বাড়ির উঠানের বাগান ও সুন্দর সময়ের ফটোগ্রাফি || 10% to @shy-fox

in আমার বাংলা ব্লগ3 years ago

G8JklJwzyjqlzgSjHGoBGsLfHtK.webp

হ্যালো বন্ধুরা,
আমি তানিয়া আক্তার, ঢাকা-বাংলাদেশ হতে।

সময়গুলোকে সুন্দর করার কত ধরনের প্রচেষ্টা আমরা চালাই, আমি নিজেও মাঝে মাঝে ভিন্ন কিছু করার চেষ্টা করি। আমরা যখন সময়গুলোকে উপভোগ্য করতে ব্যর্থ হই, তখন আমাদের কাছে সময়গুলো অনেকটা বোঝার ন্যায় মনে হয়। সময় তখন একদম কাটতে চায় না।

বেশ কিছু দিন যাবত আমি বাড়ীর উঠানে লাগানো কয়েকটি পেঁপে গাছের যত্ন নেয়ার মাধ্যমে সময় ব্যয় করছি। গাছগুলো খুব একটা বড় হয় নাই এখনো, কিন্তু তবুও কয়েকটি গাছে সুন্দর সুন্দর পেঁপে ধরেছে। এগুলো কিছুটা ভিন্ন ধরনের। আমরা সচারচর গোল ধরনের পেঁপে বেশী দেখে থাকি বাজারে। কিন্তু আমাদের বাড়ীর উঠানে লাগানো গাছগুলোর পেঁপে কিছুটা লম্বাটে ধরনের হয়েছে।

G3NbpsdvSvKfFWIuTYUEXJBBkTV.webp

আজ বিকেলে গাছগুলোর সাথে কিছু সেলফি এবং ফটোগ্রাফি করি। যারা ফেসবুক কিংবা অন্যান্য সামাজিক সাইডে ব্যস্ত থাকেন, তারা এই ধরনের সেলফি তুলতে খুব বেশী পছন্দ করেন। কিন্তু আমি স্টিম ব্লকচেইনে বাংলা ভাষায় ব্লগিং করার জন্য একমাত্র কমিউনিটি ‘আমার বাংলা ব্লগ’ এর সদস্যদের সাথে ভাগ করে নেয়ার জন্য ফটোগ্রাফিগুলো করেছি। আমরা যদি এই রকম ভাবে আমাদের সময়গুলোকে ব্যয় করি, তবে সেটা নিঃসন্দেহে অনেক ভালো হবে।

G6GHXjstNKJyzpFWfnFMnBESxaP.webp

পেঁপেতো আমাদের সকলের নিকট জনপ্রিয় একটি সবজি, এটাকে বলা হয় ঠান্ডা সবজি। কারন এটা শরীর এবং স্বাস্থ্য দুটোর জন্য বেশ কার্যকর। আমাদের শরীরের নানা ধরনের সমস্যা দূর করার জন্য পাকা পেঁপে তুলনা হয় না। নানা ধরনের সমস্যা সমাধানে পাকা পেঁপের ভূমিকা বেশ উল্লেখ্যযোগ্য। তবে আমাদের গাছের পেঁপেগুলো সম্পূর্ণ কেমিক্যালমুক্ত, এগুলোতে কোন ধরনের কীটনাষক ব্যবহার করা হয় নাই। তাই এগুলো অধিক স্বাস্থ্য সম্মত।

G1EWKqhLKvFmBYuLuDmmrfOlEdV.webpGEdfcSsZESFDVpLEpnidCuWQZaP.webp

ছোটবেলা হতেই বাবা মুখে একটি কথা শুনে আসছি, আর সেটা হলো পেঁপে আমাদের হজম শক্তি বৃদ্ধি করে। তখন ততো শতো বুঝতাম না কিন্তু আব্বু বলেছে উপকার হবে তাই খেতাম। কারন আমাদের দেশে পেঁপে সবজি হিসেবে বেশী খাওয়া হয় গ্রামীন অঞ্চলে। কিন্তু এখন জানতে পারছি সত্যি যাদের হজমজনিত সমস্যা আছে, তাদের জন্য পেঁপে সবচেয়ে বেশী কার্যকর ফল/সবজি। যাদের এই রকম সমস্যা রয়েছে, তারা উভয় অবস্থার পেঁপে মানে কাচা এবং পাকা দুটোই খেতে পারেন, ভালো ফল পাবেন।

GChjUgCnaQsZvTvKeCPUZWCvjnG.webp

এছাড়াও অন্যান্য উপাদানের কারনে এটা আমাদের শারীরিক সক্ষমতা বৃদ্ধি করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। সুতরাং বুঝতে পারছেন সবজি কিংবা ফল যে কোন একটা হলেও আমাদের পেঁপে খাওয়ার অভ্যেস করা উচিত।

ফটোগ্রাফি ডিভাইস: রেডমি এসটু স্মার্টফোন।

ধন্যবাদ সবাইকে।


Leader Banner-tania.jpg
Follow Me On Other Sides
|Twitter| Instagram |YouTube|

Sort:  

অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন আপু।পেঁপে গাছ খুব অল্প সময়েই ফল দেয় এজন্য এটা আমার কাছে খুব ভালো লাগে।অনেক ধন্যবাদ আপু পোস্টটি শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া, আপনার সময় ব্যয় করে পোষ্টটি পড়ার জন্য।

 3 years ago 

নিজের বাড়ির উঠানে এমন ফলের বাগান থাকলে আসলেই অনেক ভালো লাগে। আপনার এই ফোটোগ্রাফি গুলো দেখে সত্যি অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপু আপনাকে।

 3 years ago 

সত্যি অনেক ভালো লাগে এবং সময় উপভোগ করা যায়।

 3 years ago 

আপনার বাগানটির পেঁপেগুলি খুব সুন্দর।তবে আমার মনে হচ্ছে এটি পুরুষ গাছের পেঁপে,কারণ পুরুষ গাছের পেঁপেগুলিই লম্বা সাইজের হয়।ধন্যবাদ আপু ।

 3 years ago 

গাছগুলো আরো একটু বড় হলে বেশী সুন্দর দেখাবে তখন।

 3 years ago 

আপু আপনার পেঁপে গাছের পেঁপে গুলো খুব সুন্দর। আর ফটোগ্রাফি গুলো বেশি সুন্দর হয়েছে।পেঁপে অনেক উপকারী একটি সবজি।কিন্তু আমার পছন্দ না।অনেক ধন্যবাদ আপু আমাদের সাথে শেয়া জন্য।

 3 years ago 

পেঁপে উপকারীর কথা বিবেচনা করে আপনার পেঁপে খাওয়া উচিত, পাকা কিংবা সবজি যেটাই হোক।

ভালো ফটোগ্রাফি করেছেন আপু। পেঁপে আমার খুব পছন্দের ফল। তার মধ্যে কাঁচা পেঁপের বর্তা খুব পছন্দ।

 3 years ago 

প্রশংসা করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

পেঁপেগাছগুলো খুব সুন্দরভাবে বড় হচ্ছে মনে হচ্ছে। সময় তার নিজস্ব গতিতে চলে যাবে, কিন্তু আমরা যদি আমাদের মতো করে নানাভাবে সেটাকে ব্যবহারের চেষ্টা করি, তবে আমাদের সময়গুলোর যেমন সঠিক ব্যবহার নিশ্চিত হবে ঠিক তেমনি আমাদের প্রচেষ্টাগুলো সফলতার মুখ দেখতে পাবে। ধন্যবাদ

 3 years ago 

পেঁপের অনেকগুলো উপকারী দিক আছে এবং এ কারণে প্রায় সবার প্রিয় এবং সুস্বাদু একটি ফল। বাড়ির উঠোনে এরকম চাষাবাদ এখন খুব জনপ্রিয় হয়ে উঠেছে এমনকি যারা শহরে বাস করে তারাও আশেপাশে বেলকনি কিংবা ছাদে কিছু না কিছু চাষবাস করতে চায়। এটি আসলে খুব ভালো একটা দিক কারণ এতে আমরা বিভিন্নভাবে সুবিধা পাচ্ছে। যেমন মানুষ কর্ম ব্যস্ত থাকছে, তরতাজা ফল সবজি খেতে পারছে, পাশাপাশি কিছুটা অর্থনৈতিকভাবে সাশ্রয় করতে পারছে। আর পরিবেশনের ক্ষেত্রে ভূমিকা রাখছেই।

 3 years ago 

পেঁপে ভালোবাসে না এমন কেউ নেই,, পাঁকা মিষ্টি পেঁপের স্বাদই আলদা। আর আমার মত গ্যাস্ট্রিকের সমস্যা যাদের , কাচা পেঁপে সেদ্ধ অনেক উপকারী তাদের জন্যে। তবে বিদেশি বা হাইব্রিড পেপেগুলো তেমন মজা লাগে না খেতে। আপু এই পেঁপে গুলো কি দেশি নাকি বিদেশী?

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.029
BTC 56608.36
ETH 2976.28
USDT 1.00
SBD 2.15