বজায় থাকুক দুই বাংলার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক
আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে ভিন্ন ধরনের পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।
ক্রেডিট @hafizullah ভাইয়া
সম্প্রীতি এ সময়টাতে বাংলাদেশ এবং ভারত এই দুই দেশের মধ্যে এক অস্থিরতা বিরাজ করছে। এটা নিয়ে কমবেশি আমরা সবাই জানি এখন সোশ্যাল মিডিয়াতে দেখেছি। পতাকা একটা দেশের রাষ্ট্রীয় প্রতীক, সম্মান, আবেগ, ইতিহাস, ঐতিহ্য। একটা দেশের পতাকাকে কখনোই এভাবে অসম্মান করা ঠিক না। বিশেষ করে আমাদের সবচেয়ে কাছের এবং প্রতিবেশী দেশের সাথে। প্রতিবেশী দেশের সাথে সুন্দর এবং সৌহার্দ্যপূর্ণ একটা সম্পর্ক বজায় রাখা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমাদের সব সময় ঐক্যবদ্ধ হয়ে থাকা উচিত। কোন একটা বিষয় নিয়ে ঝামেলা হলেও এভাবে পতাকার অসম্মান করা কোনভাবেই কাম্য নয়। অভ্যন্তরের অনেক সমস্যায় থাকতে পারে। তবে তাই বলে এইভাবে পতাকাকে অসম্মান করা ঠিক না। এই জিনিসগুলো আসলে দেখলেও খারাপ লাগে। প্রতিবাদের ভাষা আর কখনোই এরকম হওয়া উচিত না।
একটা পতাকা এবং ভূখণ্ড অর্জন করা মোটেই সহজ কথা না। পতাকার মধ্যে প্রত্যেকটা দেশের প্রত্যেকটা মানুষের আবেগ জড়িয়ে থাকে। পতাকার প্রতি সবারই ভালোবাসা থাকে। হাতেগোনা কিছু মানুষের ভুলের কারণে পুরো পতাকাকে অসম্মান করা ঠিক না। পতাকাকে অসম্মান করা মানে পুরো দেশটাকেই অসম্মান করা। আমরা যেমন আমাদের পতাকাকে, আমাদের দেশকে এবং আমাদের মাতৃভাষাকে ভালোবাসি ঠিক তেমনি অন্য দেশের মানুষগুলো তাদের দেশের পতাকা, মাতৃভাষা এবং দেশকে ভালোবাসে। আমাদের দেশ কে কেউ অসম্মান করলে যেমনটা খারাপ লাগবে ঠিক তেমনি অন্য দেশের মানুষ গুলোর একই রকম অনুভূতি হবে। দুই বাংলার মধ্যে আগে অনেক সুন্দর সম্পর্ক ছিল। আশা করি যুগ যুগ ধরে সেই সম্পর্ক বজায় থাকবে। দুই বাংলা নানান দিক দিয়ে একে অপরের উপর নির্ভরশীল। সম্পর্ক নষ্ট হলে সবাই বিপদে পড়বে। প্রতিবেশী দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা জরুরি বিষয়। ঐক্যবদ্ধ হয়ে না থাকলে ধ্বংস হয়ে যাওয়া অনেক সহজ একটা ব্যাপার। ভারত ও বাংলাদেশ উভয়ের সম্পর্ক ঐতিহাসিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
দুই বাংলার মধ্যে যেই অস্বস্তিকর অবস্থা বিরাজ করছে সেটা খুব শীঘ্রই ঠিক হয়ে যাক এই কামনা করি। প্রতিবেশী দেশ ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যুগ যুগ ধরে বজায় থাকুক। আর সব শেষে আমাদের উচিত অন্যান্য দেশগুলোর জাতীয় পতাকাকে সম্মান প্রদর্শন করা। যেকোনো দেশের জাতীয় পতাকাকে অসম্মান করা কোনভাবেই ঠিক না। জাতীয় পতাকা শুধুমাত্র কাপড়ের টুকরা না এটা একটা দেশের পরিচয়।
এই ছিলো আমার আজকের পোস্ট। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। পোস্ট টি পড়ার জন্য ধন্যবাদ এবং সবার জন্য অনেক শুভকামনা রইল 💕💕
ধন্যবাদান্তে
@isratmim
Upvoted! Thank you for supporting witness @jswit.
সুন্দর লিখলেন আপু আপনি পড়ে অনেক ভালো লাগলো। আমরা সবাই চাই আমাদের বন্ধুত্ব দেশ ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক সুন্দর থাকুক। যারা পতাকার প্রতি এমন অবমাননা করেছেন তাদের প্রতি ধিক্কার জানাই। সম্পর্কটা আমাদের বেশ ভালোই যাবে এমনটা আশা করি। অনেক ধন্যবাদ আপনাকে।
আমিও আশা করি দুই দেশের সম্পর্ক খুব ভালই থাকুক। সুন্দরও গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।
সত্যিই ভারত এবং বাংলাদেশের মধ্যে কিছুটা অস্থিরতা তৈরি হয়েছে, তবে যেরকম পরিস্থিতি ঘটুক না কেন পতাকার অবমাননা করা একদম ঠিক নয়। কেউ যদি অতিউৎসাহী হয়ে পতাকার সম্মানে হাত দেয় তাহলে সে মানসিকভাবে অসুস্থ। বেশ গুছিয়ে লিখেছেন পোস্টটি।
আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।
বাহ আপু আপনি আজকে আমাদের মাঝে বেশ চমৎকার পোস্ট লিখে শেয়ার করেছেন। আপনি একদম ঠিক বলেছেন আসলে একটা পতাকার ভাবমূর্তি অর্জন করা সত্যি খুব একটা সহজ কথা নয়। আমি আপনার কথা একদম একমত আমিও আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে দুই বাংলার মধ্যে আবারও বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা খুব দ্রুত ফিরে আসবে। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট লেখার জন্য।
আমিও এই আশা করি যাতে দুই দেশের সম্পর্ক খুব তাড়াতাড়ি বন্ধুত্বপূর্ণ হয়। সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।
Share On - X
একটা পতাকা ঐ ভূখণ্ডের সার্বভৌমত্বের প্রতিক। পতাকা অবমাননা করা সবচাইতে ঘৃণিত একটা কাজ। এটা মোটেও উচিত না। আমাদের মধ্যে ভাতৃত্বের সম্পর্ক সর্বদাই বজায় থাকব। কারো প্ররোচনায় এটা নষ্ট হবে না।
এখানে শুধু পতাকার পরিবর্তন কিন্তু মানুষ হিসেবে তো আমরা সবাই সমান। সবাই একই রকম রক্তে মাংসে গড়া মানুষ। আমরা চাই সবাই মিলেমিশে এক হয়ে বসবাস করতে এতে আমাদের জন্য, দেশ ও দশের জন্য উপকার। আশা করছি ভারতের সাথে আমাদের দেশের বন্ধুত্বপূর্ণ যে সম্পর্ক ছিল তা আবার আগের রূপেই ফিরে আসবে সেই কামনাই করছি।