আমার শখের কিছু ইনডোর প্ল্যান্ট
আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে ভিন্ন ধরনের পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।
আজকে আপনাদের সাথে আমার বাসার কিছু ইনডোর প্লান্ট সম্পর্কে শেয়ার করব। বেশ কিছুদিন ধরেই বিভিন্ন রকম গাছ কেনা হচ্ছে। তবে শুধুমাত্র কিনলেই হয় না কিনার পর এগুলো আবার ঠিকভাবে রোপন করতে হয় আর নিয়মিত তো পরিচর্যা রয়েছেই। গত সপ্তাহে দুটো গাছ লাগানোর টব কিনলাম। একটু ভিন্ন রকম দেখে কিনেছিলাম। এগুলো মূলত কিনেছিলাম আমার ক্যাকটাস গুলো এখানে লাগানোর জন্য। ক্যাকটাস গুলো আস্তে আস্তে বড় হচ্ছে তাই বড় টব প্রয়োজন। টব গুলো আনার পরে বারান্দার সব গাছ ঠিক ঠাক করলাম। ক্যাকটাসের টব চেঞ্জ করলাম। এর ২ দিন পর হঠাৎ করে গোলাপ ফুলের চারা কিনে ফেললাম। বারান্দায় আমি ফুলের চারা খুব একটা লাগাই না। বেশিরভাগই ইনডোর প্লান্ট আর ক্যাকটাস রেখেছি। এভাবেই শুরু হল গাছের পিছনে সময় দেওয়া। তারপর একটা স্নেক প্ল্যান্ট লাগালাম। সেগুলো অন্য কোন দিন শেয়ার করব। গাছ লাগানো এবং ডেকোরেশন, আমার কাজ এইটুক পর্যন্তই। নিয়মিত পরিচর্যা করার সময় হয়ে ওঠে না আমার। সেই কাজটা আম্মু করে সব সময়। আমি মাঝেমধ্যে করি।
উপরে যে লাল রঙের পাতা বাহার দেখা যাচ্ছে এটা নাম হচ্ছে অগ্নিশ্বর পাতাবাহার। এটাও গতকালই এনেছিলাম। লাল রঙের এই পাতাগুলো সত্যি চমৎকার লাগে দেখতে। আর এগুলো পানির মধ্যেই ভালো হয় মাটিতে খুব একটা ভালো হয় না, আমি দেখেছি। তাই আমি এবার এনে পানির মধ্যে দিয়েছি। কিছুদিন পর আস্তে আস্তে পানির মধ্যে শিকড় বের হবে। এটা একদমই নতুন তাই নিচে কোন শিকর দেখা যাচ্ছে না। এটা একটা কাচের পাত্রে রেখেছি। ইনডোর প্লান্ট গুলো কাঁচের পাত্রে রাখলেই ভালো লাগে। আর আমি ডেকোরেশন এর জন্য কালারফুল পাথরগুলো ব্যবহার করেছি। এগুলোও কিছুদিন আগে কিনে এনেছিলাম।
এটাও এক ধরনের পাতাবাহার এবং ইনডোর প্ল্যান্ট। এটার নাম আমার জানা নেই তবে গুগলে দেখলাম এর নাম এগলোনিমা। এগুলোর কোন বাংলা নাম খুঁজে পাইনি আমি। এই পাতাগুলোও বেশ সুন্দর লাগে দেখতে। এগুলো মাটিতেও আর রাখা যায় আবার পানিতেও রাখা যায়। আমি দুইটা এনেছি একটা মাটিতে রেখেছি আর আরেকটা এভাবে পানিতে রেখেছি। দুটোই বেশ ভালোভাবে বেড়ে উঠছে। ছোট ছোট কিছুটা শিকড়ও বের হচ্ছে। এই পাতাগুলো আকারে অনেক বড় হয়।
এই ইনডোর প্ল্যান্ট মোটামুটি সবারই পরিচিত। এটা হচ্ছে মানিপ্লান্ট। এই গাছটার আমার অনেকদিনের শখ ছিল। প্রথম একবার যখন এনেছিলাম অনেক যত্ন করেছি তবে তিন মাস পরেই গাছটা মরে যায়। এরপর আরো একবার আনলাম। এটা অনেক আগেই এনেছি আর এখন অনেক শিকড় বের হয়েছে আর নতুন নতুন পাতা বের হচ্ছে। গতকাল বিকেলবেলা আসলে বারান্দার গাছগুলো আর বাসার ভিতরের গাছগুলো একটু নড়াচড়া করা হয়েছে। আর কয়েকটা গাছ নতুনভাবে এনেছিলাম। ইনডোর প্লান্ট গুলো আমি আমার স্টাডি টেবিল এর উপরে রেখেছি। এভাবে তিনটা একসাথে রেখেছিলাম। জিনিসটা দেখতে ভালোই লাগছিল তাই ভাবলাম আপনাদের সাথে এটা শেয়ার করি। আসলে ইনডোর প্ল্যান্ট আমার খুব পছন্দের। এভাবে কিছুদিন চলতে থাকলে হয়তো কিছুদিন পর আমার রুম বাগান হয়ে যাবে 😆। এগুলোর পাশাপাশি একটা স্নেক প্ল্যান্টও রুমের ভিতর রেখেছি। যাইহোক আশা করছি আজকের পোস্ট দেখে আপনাদের খুব একটা খারাপ লাগেনি।
এই ছিলো আমার আজকের পোস্ট। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। পোস্ট টি পড়ার জন্য ধন্যবাদ এবং সবার জন্য অনেক শুভকামনা রইল 💕💕
ধন্যবাদান্তে
@isratmim
https://x.com/IsratMim16/status/1888975445024198902?t=2bX_xSTnuN2lT6MScYh7PQ&s=19
Upvoted! Thank you for supporting witness @jswit.
ইনডোর প্লান্টগুলো আমার কাছে খুবই ভালো লাগে। যদিও আমাদের বাসাতে এগুলো নেই তারপরেও গেস্টের বাসায় গেলে লক্ষ্য করে দেখি অনেক সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে ইনডোর প্লান্ট দিয়ে। এগুলোর নাম না জানা থাকলেও দেখতে বেশ ভালো লাগে আমার।
এ ধরনের গাছগুলো আমার কাছেও দেখতে বেশ ভালো লাগে। সুন্দর ও গঠনমূলক মন্তব্য করার জন্য ধন্যবাদ।
আপনার ইনডোরের প্লান্ট তো দারুন দেখতেছি। যারা শহরে থাকেন তাদের মধ্যে অধিকাংশই ইনডোর প্লান্ট করে থাকেন। কেননা তাতে প্রকৃতির যত্ন করে সুন্দর একটা সময় কাটানো যায় । আপনার ইনডোর প্লান্ট এর মধ্যে আমার কাছে মানি প্লান্ট বেশি পছন্দ হয়েছে। যাইহোক আশা করি আপনার এই ইনডোর প্লান্ট একদিন আরো বড় হবে।
আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।
আপনার ইনডোর প্লান্ট এর কিছু কালেকশন দেখে বেশ ভালো লাগলো। অগ্নিশ্বর পাতাবাহার নামটা কিন্তু ভারী অদ্ভুত, তবে তার পাতার সাথে নামটা ভীষণ ভাবে কমপ্লিমেন্ট করে৷ ওটার শিকড় নিয়ে আমি চিন্তা করছিলাম। তবে আশা করছি পানিতে বেশ দ্রুতই শিকড় ছাড়বে। ঘরে কিছু ইনডোর প্লান্ট রাখা কিন্তু আমাদের জন্য ভালো, বিশেষত স্নেক প্লান্ট। আপনার স্নেক প্লান্ট এর ছবি দিয়েন।
সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ আপনার জন্য শুভকামনা রইল।
আপনি চমৎকার কিছু ইনডোর প্ল্যান্ট ঘরে লাগিয়েছেন। আমাদের সবারই পরিবেশ বান্ধব হওয়া উচিত। ঘরে এ রকম ইনডোর প্লান্ট লাগালে ঘরের পরিবেশ ঠান্ডা থাকে সেই সাথে অক্সিজেন দেয়। আমিও ঘরে মানিপ্লান্ট গাছ লাগিয়েছি। লাগাতে ভালো লাগে তাই আপনার পোস্টটি আমার একদম মন মত হয়েছে। অনেক ভালো লেগেছে আপনার গাছগুলো দেখে। সম্ভব হলে আপনার সবার উপরের গাছটি আমি সংগ্রহ করতাম।