You are viewing a single comment's thread from:
RE: ইউটিউব গ্রাম - YouTube Village
দাদা পুরো চমক লাগানো একটা গ্রাম দেখলাম এই প্রথম। আমি কখনো এই গ্রামের কথা শুনিনি বা দেখিনি। আজকে প্রথম। শুরুতেই ইউটিউব গ্রাম এই নামটা দেখে ভীষণ অবাক হয়ে গেছিলাম। তারপরে পুরো লেখাটা যত পড়েছে ততই অবাক হয়েছি। সত্যি বলতে ভালো লেগেছে সবটা। একদম ব্যতিক্রমধর্মী আয়োজন। খবরের চ্যানেল এর নিউজগুলো পোস্ট এর মাঝে দিয়ে অনেক ভালো করেছো। জায়গাটা তাহলে কুষ্টিয়ায়। কুষ্টিয়ার নাম আমি দেখেছি। ইন্ডিয়া থেকে যখন বাংলাদেশ যাচ্ছিলাম আমাদের গাড়িটা কুষ্টিয়া ক্রস করছিল এটুকু মনে আছে। আমার তো ভীষণ মজা লাগলো এবং ইচ্ছা আছে যখন বেশি সময় নিয়ে বাংলাদেশে থাকবো একবার ঘুরে আসব এই গ্রাম থেকে।
হুম অবশ্যই। আসলেতো জানাবে আমাকে। আর কলকাতা থেকে বাংলাদেশে আসলে যশোর এবং কুষ্টিয়া দিয়েই ঢুকতে হয়।