নোনা ইলিশ দিয়ে পুঁইশাকের ফুল রেসিপি
আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।
রেসিপিটির সর্বশেষ ফটোগ্রাফি
- পুইশাকের ফুল
- আলু
- নোনা ইলিশ
- মসুর ডাল
- পেঁয়াজ
- কাঁচা মরিচ
- লবণ
- রসুন বাটা
- হলুদ গুঁড়
- মরিচ গুঁড়ো
- ধনিয়া পাতা
প্রথমে আমি একটা পাতিলে পরিমাণ মতো সয়াবিন তেল গরম করে নিলাম। এবার সেখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি। তারপর দিয়ে দিলাম লবণ, হলুদ গুঁড়ো এবং মরিচ গুঁড়ো। এবং সেই সাথে রসুন বাটা। যেহেতু নোনা ইলিশ দিয়ে রান্না করছি তাই লবণের পরিমাণটা সামান্য দিতে হবে।
![]() | ![]() |
---|
এবার আমি সব মশলা ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিলাম। এরপর মসলাগুলো কিছুক্ষণ কষিয়ে নিলাম।
মসলাগুলো কষানো হয়ে গেলে আমি সেখানে দিয়ে দিলাম নোনা ইলিশ। এর সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো মসুর ডাল।
![]() | ![]() |
---|
তারপর আবারও সবকিছু ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। যেনো সবকিছু ভালোভাবে সিদ্ধ হয়ে যায়।
![]() | ![]() |
---|
এবার আমি পুইশাকের ফুল গুলো দিয়ে দিলাম। সেই সাথে আলু টুকরো করে দিয়েছি।
এবার সবকিছু ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম।
সিদ্ধ হয়ে গেলে এখানে পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি দিলাম। এরপর চুলা থেকে নামিয়ে ফেললাম।
ধন্যবাদান্তে
@isratmim
নোনা ইলিশ দিয়ে পুঁইশাকের ফুল রেসিপি শেয়ার করেছেন। যদিও দীর্ঘদিন ধরে নোনা ইলিশ খাওয়া হয়নি। তবে আপনার রেসিপিটি দেখে খেতে ইচ্ছে করছে। নোনা ইলিশ দিয়ে পুঁই শাকের ফুলের রেসিপিটি ধাপে ধাপে সম্পন্ন করেছেন এবং সেটা আমাদের মাঝে শেয়ার করেছেন এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
নোনা ইলিশ আমার খুব পছন্দের খেতে ভালই লাগে। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।
ইলিশ মাছ দিয়ে যেকোনো রেসিপি রান্না করলে খেতে অনেক ভালো লাগে ।আপনি ইলিশ মাছ দিয়ে পুইশাকের ফুল অনেক সুন্দরভাবে রান্না করেছে দেখেই মনে হচ্ছে অনেক মজার হয়েছে খেতে ধন্যবাদ।
এটা ঠিক বলেছেন রেসিপিটি খেতে আমার কাছে খুবই ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।
Upvoted! Thank you for supporting witness @jswit.
কখনও পুঁই ফুল খাওয়া হয়নি। তবে পুষ্টিকর ।সেই দিন দেখলাম একটি নিউজে। আপনার রেসিপিটি দেখেত মনে হচ্ছে খেতে বেশ মজা লাগবে। আর রংটাও বেশ সুন্দর হয়েছে। ধন্যবাদ রেসিপিটি শেয়ার করার জন্য। ধন্যবাদ রেসিপিটি শেয়ার করার জন্য।
সম্ভব হলে এভাবে একদিন তৈরি করে খেয়ে দেখতে পারেন। ভালো লাগবে আশা করি আপনার কাছে।
পুঁইশাকের ফুল কখনো খাওয়া হয়নি। নোনা ইলিশ দিয়ে পুঁইশাকের ফুল রেসিপি দারুন হয়েছে আপু। দেখেই মনে হচ্ছে খেতে দারুণ হয়েছিল। মজার একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি আপু।
মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।
নোনা ইলিশ আমার বেশ পছন্দের একটি মাছ। অনেকভাবে খাওয়া যায় এটা। বিশেষ করে মরিচ বেশি করে দিয়ে মরিচ ভাজা করলেও খেত খুবই ভালো লাগে। আপনি পুঁইশাকের বিচি দিয়ে নোনা ইলিশ করলেন। দেখে তো মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছিল। অনেক সুস্বাদু একটি রেসিপি শেয়ার করলেন আপু। রেসিপির উপস্থাপনা এবং কালার কম্বিনেশন অনেক সুন্দর হয়েছে।
রেসিপিটি খেতে আসলেই খুবই মজা হয়েছে। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।
পুঁইশাকের বিচি রান্না আমি খুবই পছন্দ করি। এই রেসিপিগুলো খুবই সুস্বাদু হয়ে থাকে এবং রুচি সমর্থ খাবার হয়। তাই আমি সবসময় চেষ্টা করি আমাদের সবজি বাগানে এই সবজি রাখার। বেশ দারুণ রেসিপি তৈরি করেছেন আপনি। আশা করব আপনার এই রেসিপি খুবই সুস্বাদু হয়েছিল।
সুন্দর ও গঠন মূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা অবিরাম।
নোনা ইলিশ মাছের রেসিপি দেখে অনেক ভালো লাগলো। আসলে আপু এই সময় পুই শাকের ফল অনেক পাওয়া যায়। আপনার রেসিপি দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছিল।কালারটা দারুণ এসেছে। ধন্যবাদ আপনাকে সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
এটা ঠিক এই সময় পুঁই শাকের ফুল গুলো পাওয়া যায় এবং খেতেও আমার কাছে বেশ ভালই লাগে। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।
এটা কি আমরা পুঁইশাকের ফল বলে থাকি। এই ফল সবসময় ভাজি করে খাওয়া হয়েছে। আমার কাছে পুঁই ফল অনেক ভালো লাগে। আপনি নোনাইলিশ দিয়ে পুঁই ফল রান্না করেছেন দেখে বেশ চমৎকার লাগছে।খেতে যে মজা হয়েছিল তা দেখেই বোঝা যাচ্ছে। মসুর ডাল এবং আলু ব্যবহার করার কারণে রেসিপিটি আরো বেশি মজা হয়েছিলো।মজাদার একটি রেসিপি তৈরি পদ্ধতি আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাই।
আমরা বেশিরভাগ সময় এই রেসিপিটি এভাবে রান্না করে খেয়েছি তবে ভাজি করে কখনো খাওয়া হয়নি । সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।