You are viewing a single comment's thread from:

RE: কবিতা "মনের মানুষের খোঁজ"

in আমার বাংলা ব্লগ3 years ago

প্রথমে দাদা আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা আমাদের দর্শনের সুযোগ করে দেওয়ার জন্য । প্রকৃতপক্ষে দর্শন নয় সেটি হলো অনুভূতির বিষয় । আপনার প্রতিটি কথা এবং প্রতিটি লাইন আমার বিবেককে আপনার মত প্রশ্ন করছিল ও এবং উত্তর খুজছিলো। আমি যেন ভাবনার জগতে কিছুটা মুহূর্তের জন্য হারিয়ে গিয়েছি কল্পনার জগতে । সত্যিই তো আমরা কি কখনো নিজেকে নিয়ে নিজে এভাবে প্রশ্ন করেছি । আসলে আমাদের প্রত্যেকেরই এই জিনিসগুলা বারবার ভাবা উচিত বলে আমি মনে করি । তাহলে আমাদের দোষ-ত্রুটির কালিমা গুলো ধুয়ে মুছে ফেলে আমাদের মনের ভেতরকার সুন্দর মানুষটিকে খুঁজে পাওয়ার কিছুটা হলেও প্রেরণা জোগাতে পারব । আপনার পুরো কবিতাটি আমার কাছে অসম্ভব ভাল লেগেছে যা ভাষায় প্রকাশ করে বোঝাতে পারবো না । বিশেষ করে এই লাইনগুলো আমার কাছে অসম্ভব ভালো লেগেছে ।

আমি আসলে কে ? কবে খুঁজে পাবো নিজেকে ?
ভেবেছিলাম মনের মানুষ খুঁজবো ।
কিন্তু, আগে নিজেকেই পেলাম না খুঁজে,
নিজেকেই চিনতে ব্যর্থ আমি ।
মনের মানুষ খুঁজবো কেমনে !

প্রকৃতপক্ষেই "আমার বাংলা ব্লগে" আমরা যারা বসবাস করছি তারা সত্যিই অনেক ভাগ্যবান যে, আপনার মতো মহৎ হৃদয়ের একজন মানুষ আমরা পেয়েছি । আপনার সান্নিধ্যে থাকতে পারলে আমরা ও আমাদের ভেতরের আসল মানুষটাকে কিছুটা হলেও চেনার প্রয়াস পাব বলে আশা রাখছি । আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি ।

Coin Marketplace

STEEM 0.24
TRX 0.24
JST 0.039
BTC 103278.83
ETH 3265.94
SBD 5.82