You are viewing a single comment's thread from:

RE: ননসেন্স পোয়েট্রি : "বাথরুম" [My first nonsense verse]

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

বাথরুম ই যে কত কাহিনী আর কত গোপন ব্যথার সাক্ষী , তা দাদা তোমার কবিতা তে যেমন ফুটে উঠছে তেমন আশা করি সবার জীবনেই এই অবস্থা এসছেই।

হয়তো কারোর ভালোবাসার আঘাতে, বাথরুম এর চার দেওয়াল কাজে লেগেছে , আবার হয়তো অজানা জগতের কাছে মুখ লোকাতে কেও বাথরুমে গিয়ে কান্না কাটি করেছে।

বড় হওয়ার ও কত জ্বালা ,তাই নাহ?
বাচ্চা বয়সে যার তার সামনে কত কান্না করেছি সকলে।
যেই না বয়সটা বাড়ল, লোক কি ভাববে, এই ব্যাপার মাথায় এলো। তখনই নিজের প্রাইভেসী শুরু।

সাওয়ারের জলের ঠান্ডা পরশ কখনও জ্বলন্ত ব্যথায় আরো নুনের ছিটে দিয়েছে ।
আবার কখনও সেই জলেরই পরশ পেয়ে ক্লান্ত আঘাত মুছে গেছে।

কবিতা থেকে অনেক কিছু ছবি ভেসে উঠলো। তাই হয়তো একটু বেশি লিখে ফেললাম। দাদা।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.25
JST 0.038
BTC 97055.90
ETH 3358.21
USDT 1.00
SBD 3.23