দেশী চিংড়ি ভুনা রেসিপি || 10% to @shy-fox

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা,
আমি তানিয়া আক্তার, ঢাকা-বাংলাদেশ হতে আরো একটি নতুন রেসিপি নিয়ে।

চিংড়ি মাছ তাও আবার দেশী চিংড়ি, মানে স্বাদের উপর স্বাদ। কিছু দিন পূর্বেও আমি দেশী চিংড়ি মাছ দিয়ে পুঁইশাক রান্না রেসিপি শেয়ার করেছি। দেশী চিংড়ি মাছ দিয়ে যে কোন তরকারী বেশ স্বাদের হয়। আমি অবশ্য বড় সাইজের চিংড়িগুলো খুব বেশী পছন্দ করি না। তবে একটা কথা সত্য যে অনেকেই ছোট মাছ কুটার ভয়ে খেতে চান না। তবে দেশী চিংড়ি মাছ কুটাটা খুব বেশী কষ্টের না।

সেদিন বাড়ীতে অনেগুলো চিংড়ি মাছ এনেছিলেন, ভালো এবং সস্তা পেলে যা হয়। আমি অর্ধেক পরিমান ফ্রিজে রেখে দিয়েছিলাম। আজ রান্না করার জন্য বের করেছি। তবে আজকের চিংড়ি রান্নাটা হবে স্পেশাল রেসিপি। আমি যখন ছোট ছিলাম তখন আব্বু এই রকম অনেক দেশী চিংড়ি মাছ আনতেন। আম্মু অর্ধেকগুলো দিয়ে আমাদের জন্য চিংড়ির বড়া বানাতেন এবং বাকিগুলো শুধু পেঁয়াজ দিয়ে ভুনা করতেন। চিংড়ি ভুনা খেতে অনেক বেশী স্বাদের হয়।

GD0pUyRGvOYNnIBQhLJRedzYRtQ.webp

তাই আজ আমি দেশী চিংড়িগুলোকে পেঁয়াজ এবং মসলা দিয়ে একটু ঝাল করে ভুনা করেছি। আমরাতো এখন নানা ধরনের সবজি দিয়ে মাছ রান্না খেতে পছন্দ করি, কিন্তু আগের দিনে মানুষজন এই রকম শুধু মাছ দিয়ে ভুনা তরকারি বেশী খেতেন। আশা করছি আজকের চিংড়ি মাছের ভুনা রেসিপি আপনাদের ভালো লাগবে।

উপকরণঃ

  • দেশী চিংড়ি
  • পেঁয়াজ
  • কাঁচা মরিচ
  • হলুদ
  • মচির
  • আদা-রসুন পেষ্ট
  • লবন
  • তেল।

Untitled.jpg

প্রস্তুত প্রণালীঃ

ধাপ-১
চিংড়িগুলোকে আগেই ধুয়ে পরিস্কার করে একটি পাত্রে রেখেছি। তারপর একটি কড়াই চুলায় দিয়ে তেল গরম করেছি এবং পেঁয়াজ ও কাঁচামরিচ দিয়ে কিছুটা ভাজা ভাজা করেছি।

G7PlchSXcvhZjlQvgXEVCbGzBzS.webp

ধাপ-২
পেঁয়াজ একটু ভাজা ভাজা হওয়ার পর, হলুদ, মরিচ গুড়া, লবন এবং আদা-রসুনের পেষ্ট দিয়ে কিছু সময় কষা করেছি।

G6TwyoSTcolpKegyZlXhBolEclT.webp

ধাপ-৩
কষানো শেষ হওয়ার পর পরিস্কার করে রাখা চিংড়িমাছগুলো এগুলোর সাথে দিয়ে কিছু পানি দিয়েছি। এখন কিছুটা সময় রান্না করতে হবে।

GDKcYacGystvOIEtXERjgOuFeKP.webp

ধাপ-৪
মাঝে মাঝে এগুলোকে একটু নাড়া চাড়া দিয়েছি যাতে সমসাগুলোর সাথে মিশতে পারে, পানি কমে আসা পর্যন্ত রান্না করেছি।

GDOxxyntQDAAQrUFUKJxZfftmaV.webp

ধাপ-৫
পানি কমে আসার পর চেক করে নামিয়ে নিয়েছি। এই হলো আমাদের সহজ এবং স্বাদের দেশী চিংড়ি মাছ ভুনা। খুব বেশী সময় লাগে না কিন্তু বেশ স্বাদের হয় খেতে।

GA5kvsueVbiXTpGadpdxUbfaeQB.webp

এই ছিলো আমার আজকের রেসিপি আপনাদের জন্য, ভালো লাগলে মন্তব্য করবেন আশা করছি, তাতে আরো রেসিপি শেয়ারে উৎসাহ পাবো।

ধন্যবাদ সবাইকে।


Leader Banner-tania.jpg
Follow Me On Other Sides
|Twitter| Instagram |YouTube|

Sort:  
 3 years ago 

চিংড়ি মাছ আমার ছোট বেলা থেকেই খুবই প্রিয়,আর যদি সেটা চিংড়ি ভুনা হয় তাহলে তো আর কোন কথাই থাকে না

আপনি খুবই সুন্দর ভাবে স্টেপ বাই স্টেপ তুলে ধরেছেন,

 3 years ago 

আমাদের দেশের অনেকেই চিংড়ি মাছ খুব পছ্ন্দ করেন।

 3 years ago 

খুবই সুস্বাদু রেসিপি। চিংড়ির রেসিপি সবসময় ই স্বাদের হয়। খুব সুন্দর তৈরি করেছেন। ধন্যবাদ আপু।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আহা, মজা মজা মজার রেসিপি এটা। গরম ভাতের সাথে দেশী চিংড়ি মাছের ভুনা, আর কিছু লাগবে না আমার পুরো প্লেট খালি হয়ে যাবে এমনিতেই। ধন্যবাদ

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

চিংড়ি মাছ আমাদের পরিবারের সবার ভীষণ প্রিয়।আমাদের বাজার থেকে মাছ কিনলেই সঙ্গে চিংড়ি মাছ কেনা হয়।কারণ চিংড়ি মাছ যেকোনো তরকারীতে দিলে ভীষন টেস্টি হয় খেতে।আপনার রেসিপিটি খুব সুন্দর হয়েছে আপু।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

চিংড়ি প্রায় সব সময় বাজারে পাওয়া যায় কিন্তু দেশীগুলো সব সময় পাওয়া যায় না।

 3 years ago 

রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ, আমি আপনার পোস্ট পড়ে খুব খুশি এবং আমি অনেক জ্ঞান পেয়েছি ..

😊😊

 3 years ago 

আপনাকেও ধন্যবাদ পোষ্টটি পড়ার জন্য।

 3 years ago 

চিংড়ি মাছ আমার অনেক পছন্দের একটি মাছ। রেসিপি খুব সুন্দর হয়েছে। দেশি চিংড়ি নিশ্চই অনেক সুস্বাধু হয়েছে ভুনা টি। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

দেশী চিংড়ি মাছ ছোট হলেও খেতে বেশী স্বাদ লাগে।

এটা খুবই সুস্বাদু, আমি তোমার রান্না দেখেছি, আমার পেট খুব ক্ষুধার্ত এবং আমি এটা খেতে চাই।.hehe

 3 years ago 

খেয়ে দেখতে পারেন স্বাদ অনেক ভালো।

 3 years ago 

চিংড়ি আমার খুব প্রিয় একটি মাছ। খুব সুন্দর একটি রেসিপি। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাকেও ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

🙂🙂

 3 years ago 

মাশাল্লাহ মাশাল্লাহ। রেসিপি টপিক শুনি মুখে জল চলে এসেছে। এবং খুব সুন্দর দেশী চিংড়ি ভুনা রেসিপি তৈরি করেছেন।
আমিও তৈরি করার চেষ্টা করবো অবশ্যই।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.029
BTC 56608.36
ETH 2976.28
USDT 1.00
SBD 2.15