বৃষ্টি হলে আমার কাছে বেশ ভালো লাগে তবে যখন জোরে বাতাস এবং বিদ্যুৎ চমকায় তখন আমিও খুবই ভয় পাই আপু। আর রাতে যদি ঝড়বৃষ্টি হয় তাহলে তো আমার সারারাত ঘুমই হয় না। একদম ঠিক বলেছেন এখন ফোনে চার্জ না থাকলে একটুও ভালো লাগে না। কিছুদিন আগে একই অবস্থা আমাদেরও হয়েছিল। ফোনে একে তো চার্জ ছিল না তার ওপর আবার নেটওয়ার্ক ছিল না। কি একটা বিশ্রিকর অবস্থায় পড়েছিলাম। খুব তাড়াতাড়ি এই দুঃসময় গুলো কেটে যাক এই প্রত্যাশা ব্যক্ত করছি।