়ার হিসেবে সবাইকে ফরমালিটিগুলো বোঝানোটা একটু কঠিন ছিল। তবে আমরা এনজয় করেছি পুরো ব্যাপার টা। আর অন্যান্য ডিপার্টমেন্টের টিচাররা যখন আমাদের প্রশংসা করছিল এই উদ্যোগটা দেখে তখন নিজের কাছেও খুব ভালো লেগেছে।
উপরের এখানকার সবগুলো বুকমার্ক আমি তৈরি করেছি। পনেরোটার মতো তৈরি করেছিলাম। বইয়ের সাথে আমরা প্ল্যান করেছি এরকম একটা সুন্দর বুকমার্ক দিব আর হচ্ছে স্টিকি নোট এর সাথে একটা থ্যাঙ্ক ইউ মেসেজ দিব। যারা যারা বইগুলো নিয়েছে তারা সবাই খুব সুন্দর একটা বুকমার্ক এবং বইয়ের উপর একটা স্টিকি নোট পেয়েছে। এই ব্যাপারগুলো সবাই অনেক পছন্দ করেছে। এখানে অনেকগুলো বই ছিল তবে নিচের তিনটা বই আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। প্রথম যে বইয়ের ছবিটা শেয়ার করলাম এই বইটা দেখে আমার অনেক নিতে ইচ্ছে করছিল। তবে ভলেন্টিয়ার হিসেবে প্রথমে নেওয়ার সুযোগ পায়নি। বইয়ের নাম টা দেখে সবাই এটার প্রতি অনেক ইন্টারেস্টেড ছিল। অল্প কিছুক্ষণের মধ্যেই একটা স্টুডেন্ট এই বইটা নিয়ে নিয়েছে। তবে নেক্সট টাইমে "কাল থেকে ভালো হয়ে যাব"এই বইটা আমি অবশ্যই নিব। এরপরে দুটো ইংলিশ বই। যদিও ইংলিশ বই পড়াটা একটু বেশি সময়ের ব্যাপার। তবে যেহেতু এখন আমার ডিপার্টমেন্ট ইংলিশ সবকিছু ইংলিশ নিয়েই পড়তে হবে তাই একটু একটু পড়ার চেষ্টা করি। সেখানে ইন্টারন্যাশনাল এই বেস্ট সেলার বই গুলো দেখে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। দ্বিতীয় ফটোগ্রাফিতে যে বইটা দেখা যাচ্ছে এটা নেওয়ারও ইচ্ছা ছিল তবে এটার আগের অনেকগুলো সিরিজ রয়েছে এখন এটা পড়লে কিছুই বুঝবো না। তাই আর এটা নেওয়া হয়নি।
পরে আমি শেষের বইটা নিলাম। এখনো পড়া শুরু করিনি। এই বোর্ডের মধ্যে সবাই প্রোগ্রাম সম্পর্কে কিছু কথা লিখেছিল। এছাড়াও প্রোগ্রাম সম্পর্কে একটা ইন্টারভিউ এর মত নেওয়া হয়েছে। একটা সিনিয়র আপু এই পুরো ব্যাপারটা হ্যান্ডেল করেছে। যাই হোক প্রোগ্রাম শেষ করে আমরা সবাই টিচারদের সাথে ছবি তুললাম। তারপর ক্লাবের সবাই এবং ভলেন্টিয়াররা সবাই মিলে ছবি তুলেছি। শেষে আমাদের ভলেন্টিয়ার দের জন্য একটু খাবার-দাবারের আয়োজন ছিল। খাওয়া দাওয়া করে আমি বিকেলের দিকে বাসায় চলে এলাম।
এই ছিলো আমার আজকের পোস্ট। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। পোস্ট টি পড়ার জন্য ধন্যবাদ এবং সবার জন্য অনেক শুভকামনা রইল 💕💕
ধন্যবাদান্তে
@isratmim
Share on X
Upvoted! Thank you for supporting witness @jswit.
বেশ ভালো উদ্যোগ। এর মাধ্যমে অনেকেই নতুন নতুন বই পড়তে পারবে বিনা পয়সায়। এই কাজ আগে আমরা করতাম বন্ধুদের মধ্যে বই আদান প্রদান করে। সেই কাজটি একটু অন্য আঙ্গিকে করা হয়েছে। আয়োজন করে। আর আপনার বানানো বুক মার্কগুলো বেশ সুন্দর হয়েছে। সুন্দর কিছু মুহূর্ত শেয়ার করার জন্য ধন্যবাদ ।
সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।
খুব ভালো লাগলো আপু পুরো পোস্টটি পড়ে। এ রকম উদ্যোগ সত্যি ই প্রশংসনীয়।আপনাদের আয়োজন দেখে ভীষণ ভালো লাগলো। আশাকরি সবাই ভীষণ ইনজয় করেছেন।সুন্দর অনুভূতি গুলো শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি আপু।
আমাদের এই আয়োজন আপনার ভালো লেগেছে জেনে আমিও খুবই আনন্দিত হলাম। সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।
আপনি তো দেখছি অনেক ভালো একটা সময় অতিবাহিত করেছিলেন। এই প্রোগ্রামের কিছু মুহূর্ত আপনি অনেক সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করেছেন। শেষের বইটা সত্যি অনেক সুন্দর ছিল। আপনি বইটা নিয়েছেন শুনে অনেক ভালো লেগেছে। খুব সুন্দর ভাবে পুরো মুহূর্তটা সবার মাঝে ভাগ করে নিয়েছেন আপনি।
আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা অবিরাম।
সবাই মিলে বেশ ভালো একটি উদ্যোগ নিয়েছেন আপু। এতে করে ওকে অন্যের বই শেয়ার করতে পারবেন। আর আপনার তৈরি বুকমার্ক গুলো খুবই সুন্দর হয়েছে। সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।
বইয়ের ভেতরে কী আছে জানি না। তবে নামটা বেশ হাস্যকর হা হা। ভার্সিটি এমন বুক এক্সচেঞ্জ প্রোগ্রাম সত্যি বেশ দারুণ। বেশ ভালো লাগল দেখে। এমন প্রোগ্রাম যত বেশি হবে ততই ভালো।