DIY ইভেন্টে আমার প্রথম অংশগ্রহন নৌকা তৈরীর মাধ্যমে

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা, আমি তানিয়া আক্তার, ঢাকা বাংলাদেশ হতে।

আমি খুব বেশী কিছু পারি না, তবে সেদিন কমিউনিটির এ্যাডমিন্টন @rme এর পোষ্টটি দেখে কিছুটা আগ্রহী হয়েছি আজকের পোষ্টটি তৈরী করার জন্য। স্কুল জীবনে বৃষ্টির সময় আমরা বান্ধবীরা মিলে খাতার পৃষ্টা ছিড়ে নৌকা বানাতাম, তারপর বৃষ্টির পানিতে সেগুলোকে ভাসিয়ে দিতাম, জানি না কেন জানি তখন বিষয়টি খুব বেশী উপভোগ করতাম। আমি একা না আমার সহপাঠী সবার মাঝেই একটা বাড়তি আনন্দ দেখা যেতো তখন।

এখন মাঝে মাঝে চিন্তা করি, আমরা ছোট বেলায় কত ছোট মানুষি করেছি, তখন যেগুলো খুব উপভোগ করতাম সেগুলো কথা মনে করে এখন চিন্তা করি সেগুলো ছিলো ছোট মানুষি এবং আনন্দ করার একটা সুন্দর উপলক্ষ্য। এখন এগুলোকে আর উপলক্ষ্য মনে হয় না, ঠিক সেভাবে আনন্দ করা যায় না। কারন আমাদের বয়স বাড়ার সাথে সাথে সব কিছু পরিবর্তন হতে থাকে।

IMG20210815184108.jpg

আমরা বড় হওয়ার সাথে সাথে আমাদের আগ্রহ এবং চিন্তাধারা সবই পরিবর্তন হয়ে যায়। তাই পরবর্তীতে সেগুলোর প্রতি আমাদের আর আগ্রহ থাকে। আজ ১৫ আগষ্ট ভারতে মহান স্বাধীনতা দিবস, তবে উল্টো দিকে আমাদের জন্য শোকের দিন। তাই বাংলাদেশী হিসেবে শোকের অংশস্বরূপ আমি কালো রং এর কাগজ ব্যবহার করেছি। ছোট বেলার স্মৃতিতে ফিরে গিয়েছি, কাগজ নিয়ে নৌকা বানিয়েছি , যদিও কিছুটা কষ্ট হয়েছে কারন অনেক কিছুই ভুলে গিয়েছিলাম।

নৌকা


প্রথম ধাপ

IMG20210815183354.jpgIMG20210815183704.jpg

এক টুকরা কাগজ নিয়েছি এবং তার দুই কোনা ভাজ করেছি।

দ্বিতীয় ধাপ

IMG20210815183719.jpgIMG20210815183815.jpg

নিচের অংশ ভেঙ্গে মাঝখান বরাবর সমান করেছি।

তৃতীয় ধাপ

IMG20210815183835.jpgIMG20210815183857.jpg

উপরের দুটি মাথা নিচের মুখি করে উল্টো ভেঙ্গেছি দুই পাশেরটা সমান ভাবে।

চতুর্থ ধাপ

IMG20210815183911.jpgIMG20210815184020.jpg

তারপর সেই দুই মাথা ধরে সোজা করে টান দিয়ে নৌকা বানিয়েছি।

শেষ ধাপ
IMG20210815184108.jpg

দেখুন কি সুন্দর নৌকা তৈরী হয়েছে। আমার কাছে ভালো হয়েছে তবে আপনাদের দক্ষতা অনুযায়ী হয়তো আরো সুন্দর হতো। অনেক দিন পর চেষ্টা করেছি, না দেখলে মনেই থাকতো না। পরেরটায় প্লেন তৈরীর দৃশ্যগুলো শেয়ার করবো।

ধন্যবাদ।


Leader Banner-tania.jpg
Follow Me On Other Sides
|Twitter| Instagram |YouTube|

Sort:  
 3 years ago 

অনেক সুন্দর বানিয়েছেন আপু ।শুভেচ্ছা রইলো।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

কাগজের তৈরী নানা জিনিষ নিয়ে আমরা যতটা আনন্দময় সময় উপভোগ করেছি, এখনকার ছেলে-মেয়েরা তার কিছুই করতে পারে না, কারন তারা তো মোবাইল আর গেম নিয়েই সারাদিন কাটিয়ে দেয়।

 3 years ago 

এখনকার ছেলে মেয়েরা কিন্তু আরো অনেক কিছু বানাতে পারে ইউটিউব দেখে দেখে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.030
BTC 56355.98
ETH 2973.83
USDT 1.00
SBD 2.14