রঙিন কাগজের নকশা তৈরি

বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।আজকে আপনাদের সাথে শেয়ার করব রঙিন কাগজের নকশা তৈরি। নকশাটি তৈরি করার পর দেখতে অনেক সুন্দর হয়েছে। কাগজের নকশা তৈরি করতে অনেক কাটতে ও ভাজ দিতে হয়।আমি যতটুকু সম্ভব ছবি দিয়েছি।আশা করি আপনারা ছবি দেখে বুঝতে পারবেন। আপনাদের কাছে ভাল লাগবে আশা করি।।

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।আজকে আপনাদের সাথে শেয়ার করব রঙিন কাগজের নকশা তৈরি। নকশাটি তৈরি করার পর দেখতে অনেক সুন্দর হয়েছে। কাগজের নকশা তৈরি করতে অনেক কাটতে ও ভাজ দিতে হয়।আমি যতটুকু সম্ভব ছবি দিয়েছি।আশা করি আপনারা ছবি দেখে বুঝতে পারবেন। আপনাদের কাছে ভাল লাগবে আশা করি।।

![Uploading image #1...]()

![]()

প্রয়োজনীয় উপকরণ :

প্রয়োজনীয় উপকরণ :

রঙিন কাগজ

কাঁচি

পেন্সিল

পেন্সিল

প্রথমে একটি চারকোণা রঙিন কাগজ নিলাম। কাগজটি কোণাকুণি ভাবে ভাজ করলাম।ভাজ করার পর বাকি আংশটা কেটে ফেলেছি।

![]()

![Uploading image #4...]()

![]()

আবার আরো একবার কোণাকুণি ভাজ করেছি।তারপর আবার ও ভাজ করেছি।আপনারা ছবি দেখলে ভালভাবে বুঝতে পারবেন।

![Uploading image #6...]()

![Uploading image #7...]()

![Uploading image #8...]()

![Uploading image #9...]()

![]()

আমি মোট পাচঁটি ভাঁজ করেছি।শেষ ভাজটিতে কোণা বের হয়েছে ওইটা কেটে ফেলতে হবে।এরপর পেন্সিল দিয়ে নকশা আকে নিতে হবে।

![]()

![]()

![]()

![]()

তারপর আকাঁ অনুসারী কেটে নিতে হবে।কাটাঁর পর পুরোটা খুলে পেলতে হবে।খুলার পর একটা ফুলের নকশা তৈরি হবে।

![Uploading image #15...]()

![]()

![]()

![]()

![]()

ধন্যবাদ

Sort:  
 7 months ago 

রঙিন কাগজ কেটে অনেক সুন্দর একটি নকশা তৈরি করেছেন আর কাগজগুলোকে কিভাবে কাটতে হয় সেটা আমাদের মাঝে ফুটিয়ে তোলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

ধন্যবাদ,😊😊😊😊

Posted using SteemPro Mobile

 7 months ago 

আপনি আজকে রঙিন কাগজের নকশা তৈরি করেছেন। এটা ভীষণ ভালো ছিল এবং আপনার জন্য শুভেচ্ছা রইল দারুন একটি কাজ আমাদের মাঝে শেয়ার করার জন্য

Posted using SteemPro Mobile

ধন্যবাদ ☺️☺️☺️

Posted using SteemPro Mobile

 7 months ago 

রঙিন কাগজের তৈরি নকশাটি দেখতে অসম্ভব সুন্দর লাগছে। এর কালার এবং কাটিং টি বেশ দারুন হয়েছে। আপনি আপনার তৈরি পদ্ধতি আমাদের মাঝে সুন্দর ভাবে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য

Posted using SteemPro Mobile

 7 months ago 

আপনি রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি নকশা বানিয়েছেন। আপনার এই নকশা আমার কাছে খুব ভালো লেগেছে। এই ধরনের নকশা বানিয়ে ঘর সাজালে দেখতে অনেক ভালো লাগে। এই নকশাগুলো বানাতে সহজ তবে কাটার সময় খুব সাবধানে কাটতে হয়। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত সুন্দর নকশা আমাদের সাথে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.029
BTC 65560.09
ETH 3467.72
USDT 1.00
SBD 2.68