' অনুভূতি হয় ' || যা হচ্ছে তাই লিখছি || ১০% বেনিফিট @shy-fox এর জন্য

in আমার বাংলা ব্লগ3 years ago

দূরে জার্নি করার সময় , প্রতিবার গাড়িতে বসে থাকতে থাকতে ,একবার হটাৎ করেই আমাদের গাড়ির পেছনের কাঁচ এর দিকে তাকাই।দেখতে দেখতে কত রাস্তা ফেলে আসি। দেখতে ভালো লাগে। মন ভার হয়েও আসে।
IMG-20211001-WA0006.jpg

সময় চাইলেও আমরা ফিরে পাইনা। সেই সময়ের সাথে জড়িয়ে থাকা প্রতি সেকেণ্ডের অনুভূতি আমরা চাইলেও অনুভব করতে পারিনা পুনরায়। অতীত এর সাথে বর্তমান জড়িয়ে থাকে । অতীত কথাতেই ' অতীত ' থেকে যায়। কখনও ভাবতে বসলে অতীত এর মুহূর্ত মনে পড়ে যায় ই। কিছু অতিবাহিত হয়ে যাওয়া সময় এর জন্য মন ভিজে আসে অনেকসময়।

2017-10-12-16-16-21-690.jpg
জীবনের শেষ কখন ? কেও জানিনা। এই যে মুহূর্তে আছি, এর শেষের খবরও আমাদের চোখের পলকে এসে পৌঁছায় না।চেনা মানুষ,চেনা জায়গা,চেনা মুহূর্ত দূরে যায়,কাছে আসে। পুতুলের মত আমরা চলা ফেরা করি। নিজেকে কখনো কখনো রোবট মনে হয়।

IMG_20190301_155036.jpg

কিন্তু যখন মনের ভেতরে লাল রক্তের চলাচলের সাথে,' স্মৃতি' তাল মিলিয়ে বন্ধ চোখের সামনে ধরা দেয়, এমনই চোখের সামনে সব আবছা লাগে। পার করে আসা জীবনের মুহূর্ত হাত নেড়ে ডাক দেয় , অব্যক্ত শব্দে, যে শব্দ আমার কানে এসে পৌঁছায় না।
তবুও আমি অনুভব করি।

IMG_20210820_000859.JPG

জীবন বড়ই জটিল লাগে। কাছের জিনিস দূরে চলে যায়। হাত বাড়িয়ে ডাকতে গিয়েও মুখে শব্দ আসে না। বড়ই যন্ত্রণা হয়।

Sort:  
 3 years ago 

জীবন বড়ই জটিল লাগে। কাছের জিনিস দূরে চলে যায়। হাত বাড়িয়ে ডাকতে গিয়েও মুখে শব্দ আসে না। বড়ই যন্ত্রণা হয়।

অসাধারণ লেগেছে লাইনগুলো।

 3 years ago 

অনেক ধন্যবাদ দাদা আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

আপু আমি ভাবতাম আপনি রেসিপি,গানেই অনেক বেস্ট।
এখন দেখছি আপনার লেখাও অনেক বেশি ভালো।
খুব ভালো লিখেন আপনি সত্যিই।
লেখা পড়ে বুকের ভেতরের অনেক কথা যেনো উঁকি দিয়ে উঠে।
চালিয়ে যান।

 3 years ago 

আপু,, উনি বেশ মুডি মানুষ , অনাঁকে জোরে না খোচালে কোন কাজ করেন না। সমস্যা টা এখানেই। তবে একটা জিনিস সত্যি "কোন জিনিস হবে না " এই না শব্দটা ওনার ডিকশনারিতে নেই।

বেশি প্রশংসা করা হয়ে গেল 🤪। মাটিতে এখন পা পড়লে হয় 🙄🤗

 3 years ago 

চলেন টান দেই একটা।😜

 3 years ago 

সুন্দর কিছু ছবির সাথে মিলিয়ে অনেক সুন্দর কিছু কথাও বলেছেন। আসলে সময় বড় মূল্যবান। অতীতের কথা মনে পড়লে অনেক সময় মন খারাপ হয়ে যায়। কিন্তু অতীত এবং ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে গিয়ে আমরা বর্তমানটাকে যেন নষ্ট করে না ফেলি সেদিকে আমাদের খেয়াল রাখাটাও জরুরি। অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোষ্ট তুলে ধরার জন্য।

 3 years ago 

আপনার মন্তব্য যথাযথ , জীবন তো আর থেমে থাকেনা। তাই আমাদেরও এগিয়ে যাওয়াই উচিত। অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

বাহ্! অসাধারণভাবে বিষয়টি আপনি উপস্থাপন করেছেন। কথাগুলো বেশ গুরুত্বপূর্ণ ছিল। ছবিগুলোও দারুন লেগেছে আমার কাছে, বিশেষ করে দ্বিতীয় ছবিটার জবাব নেই👌।

 3 years ago 

দ্বিতীয় ছবিটি আমার বাবা ক্লিক করেছিলেন। দীঘা তাজপুরে তুলেছিলাম। অনেক ধন্যবাদ দাদা 🙏

 3 years ago 

আসলেই সময় গেলে আর ফিরে আসে না। শুধু সময়ে কাটানো সৃতি গুলো আমাদের অনুভবে থেকে যায়।

 3 years ago (edited)

হুঁ, অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকুন

 3 years ago 

দিদি আপনার লেখাতে সাহিত্যিক ভাব খুঁজে পেলাম। লেখাগুলো এবং ফটোগ্রাফি গুলো বেশ ভালো ছিল। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে।

Preety Gorgeous photography of nature's clicks you shared w/ us
Pls keep sharing your day w/ steemit & be happy and healthy
@isha.ish
#affable

 3 years ago 

Thank you

 3 years ago 

হুম, সহজভাবে খুব কঠিন কিছু কথা আজ ব্যক্ত করলেন মনে হচ্ছে আপু, অতীত শব্দটির মাঝেই সব সময় অতীত থাকে, তাইলেই ছোয়া যায় না সত্য কিন্তু অনুভব করা যায়।

কিছু কিছু মুর্হুত কিংবা অনুভূতি না চাইলেও ফিরে আসতে চায়, মন চায় সেখানে আবার হারিয়ে যাই কিন্তু বতমান সময়ের শৃংখলে যে আবদ্ধ, চাইলেই সেখানে ফিরে যাওয়া যায় না। খুব সুন্দর লিখেছেন, ফটোগ্রাফিগুলোও ভালো ছিলো। ধন্যবাদ।

 3 years ago 

হ্যাঁ, দাদা, আপনার মন্তব্য পড়ে আমার খুব ভালো লাগলো।
আপনাকে অনেক ধন্যবাদ দাদা আমার পোস্টটি পড়ার জন্য।ভালো থাকুন।

 3 years ago 

আপনার লেখার ধরণ টা অনেক সুন্দর। খুব চমৎকার করে গুছিয়ে লিখেন। জীবন আসলেই এক অদ্ভুত জিনিস। অতীত জীবন স্মৃতি হয়ে এসে জীবন কে নাড়িয়ে দেয় তেমনি ভবিষ্যতে কি হবে সেটাও আমরা জানি না। অনেক চমৎকার

 3 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।ভালো থাকুন।

 3 years ago 

জীবন বড়ই জটিল লাগে। কাছের জিনিস দূরে চলে যায়। হাত বাড়িয়ে ডাকতে গিয়েও মুখে শব্দ আসে না। বড়ই যন্ত্রণা হয়।

জীবন আসলেই অনেক জটিল। অনেক জিনিস সত্যিই হারিয়ে যায়। কিন্তু বুকে পাথর চেপে ভুলে যেতে হয়। এটাই জীবনের বাস্তবতা।

খুব ভালো লেখনী ছিল। শুভ কামনা অবিরাম।

 3 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।ভালো থাকুন।

Coin Marketplace

STEEM 0.31
TRX 0.25
JST 0.040
BTC 93937.09
ETH 3283.56
USDT 1.00
SBD 6.64