ফটোগ্রাফি। ১০% লাজুক শিয়ালের জন্য।

in আমার বাংলা ব্লগ2 years ago
আসসালামু-আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে ভালই আছি।

আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব আমার তোলা এবং আমার পছন্দের কয়েকটি ফটোগ্রাফি। ফটোগ্রাফি করতে আমার খুবই ভালো লাগে। নীল আকাশ এবং ফুলের ফটোগ্রাফি করতে আমার সবথেকে বেশি ভালো লাগে। এগুলো দেখলেই মনটা খুব ভালো হয়ে যায়। আমি মাঝেমধ্যে ফটোগ্রাফি করে আপনাদের সঙ্গে শেয়ার করি। আজও তেমনি কয়েকটি ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আজকের ফটোগ্রাফি হল কিছু পোকামাকড় এবং বন্য ফুলের ফটোগ্রাফি। ফুলের ফটোগ্রাফি করতে যেয়ে অনেক ধরনের পোকামাকড় চোখে পড়ে। সেগুলো ফটোগ্রাফি করলে দেখতে বেশ ভালই লাগে। তাহলে চলুন আমার ফটোগ্রাফিগুলো এবার দেখে নেয়া যাক।

আলোকচিত্রঃ ১


20220823_140346.jpg20220823_140343.jpg

20220823_140351.jpg

আকাশ দেখতে কার না ভালো লাগে। আকাশ এক এক সময় এক এক ধরনের রঙে দেখতে পাওয়া যায়। কখনো নীল কখনো সাদা। তবে নীল আকাশে সাদা মেঘ দেখতে আমার সবথেকে বেশি ভালো লাগে। যখনই নীল আকাশে সাদা মেঘ দেখতে পায় তখনই আমি ফটোগ্রাফি করে রাখি।

আলোকচিত্রঃ ২

20220806_154451.jpg

20220806_154449.jpg

এটি কোন একটি প্রকার বাসা। হয়তো এ বাসার মধ্যে পোকাও রয়েছে। তবে তা বাইরে থেকে একদমই বোঝা যায় না। আম পাতার সাথে এ ধরনের পোকার বাসা প্রায়ই দেখা যায়।

আলোকচিত্রঃ ৩

20220806_120728.jpg

20220806_120726.jpg

এটি কি ফল তা আমি জানিনা। এগুলো আগেও আমি কখনো দেখিনি। হঠাৎই আমার চোখে পরল অনেক দূর থেকে। এই ফলগুলো চকচক করছে। তখন আমি এগুলোর ছবি তুলে রেখেছি। বাস্তবে দেখতেও অসম্ভব সুন্দর ছিল।

আলোকচিত্রঃ ৪

20220806_120643.jpg

20220806_120640.jpg

এটি হলো একটি বন্যফুল। এগুলো ছোট ছোট আকৃতির। তবে দেখতে খুবই সুন্দর লাগে। আমি মাঝেমধ্যে এ ধরনের ফটোগ্রাফি করে আপনাদের সঙ্গে শেয়ার করি।এ ধরনের ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে।

আলোকচিত্রঃ ৫

20220806_153519.jpg

20220806_153512.jpg

এগুলো এক ধরনের বিচ্ছু পোকা। দেখতে যতটা ভয়ঙ্কর লাগছে বাস্তবে একদমই ভয়ংকর না। ছবি তোলার পড়ে দেখে আমার একটু ভয় ভয় লাগছিল। এগুলো সাইজে তেমন একটা বড় না।

আলোকচিত্রঃ ৬

20220806_153800.jpg

20220806_153751.jpg

এগুলো এক ধরনের পোকা। এগুলো খুবই দ্রুত ছোটাছুটি করে। ছবি তোলা প্রায় অসম্ভব ছিল। অনেক কষ্টে ছবি তুলেছি।

আজকের মত এ পর্যন্তই। আবার কথা হবে অন্য কোন বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো এখানেই শেষ করছি।

Photographer@iraniahmed
DeviceSamsung m01s
LocationSadarpur
Sort:  
 2 years ago 

আমার কাছেও প্রকৃতির মধ্যে আকাশ এবং ফুলের ফটোগ্রাফি করতে বেশি ভালো লাগে। ফটোগ্রাফি গুলো বেশ চমৎকার হয়েছে। তবে ৫ নং ফটোগ্রাফির বিচ্ছুটা দেখে কেমন গিনগিন করে উঠলো। ভালো ছিল ফটোগ্রাফি গুলো।।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

জি আপু আপনি একদম ঠিক বলেছেন নীল আকাশ এবং ফুলের ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লাগে। আমি ও মাঝে মাঝে আকাশের এবং ফুলের ফটোগ্রাফি শেয়ার করি। আকাশের ফটোগ্রাফি আমার কাছে যে কোন অবস্থাতেই ভালো লাগে সেটা হোক মেঘলা আকাশ অথবা রৌদ্রজ্জ্বল আকাশ। আপনার ফটোগ্রাফি দেখতে পেরে খুবই ভালো লাগছে। প্রত্যেকটা ফটোগ্রাফি খুব সুন্দর ছিল।

 2 years ago 

আমারও মেঘলা আকাশ অথবা রোদ্রউজ্জ্বল আকাশ যাই হোক না কেন দেখতে খুবই ভালো লাগে।

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

 2 years ago 

আপনি ঠিক বলেছেন আপু আকাশ দেখতে আসলে ভালই লাগে। আপনি খুব সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন আর আমাদের সাথে শেয়ার করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো ভালো লাগছে ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আকাশ দেখতে সবার অনেক ভালো লাগে। আমার ছবিগুলো আপনার ভালো লেগেছে জেনে খুবই ভালো লাগলো।

 2 years ago 

আপু আপনার ফটোগ্রাফি গুলো অসাধারণ ছিল। সত্যি নীলাকাশ দেখতে আমার অনেক ভালো লাগে। বিচ্ছু পোকা দেখতে বেশ সুন্দর লাগছে।ধন্যবাদ সুন্দর ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার তোলা বিচ্ছু পোকা আপনার ভালো লেগেছে জেনে খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে

 2 years ago 

ফটোগ্রাফি করতে গিয়ে নতুন কিছু খুঁজে পেলেন তাহলে। লাল বন্য ফল গুলো দুর্দান্ত। তবে হুট করে এগুলো না খাওয়া ভালো। ছোটবেলায় দাদু বারণ করতো। শরীর খারাপ হতে পারে। বন বাদারে অনেক বিষাক্ত ফল থেকে থাকে।

 2 years ago 

ঠিকই বলেছেন আপু, বনে বাদারে অনেক বিষাক্ত ফল থাকে। এগুলা দেখতে সুন্দর হলেও খাওয়া একদমই ঠিক না।

 2 years ago 

আপনি অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। আমি তো দেখেই মুগ্ধ হয়ে গেলাম। এটি সুন্দর সুন্দর ফটোগ্রাফি উপস্থাপনা করে আমাদের মাঝে তুলে ধরার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আপনার মন্তব্য পড়ে আমার খুবই ভালো লাগলো ধন্যবাদ আপনাকে

 2 years ago 

চমৎকার কিছু আলোকচিত্র আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন ফটোগ্রাফি গুলো অনেক বেশি আকর্ষণীয় ছিল বিশেষ করে ৩ এবং ৫ নম্বর ফটোগ্রাফিটা সব থেকে বেশি ভালো লেগেছে।

 2 years ago 

তিন এবং পাঁচ নাম্বার ফটোগ্রাফি আমারও অনেক ভালো লেগেছিল। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপু কীট পতঙ্গ পোকাড় পটোগ্রাফি দেখলাম। পোকাড়াও কত সুন্দর বাসা তৈরী করে। তাদের মাঝেও ইন্জিনিয়ার আছে হা হা হা কত সুন্দর নকশা করছে। একটু ভয়ের সাথে ভাল লাগলো। ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.029
BTC 66892.02
ETH 3513.87
USDT 1.00
SBD 2.67