টক-মিষ্টি জাম্বুরা ভর্তা || 10% to @shy-fox

in আমার বাংলা ব্লগ3 years ago

1.webp

হ্যালো বন্ধুরা,
আমি তানিয়া আক্তার, ঢাকা-বাংলাদেশ হতে।

এই সময়ের তাপমাত্রা মাঝে মাঝে খুব অস্থির লাগে, অসহ্য গরম সহ্য হয় না। একটা জিনিষ কি লক্ষ্য করেছেন, গরমের এই সময় কিছু ধরনের ফল পাওয়া যায়। যেগুলো কিছুটা টক এবং রসালো জাতীয় হয়। এগুলো এই সময়ের জন্য উপর্যুক্ত ফল, আমাদের শারীরিক সুস্থ্যতা ঠিক রাখার জন্য। এই জন্য সিজনাল ফলসমূহ আমাদের বেশী বেশী খাওয়া উচিত। আমি আজ আমাদের স্থানীয় একটি রসালো ফলের ভর্তা বানিয়েছি, এটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো।

GErVbGLhBbyyJPaGFktrKWaAZvC.webp

এই ফলটির নাম হলো জাম্বুরা, আমাদের দেশের জনপ্রিয় একটি ফল। আমি এই ফলটি খুব খাই। বিশেষভাবে ভর্তা বানিয়ে। আমার শশুড়বাড়ীতেও একটি গাছ রয়েছে। আজ একটি জাম্বুরা পেরে ভর্তা বানিয়েছি। ভর্তা বানানোর দৃশ্যগুলো আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি।

উপকরণঃ

  • একটি জাম্বুরা
  • কাঁচা মরিচ
  • মচির গুড়া
  • বিট লবন
  • লবন
  • কাসুন্দি।

GCWwmCLEaSxarFZTsPXvdqsstlV.webp

প্রস্তুত প্রণালীঃ

ধাপ-১
প্রথমে জাম্বুরাটিকে নিয়ে উপরের কিছু অংশ কেটে ফেলে দিবো, তারপর চারপাশ দিয়ে এইভাবে ছুরি দিয়ে কেটে নেবো।

G45jyoWsNJbYGJQlEPiVBJyusdK.webp

GC_KJsPDTQaXhVNdobEnaFjqyBB.webp

ধাপ-২
কাটা অংশগুলো ধরে টান দিয়ে জাম্বুরাটি পুরো ছিলে ফেলতে হবে।

G2mSfCxhMsUiUQnabJwLrWthlwZ.webp

G8mtjNZIDkVeKHWdKemLqSYlIML.webp

ধাপ-৩
জাম্বুরাটি ছিলার পর তার কোষগুলো এভাবে আলাদা করবো এবং জাম্বুরাগুলোকে সেই কোষ হতে বের করে নিবো।

G8SUYjbGcpFITMJywydTiySMzBT.webp

G9lVnFNwCjywJFvFDegbxltUelU.webp

ধাপ-৪
একটি প্লেটে সকল উপাদানগুলোর সাথে ছাড়ানো জাম্বুরাগুলোর ভালোভাবে মিক্স করবো। অনেকে কাসুন্দি ছাড়াই খেতে পছন্দ করেন।

G9duBanqCjVmvxXSDcIgUUFqGcF.webp

ধাপ-৫
সকল উপদানের মিশ্রনের পর হয়ে গেলো আজকের জাম্বুরার ভর্তা। এর নানা ধরনের চমৎকার উপকারী উপাদান আপনাকে শারীরিকভাবে সুস্থ্য রাখবে।

1.webp

ফটোগ্রাফি ডিভাইস: রেডমি এসটু স্মার্টফোন।

ধন্যবাদ সবাইকে।


Leader Banner-tania.jpg
Follow Me On Other Sides
|Twitter| Instagram |YouTube|

Sort:  
 3 years ago 

বাহ খুব সুন্দর। জাম্বুরা আমার খুব প্রিয়। আমাদের গাছের জাম্বুরা এখনো খাওয়ার উপযোগী হয়নি। খাওয়ার উপযোগী হলে আমি আপনার দেখানো পথে জাম্বুরা টেস্ট করব।

 3 years ago 

এটা আমাদের গাছ হতে পাড়া হয়েছে কিন্তু বাজারের অবস্থা জানি না।

 3 years ago 

ও।

জাম্বুরা আমার অনেক প্রিয় কিন্তু এটা লবণ মরিচ দিয়ে খেতে ভালো লাগে না। শুধু জাম্বুরা খেতে ভালো লাগে।

 3 years ago 

আমরা এই ভাবে ভর্তা বানিয়ে খাই, অনেকে শুধু লবন দিয়ে খেতে পছন্দ করেন, এটাও ঠিক।

 3 years ago 

খুব স্বাদের একটি খাবার । এক কথায় অনবদ্য । শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আপনার পোস্টটি খুব ভাল এবং ব্যাখ্যাটি আশ্চর্যজনক

ভাগ করে নেওয়ার জন্য ধন্যবাদ

 3 years ago 

আপনাকেও ধন্যবাদ।

খুব সুন্দর ভাবে ধাপে ধাপে জাম্বুরা ভর্তা আমাদের মাঝে উপস্থাপন করেছেন।অনেক সুন্দর হয়েছে।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

বাহ খুব সুন্দর হয়েছে।এটাকে আমরা বাদাম বলে থাকি গ্রামের ভাষায় খেতে খুবই সুস্বাদু।

 3 years ago 

এভাবে ভর্তা বানিয়ে খেলে বেশী স্বাদ লাগে।

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

r2cornell_curation_banner.png

 3 years ago 

আমরা এই ফলটিকে বড়ো লেবু বা বাতাবি লেবু বলি।কিন্তু এই কমিউনিটির মাধ্যমে আমি এর জাম্বুরা নামটি ও এই রেসিপিটি সম্পর্কে জানতে পারি।দেখে খুবই সুস্বাদু মনে হচ্ছে।আমি অবশ্যই একদিন চেষ্টা করবো।ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.030
BTC 56355.98
ETH 2973.83
USDT 1.00
SBD 2.14