নার্সারী র ফটোগ্রাফী || ১০% বেনিফিট @shy-fox এর জন্য

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

নমস্কার বন্ধুরা। আশা করছি সকলে ভালো আছেন।আমিও সুস্থ আছি।আগের সপ্তাহে যখন নার্সারী গিয়েছিলাম , তখন বেশ অনেক গুলো সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছিলাম।

শামুখের খোলসে অর্কিড

20220112_120939.jpg

আমার পোষ্ট গুলো যারা ফলো করেন, তারা হয়তো জানবেন, আমি আগের সপ্তাহে নার্সারী গিয়ে গাছ কিনে নিয়ে এসেছি।
আর আমার এই নার্সারী যাওয়ার ধুম লেগেই থাকে সেটাও হয়তো অনেকেই জানেন।

প্রিয় কসমস

20220112_113940.jpg

আজ আবারও বেশ অনেকদিন পর তাই গাছেদের ফটোগ্রাফি নিয়ে হাজির হলাম। আমার মনে হয় গাছেদের ফটোগ্রাফি একটু যেন বিশেষ ফটোগ্রাফি।

20220112_113437.jpg

কারণ আমরা সকলে সারা পৃথিবীতে কি কি প্রকার গাছ আছে, তা সম্পর্কে পুরোপুরি কখনও জানতে পারবো না, এটা সম্ভবই নয়।

20220112_113452.jpg

কোন দেশের কোন জায়গায় কোন গাছ আছে, কি ফুল আছে, সেগুলো একেবারেই আমাদের কাছে নতুন থেকে যাবে সবসময়।
তাই গাছেদের নিয়ে , ফুলেদের ফটোগ্রাফি একদমই ভিন্ন। আমি আশা করছি আপনারা ফটোগ্রাফি গুলো উপভোগ করবেন খুব।

এক প্রজাতির অর্কিড

20220112_115058.jpg

প্রতিটি ছবি আমি আমার অ্যান্ড্রয়েড ফোন - স্যামসাং গ্যালাক্সি এ ফিফটি টু দিয়ে ক্যাপচার করা। আমার প্রিয় মানুষটি এই ফোন আমাকে উপহার দিয়েছিল আগের বছর। আর এই ফোনের ক্যামেরা কোয়ালিটি জাস্ট দারুন।

অর্কিড ফুল

20220112_115048.jpg

নীচের ছবিতে যে গাছ গুলো দেখছেন অর্থাৎ ছোট ছোট টব থেকে ঝুলে পড়েছে , সেই গাছগুলি কেনার খুব ইচ্ছা ছিল ,তবে এতো বেশি দাম বলছিল ।আমি আর ওদিকে তাকালাম না ।কারণ বাড়িতে অলরেডি অনেক গাছ কিনেছি এই কয়েক মাসে। এরপরে আর বেশি পরিমাণে গাছ বাড়িতে ঢোকালে বাবা আমাকে খুন করে ফেলবে।

হোয়া

20220112_114811.jpg

বহু জবাফুল দেখেছি। কিন্তু নিচের ছবিতে যে জবাফুল টি আপনারা দেখছেন ,আপনারা সামনে না দেখলে বুঝতে পারবেন না, কি অসাধারণ কালার কম্বিনেশন ছিল ।সাদার মাঝে ওই হালকা কমলা রংটা যেন এত চকচক করছিল ,যেন কেউ অভ্র ঢেলে দিয়েছে ,আমার দুর্দান্ত লেগেছে এই জবা ফুল টা।

অবাক করে দেওয়া জবার রং

20220112_121405.jpg

ইনডোর প্ল্যান্ট এর ঘরে গিয়ে নিচের ছবিটা তুলেছিলাম ।ডানদিকে যে ছোট ছোট ক্যাকটাস দেখছেন, দুর্দান্ত লাগছিলো দেখতে ।বহুবার বাবার কাছে জেদ করেছিলাম ,কিন্তু বাবা বাড়িতে কিছুতেই ক্যাকটাস রাখতে দেয় না ।মাও ক্যাকটাস গাছ খুব একটা পছন্দ করে না ।তাই জন্য আমার কেনাও হয় না। তবে ক্যাকটাস গাছের দাম অনেক। এক একটা বড় বড় ক্যাকটাস গাছ প্রায় ২০০০ টাকা করে দাম ।আর ছোট ছোট যেগুলো দেখছেন ,গোলাপি হলুদ গাছ গুলো ।ওই ছোট গাছ গুলোর দাম ৩০০ টাকা করে।

ইনডোর প্ল্যান্ট এর বাড়িতে

20220112_114403.jpg

সবুজের মাঝে পিটুনিয়া কি সুন্দর করে যেন হাসছে ,এত সুন্দর রঙ দেখে আর থাকতে পারলাম না ।তাই ছবিটা তুলেছি।

পিটুনিয়া

20220112_113444.jpg

প্রতিটি ছবি আমি তুলেছি - ১২ ই জানুয়ারি তে ,২০২২।
প্লেস - নদীয়া নার্সারি

আজকের মত এখানেই ফটোগ্রাফি পোস্ট শেষ করছি। সকলে ভাল থাকুন ।সুস্থ থাকুন। নমস্কার।
@isha.ish

Sort:  
 3 years ago 

বাহ্ আপু আপনি অনেক সুন্দর করে আপনার শখের নার্সারীর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। আর দেখে খুব ভালো লাগলো আমার। আর যাই হোক সব মিলিয়ে আপনার পোস্টটি অনেক সুন্দর হয়েছে। আর তাই আপনাকে আমার পক্ষ থেকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর করে মন্তব্য করার জন্য।

 3 years ago 

Screenshot_20220120-202646_Twitter.jpg

 3 years ago 

আপু আপনার ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে। আজকের আপু আপনার ফটোগ্রাফির পোস্টের মাধ্যমে আমি কিছু নতুন ফুল দেখতে পারলাম যা আমার কাছে খুব ভালো লাগছে। অনেক সুন্দর করে ফুল গুলো ছবি তুলছেন দেখতে অসাধারণ লাগতেছে আপু। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপনাকে দাদা।

 3 years ago 

আপনার তোলা নার্সারির ফটোগ্রাফি গুলো আমার ভীষণ ভালো লাগে।আমি কখনো আগে নার্সারিতে যাইনি তাই খুব একটা আইডিয়া আমার নেই।কিন্তু আপনার মাধ্যমে অনেক ফুল দেখতে পারি যেগুলো আমার ভীষণ ভালো লাগে আর আমি খুব উৎসাহী থাকি এই পোস্ট গুলো দেখার জন্য।শামুকের খোলস এর মধ্যে অর্কিড ইউনিক আইডিয়াটা।তার সাথে প্রত্যেকটি ফুল অর্কিড থেকে শুরু করে জবার রং জাস্ট দারুন।আপনার এই ছবিগুলো দেখে মনে হচ্ছে যদি আমি একটু ঘুরে আসতে পারতাম ভীষণ ভালো লাগতো। আর এটাও সত্যি আপনার ফোনে খুব সুন্দর ফটো ওঠে।অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর সুন্দর নার্সারির ফটোগ্রাফি করে আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য।ভালোবাসা রইল আপনার জন্য।মাঝেমাঝে এরকম ফটোগ্রাফি শেয়ার করবেন দিদি আমার খুব ভালো লাগে।

 3 years ago 

অনেক সুন্দর করে গুছিয়ে মন্তব্য করেছেন, অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনার তোলা নার্সারীর ছবিগুলো অভূতপূর্ব হয়েছে। বিশেষ করে অর্কিড ফুলের ছবিটা আমার খুবই পছন্দের। ছবিগুলো দেখলে বোঝা যাচ্ছে আপনার ফুল এবং গাছ খুবই পছন্দের। ধন্যবাদ এরকম সুন্দর ছবি গুলো আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে দাদা

 3 years ago 

সবগুলো ছবিই দারুণ হয়েছে😊তবে বিশেষ কিরে খোলসের ভেতর অর্কিডের ছবিটির কথা বলতেই হয়,একটু বেশিই নজর কেড়েছে ছবিটি।
শুভ কামনা রইলো 🌺💚

 3 years ago 

হ্যাঁ, ওই ব্যাপারটা একেবারেই আলাদা ছিল, তাই তো ছবি তুলেছিলাম।অনেক ধন্যবাদ।

 3 years ago 

আপু আপনার প্রতিটা ফটোগ্রাফি অসম্ভব দারুন হয়েছে।আমার খুবই পছন্দ হয়েছে প্রতিটা ছবি।খুব নিখুত ভাবে করেছেন ছবি গুলো।শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

অনেক ধন্যবাদ দাদা।

ফুল হল ভালবাসার প্রতিক ফুল দেখলে যেন মনটা ভরে ওঠে । আপনার প্রতিটি ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করে নেবার জন্য।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

আপু আপনি অনেক সুন্দর ফটোগ্রাফি করেছেন।প্রতিটি ছবি দারুন ছিল।ফুলগুলো খুবই সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন।বিশেষ করে কসমস ফুল এবং অর্কিড ফুলের ফটোগ্রাফি আমার কাছে বেশি ভালো লেগেছে।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

একদম ঠিক, খুবই ভালো ছিল ছবি গুলো।

 3 years ago 

➡️ প্রত্যেকটা ছবি খুব অসাধারণ ভাবে তুলেছেন আপনি। কিছু ছবি আমার কাছে খুবই দুর্দান্ত লেগেছে। নার্সারী ভিতর এত সুন্দর সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।
 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.16
JST 0.029
BTC 62284.56
ETH 2424.79
USDT 1.00
SBD 2.58