আপনার হাতে যে কোনো রান্নায় অনেক মজার। তাই বলার অপেক্ষা রাখে না এই ভর্তাও খেতে ভীষণ মজার হবে।শোলা কচু দিয়ে অনেক রেসিপি রান্না করা যায় তবে কখনো এভাবে ভর্তা বানানো হয়নি। বাসায় অবশ্যই একদিন ট্রাই করবো। খুবই লোভনীয় লাগছে বিশেষ করে আচার দেওয়াতে খুবই সুস্বাদু হবে মনে হচ্ছে। অসংখ্য ধন্যবাদ শোলা কচু দিয়ে আচারি ভর্তা রেসিপি শেয়ার করার জন্য।
আচারি ভর্তা টা সত্যি অনেক সুস্বাদু হয়েছিলো।অবশ্যই ট্রাই করে দেখবেন আশাকরি অনেক ভালো লাগবে।প্রশংসনীয় একটি মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাবি।