পুথির ব্রেসলেট। পর্ব ৪। ১০% লাজুক শেয়ালের জন্য।

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু-আলাইকুম।

কেমন আছেন বন্ধুরা। আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে ভালই আছি। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পুথির ব্রেসলেট। আমি এখন মাঝেমধ্যেই পুঁথি দিয়ে ব্রেসলেট বানিয়ে নেই। পুতির ব্রেসলেট বানাতে আমার খুবই ভালো লাগে। সেই সাথে আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস পড়ে আমি আরো উৎসাহিত হয় পুথি দিয়ে ব্রেসলেট বানাতে। বরাবরের মতো আজও আমি বিভিন্ন কালারের পুথি দিয়ে ব্রেসলেট বানিয়েছি। প্রতিটি ধাপ আমি সুন্দরভাবে গুছিয়ে দেয়ার চেষ্টা করেছি। আশা করি আমার পোস্টটি দেখে যে কেউ পুথি দিয়ে ব্রেসলেট বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন দেখে নেয়া যাক আমি কিভাবে পুথির ব্রেসলেট টি তৈরি করেছি।

20220830_111401.jpg

প্রয়োজনীয় উপকরণ

  • বিভিন্ন কালারের পুথি
  • সুই
  • সুতা।

20220830_111552.jpg

20220830_111543.jpg

প্রস্তুত প্রণালী

ধাপ ১ঃ

20220830_105157.jpg

20220830_105303.jpg

প্রথমে একটি সাদা সুতা নেই।এবার সাদা সুতায় ছয়টি ছোট ছোট সাদা পুঁথি গেথে নেই। এবার পুথিগুলি গোল করে সুতা দিয়ে ভালোভাবে বেঁধে নেই।

ধাপ ২ঃ

20220830_105333.jpg

20220830_105356.jpg

এরপর বড় একটি লাল পুথি এবং ছোট একটি সাদা পুথি সুতায় গেঁথে নেই।

ধাপ ৩ঃ

20220830_105450.jpg

20220830_105823.jpg

এবার ছবির মত করে এভাবে পর্যায়ক্রমে পুঁথি গুলো গেথে নেই।

ধাপ ৪ঃ

20220830_110030.jpg

20220830_110237.jpg

এরপর আরো ছয়টি ছোট সাদা পুথি সুতায় গেথে নেই এবং গোল করে বেঁধে নেই।

ধাপ ৫ঃ

20220830_110825.jpg

20220830_111032.jpg

এভাবে দুইটি ফুলের মত বানিয়ে নেই। এবার ব্রেসলেট এর দুই পাশে গোল্ডেন কালার এবং সাদা কালারের পুথি গেথে নেই।

ধাপ ৬ঃ

20220830_111351.jpg

20220830_111237.jpg

এ পর্যায়ে হয়ে গেল আমার পুথি দিয়ে ব্রেসলেট বানানো।

আজকের মত এ পর্যন্তই। আবার কথা হবে অন্য কোন বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো এখানেই শেষ করছি।
Photographer@iraniahmed
DeviceSamsung M01s
Sort:  
 2 years ago 

তিন কালারের প্রতি ব্যবহার করে খুবই সুন্দর একটি বেসলেট প্রস্তুত করেছেন দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে।। বিশেষ করে সাদা কালারের মাঝে লাল এবং সোনালী কালার হওয়াতে সৌন্দর্যটা বেশি ফুটে উঠেছে।। সুন্দর উপস্থাপনা করেছেন শুভেচ্ছা রইল আপনার জন্য

 2 years ago 

আমার বানানো পুথির ব্রেসলেটটি দেখে আপনার ভালো লেগেছে জেনে খুবই ভালো লাগলো। আসলেই বিভিন্ন কালারের পুথি দিয়ে ব্রেসলেট বানালে দেখতে বেশ ভালই লাগে।

 2 years ago 

আমি ছোটবেলায় দেখতাম আমার আপু পুতি দিয়ে সুন্দর সুন্দর জিনিস তৈরি করত।। আপুর বানানো অনেক জিনিসই এখনো আমাদের ঘরে রয়েছে।।

 2 years ago (edited)

ওহ আপু বিভিন্ন মেলায় আমরা এ ধরনের পুতির ব্রেসলেট দেখতে পাই। খুবই ভালো লাগে আমি অনেক কিনেছিও। কিন্তু আজকে আপনার কাছ থেকে শিখে নিয়েছে এগুলো কিভাবে বানায়। তাই আমি অবশ্যই পুঁতি কিনে এনে বাসায় ট্রাই করবো। সাদা এবং লাল কালার খুব সুন্দর ফুটে উঠেছে।

 2 years ago 

আপনি পুঁথি কিনে এনে বাসায় ট্রাই করবেন একথা শুনে আমার ভীষণ ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

বিভিন্ন কালারের পুঁথি দিয়ে খুবই সুন্দর একটি ব্রেসলেট তৈরি করেছেন। অনেক ভালো লাগলো আপনার ব্রেসলেট তৈরি দেখে। ছোটবেলায় অনেক ব্রেসলেট, পায়ের নুপুর, মালা, তৈরি করতাম। কিন্তু এখন সময়ের অভাবে তৈরি করা হয় না। তাও মাঝে মাঝে সময় পেলে তৈরি করে থাকি। ধন্যবাদ শেয়ার করার জন্য।

 2 years ago 

আমিও ছোটবেলায় পুথি দিয়ে ব্রেসলেট, পায়ের নুপুর, মালা এগুলা বানাতাম।

 2 years ago 

আপনি দেখছি অনেক সুন্দর পুতির ব্রেসলেট তৈরি করেছেন। ছোটবেলায় আমিও এই পুতি দিয়ে ব্রেসলেট, নুপুর, টিকলি, গলার হার বানাতাম আর অন্যদের উপহার দিতাম। আজ আপনার এই সুন্দর ব্রেসলেট গুলো দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল।

 2 years ago 

আপনার মন্তব্য পরে আমার খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

আপু আপনার পুঁথির ব্রেসলেট টি আমার কাছে খুবই চমৎকার লেগেছে ।আপনার কাছে পুঁথি দিয়ে ব্রেসলেট বানাতে ভালো লাগে জেনে বেশ ভালো লাগলো। আসলে এভাবে পুঁথি দিয়ে ব্রেসলেট বানাতে পারলে তাহলে তো আর কিনে ব্রেসলেট পরার প্রয়োজন পড়ে না। দারুন বানিয়েছেন আপনি ।পুঁথিগুলোর কালারও খুবই চমৎকার। খুব সুন্দর ইউনিক একটি কাজ দেখিয়েছেন আপনি ।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনার সুন্দর মন্তব্য পরে আমার খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

আপনি খুব সুন্দর করে পুথির ব্রেসলেট তৈরি করেছেন। তিন কালার দেয়াতে ব্রেসলেটি খুব অসাধারণ লাগলো। শুরু থেকে শেষ পর্যন্ত খুব সুন্দর করে সাজিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা।

 2 years ago 

বিভিন্ন কালারের পুতির ব্রেসলেট বানাতে আমার খুবই ভালো লাগে। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

চমৎকার একটি পুতির ব্রেসলেট তৈরি করেছেন আপনি। কালার গুলো বেশ ম্যাচ করেছে। দেখতে খুবই চমৎকার লাগছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য। আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা।

 2 years ago 

আপু আপনার এই পুথির ব্রেসলেট পড়তে খুব ইচ্ছে করছে। এত সুন্দর ব্রেসলেট হাতে পড়লে যেকোনো মানুষকেই মানাবে।আমার কাছে এই ব্রেসলেট গুলো অনেক ভালো লাগে।আপু মনে হচ্ছে এই ব্রেসলেট বানাতে অনেক সময় লেগেছিল। প্রতিটা ধাপ খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। আপনার এই আইডিয়া অনেক ইউনিক লেগেছে। ধন্যবাদ ইউনিক পোস্ট শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.15
JST 0.029
BTC 63820.95
ETH 2497.43
USDT 1.00
SBD 2.69