একটি লাইটার এর ম্যান্ডেলা আর্ট
আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে ভিন্ন ধরনের পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।
আজকে আমি আপনাদের সাথে আমার করা একটি আর্ট শেয়ার করতে যাচ্ছি। আপনাদের সাথে একটা ম্যান্ডেলা আর্ট শেয়ার করব। এটি হচ্ছে একটি লাইটার এর ম্যান্ডেলা আর্ট। মাঝে মাঝে একটু ভিন্ন ধরনের আর্ট গুলো শেয়ার করতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি একেক সময় এক এক ধরনের আর্ট শেয়ার করার। কখনো কখনো এরকম কালারফুল আর্ট, কখনো ম্যান্ডেলা আর্ট, কখনো জেল পেন আর্ট আবার মাঝে মাঝে পেইন্টিং গুলো শেয়ার করি। আজকে আপনাদের সাথে ম্যান্ডেলা আর্ট শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে এটি ভালো লাগবে।
ড্রয়িং টির সর্বশেষ একটি ফটোগ্রাফি
- ড্রয়িং খাতা
- পেন্সিল
- জেল পেন
- মার্কার পেন
প্রথমে আমি পেন্সিল দিয়ে একটা লাইটার অংকন করে নিয়েছি।
লাইটারের উপরের ঢাকনা টা অংকন করে নিয়েছি। এটা খোলা রয়েছে এরকম অবস্থায় অংকন করে নিয়েছি। আর সেখান থেকে আগুন বের হচ্ছে এরকম করে আর্ট করে নিলাম।
এবার আমি পুরোটা জেল পেন দিয়ে অঙ্কন করে নিলাম। কিছু কিছু জায়গায় একটু কালো রং করে নিয়েছি।
এবার আমি লাইটার এর মধ্যে কিছুটা ম্যান্ডেলা ডিজাইন করে নিয়েছি। পুরোটা বক্সের মধ্যে মেন্ডেলা ডিজাইন রয়েছে এরকম বোঝানোর জন্য আমি কিছুটা অংশ নিচের দিকে একে নিলাম এবং বাকি সামান্য কিছুটা অংশ উপরের দিকে এঁকে নিলাম। এবং আগুনের অংশটুকুতে কিছু ডিজাইন করে নিয়েছি। এভাবেই আজকের আর্ট শেষ করলাম।
ধন্যবাদান্তে
@isratmim
https://x.com/IsratMim16/status/1892957406768009610?t=qHkCJ4sjgGp2ve3zMcnLxw&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
ম্যান্ডেলা আর্ট আমার ভীষণ ভালো লাগে। আর আপনি এত সুন্দর করে আর্ট করেছেন দেখে সত্যিই ভালো লাগলো আপু। লাইটারটি সুন্দর করে সাজিয়ে তুলেছেন আপনি।
আপনি আমাদের সাথে সবসময়ই ভিন্ন ধরনের ম্যান্ডেলা আর্ট শেয়ার করে থাকেন আপু। আপনার আর্ট গুলো আমার কাছে খুব ভালো লাগে। আপনি আর্ট করতে খুবই পারদর্শী আপনার পোস্ট গুলো দেখলে বুঝতে পারা যায়। আজকে খুব সুন্দর একটি লাইট এর ম্যান্ডেলা আর্ট করেছেন। দেখতে খুবই চমৎকার লাগছে আপু। এরকম সুন্দর আর্ট আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ জানাই।
আপু আপনার আর্ট গুলো চমৎকার হয়।আজও তার ব্যতিক্রম হয়নি।লাইটার ম্যান্ডেলা অসাধারণ হয়েছে। ধাপ গুলো অনেক সুন্দর করে দেখিয়েছেন।ধন্যবাদ আপনাকে সুন্দর একটা আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ম্যান্ডেলা আর্ট অংকন করতে আমি অনেক বেশি পছন্দ করি। এমনকি ম্যান্ডেলা আর্ট গুলো দেখতেও আমার কাছে খুব ভালো লাগে। এরকম ভাবে সুন্দর সুন্দর ম্যান্ডেলা আর্ট অঙ্কন করার জন্য দক্ষতার প্রয়োজন সব থেকে বেশি হয়ে থাকে। তেমনি আপনিও নিশ্চয়ই দক্ষতাকে কাজে লাগিয়ে এই সুন্দর আর্টটি সম্পূর্ণ করেছেন।
ছোট ছোট কারু কাজেই ভরে ওঠে এই আর্ট। আর এই আর্ট গুলো করতে বেশ ভালো সময় প্রয়োজন হয়। তবে আপনি খুব সুন্দর করে ম্যান্ডেলা আর্টটি করেছেন। ছোট হলেও দেখতে দারুন লাগছে। এরকম একটা সুন্দর আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।